Thursday, February 27, 2020

ইসলামি গান ভিডিও এবং অডিও রকর্ডিং করতে যোগাযোগ করুনঃ ০১৯২০৩৮০৩০২
এখানে ওয়াজ মাহফিল জুম্মার খুতবা, বিষয় ভিত্তিক আলোচনা, ইসলামিক সংগীত এর শুটিং সহ সকল প্রকার ইসলামী অনুষ্ঠানের ভিডিও ধারণ সংরক্ষণ ও ইন্টারনেটে সম্প্রচার করা হয় I যোগাযোগ করুন আমাদের সাথে।
খুলনা 019203803020

Sunday, January 19, 2020

Try New Samples of Products Now! 2020 Best Offer

Offer Offer Offer

2020 Best Offer

Are you worried about your beauty now a new product has come to market this is a free distribution to our campaign? In just 7 days, your skin will be brighter.







Click the link below to pick it up. Meet all of our conditions. You will give us a vibration massage after completing our form. If you can give the correct answer then you will receive this gift. This offer is for the US only.

If you want to take our offer from mobile then the link below

Mobile click 1: Link

Mobile click 2: Link

Mobile Click 3: Link

If you want to take our offer from Laptop or Desktop then the link below

Desktop Click 1: Link 

Desktop Click 2: Link 

Tuesday, January 7, 2020

লসের যত্তসব কারণ (ট্রেডিং সিস্টেম) :- (একটু ভূমিকা) forex 2020

### আমি অধম নিজে গত বছরগুলোতে এই ব্যাবসায় কখোনো একই সাথে শর্ট ভার্সান বা স্ক্যাল্পিং ট্রেড,একই সাথে মিড ভার্সান বা সুইং ট্রেড অথবা একই সাথে লংগার ভার্সান বা পজিশন ট্রেড করেছি যা খুবই হাস্যকর ও বিভ্রান্তিকর৷অবশেষে দেখতেছি যেখানে আমার প্রচুর প্রফিট হওয়ার আশা ছিল সেখানে লস করতে করতে একাউন্টের ব্যালেন্সই অসংখ্যবার শূন্য হয়েছে৷কারণ খুঁজে খুঁজে বুঝলাম আমার লসের একটি অন্যতম কারন হলো-এই “ট্রেডিং ভার্সান” সঠিক ভাবে না বুঝে,না নিশ্চিত হয়েই এলোমেলো হ য ব র ল ট্রেড !!! যা আমাকে অসংখ্যবার ডুবিয়েছে।Image may contain: one or more people and text


### লসের যত্তসব কারণ (ট্রেডিং সিস্টেম) :- (একটু ভূমিকা)
## অকার্যকর,দুর্বল ও ত্রুটিপূর্ণ ট্রেডিং সিস্টেমের কারণে আমার এবং আমাদের প্রত্যেকেরই প্রচুর লস গুনতে হয়৷ফরেক্স ব্যবসায় এসে আমরা সবাই খুব ভালোভাবেই জানি এই মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ,সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক এবং অত্যন্ত স্মার্ট ব্যবসা।“এখানে নিয়মিত আয় রোজগার করা মোটেও সহজ বিষয় নয়”।সেজন্য প্রথমে আমাদের ট্রেডিং সিস্টেম সম্পূর্ণ ভাবে ত্রুটিমুক্ত ও পরিপূর্ণরূপে তৈরি করে নিতে হবে।আমরা ফরেক্স ব্যবসায় এসেই প্রচুর প্রফিট করতে চাই কিন্তু তা না করে বরং প্রতিনিয়ত কমবেশি লস করতেই থাকি।সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক নগদ ডলারের এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় নিজেদের ট্রেডিং সিস্টেমে যদি কোনো প্রকার ত্রুটি থাকে,সামান্য কিছু দুর্বলতা থাকে তাহলে আমরা কখনোই এই ব্যবসায় নিয়মিত প্রফিট আশা করতে পারবো না।সে জন্য প্রথমেই ট্রেডিং সিস্টেমের সকল দুর্বলতা ও ত্রুটিগুলোকে একটি একটি করে চিহ্নিত করতে হবে এবং সেগুলো সমাধান করার নিয়মিত চেষ্টায় লেগে থাকতে হবে।
## আমি আমার ব্যক্তিগত ৬ বছরের বাস্তব লসের অভিজ্ঞতার আলোকে এসব লসের প্রথম ধাপের মূল কারণগুলো নিয়ে ধারাবাহিক পর্ব আকারে লেসনগুলো শুরু করছি৷
### ১০.১ ### সঠিক *ট্রেডিং ভার্সান* না বোঝা ##
## আমরা সবাই একদম শুরুতেই মনে করি এই ফরেক্স ব্যবসা আহামরি তেমন কিছুই নয়...এখানে এসেই অল্প কয়েক দিন দেখেই ট্রেড করতে পারবো আর প্রচুর অর্থ উপার্জন করতে পারবো- যা খুবই স্বাভাবিক সবার জন্য কিন্তু বাস্তবে 100% ভুল !!! কারণ হলো তখন ট্রেডিং সিস্টেম সম্পর্কে আমাদের কারোর কোনো ধারণাই থাকে না৷তাহলে নিয়মিত প্রফিট আশা করি কিভাবে ??
## তাই আমাদের ট্রেডিং সিস্টেমকে সম্পূর্ণরূপে কার্যকর,ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণ করে তোলার সর্বপ্রথম শর্তই হচ্ছে “ট্রেডিং ভার্সান” পরিষ্কারভাবে নিশ্চিত হওয়া অপরিহার্য।শুরুর দিকে আমি মূর্খ মনে করতাম “ট্রেডিং ভার্সান” টা আবার কি ? এটা আমাকে কেন বুঝতে হবে ? কেন এটা নিশ্চিত হতে হবে ?
## এই “ট্রেডিং ভার্সান” হচ্ছে- আমি এই মার্কেটে কোন ধরনের ট্রেড করবো ?? কোন টার্মে ট্রেড করবো ? লংগার ভার্সান ? মিড ভার্সান ? না কি শর্ট ভার্সান ??? একদম ক্রিকেটের ভাষায়- ৫ দিনের দীর্ঘ টেষ্ট ভার্সান ? ১ দিনের ওয়ান-ডে ভার্সান ? না কি ২/১ ঘন্টার টি-টোয়েন্টি ভার্সান ???
# ঠান্ডা মাথায় ধীরে সুস্হ্যে ভালো করে লক্ষ্য করতে হবে- এখানে আমার পারিবারিক ও পরিবেশগত বিষয় রয়েছে,আমার আনুষাঙ্গিক যন্ত্রপাতির বিষয় রয়েছে,যেমন-ট্রেডিং ডিভাইস +কম্পিউটার+ইন্টারনেট+বিদ্যুৎ...
# এ ছাড়াও ভাবতে হবে আমি এখানে নিয়মিত প্রতিমাসে,প্রতি সপ্তাহে বা প্রতিদিন কতটুকু সময় লেখাপড়া+প্র্যাকটিস+রিয়েল ট্রেড করার ক্ষেত্রে ব্যয় করতে পারবো ?
# কখন আমি ট্রেড করতে পারবো ও কখন আমি ট্রেড করতে পারবোনা...মার্কেটে কখন বসতে পারবো ও কখন পারবো না...
# আমি কোন ধরনের ট্রেড করতে পারবো (আমার পক্ষে সম্ভব) ? লংগার ভার্সান ? মিড ভার্সান ? না কি শর্ট ভার্সান ???
### এখানে কয়েক ধরনের ট্রেডিং ভার্সান রয়েছে,যেমন-
# খুব দ্রুত ট্রেড করার জন্য শর্ট টার্ম বা স্ক্যাল্পিং ট্রেডিং ভার্সান৷যেখানে খুবই ছোট ছোট টাইমফ্রেমে- 1 Minute থেকে H1 টাইম ফ্রেম,খুব স্বল্প সময়ের জন্য খুব দ্রুত শর্ট ট্রেড করে মার্কেট থেকে আয় রোজগার করা হয়৷কিন্তু সকলের জন্য শর্ট টার্ম বা স্ক্যাল্পিং ভার্সানে ট্রেড করা সম্ভব হয় না৷
# আবার আমরা অনেকেই রয়েছি যারা এতো ছোট ছোট টাইমফ্রেমে খুব দ্রুত শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং ভার্সানে ট্রেড করার মতো সুযোগ+সামর্থ্য একেবারেই সম্ভব হয় না৷সেই ক্ষেত্রে একটু বড় টাইমফ্রেম- H4 থেকে Daily টাইমফ্রেম দেখে আস্তে ধীরে সময় নিয়ে মিড টার্ম বা সুইং ভার্সানে ট্রেড করে থাকি৷
# আবার সকলের জন্য শর্ট ট্রেড বা স্ক্যাল্পিং ভার্সানে অথবা মিড টার্ম বা সুইং ভার্সানে ট্রেড করা সময়+সুযোগের সমন্বয়ের অভাবে যথাযথ হয় না৷সেজন্য আমরা অনেকেই বড় টাইমফ্রেম-Weekly বা Monthly টাইমফ্রেমে দীর্ঘ সময় নিয়ে আস্তে-ধীরে দেখে শুনে বুঝে লংগার ভার্সানে বা পজিশন ট্রেড করে থাকি৷
## আর এই সকল “ট্রেডিং ভার্সান” নির্ভর করে আমাদের সার্বিক পরিস্থিতির উপর৷এই ব্যাবসায় কখনোই একই ব্যক্তির (আমি আমাকেই বলছি- আমার পক্ষে) পক্ষে একই সাথে শর্ট ভার্সান বা স্ক্যাল্পিং ট্রেড,একই সাথে মিড ভার্সান বা সুইং ট্রেড অথবা একই সাথে লংগার ভার্সান বা পজিশন ট্রেড করা খুই অসম্ভব,লেজে গোবরে এক হওয়া যা বে-সামাল এবং নিশ্চিত লসের একটি অন্যতম কারন৷নগদ ডলারের ব্যাবসা বলে কথা-তাই এখানে অবশ্যই সময়-সুযোগের বিষয়ে,নিজের মন মানসিকতার বিষয়ে,নিজের শারীরিক অবস্থার বিষয়ে,বিদ্যুৎ+ইন্টারনেট+কম্পিউটার+ডিভাইস+ পারিপার্শিক অবস্হা.. ইত্যাদি নানা ধরনের সুযোগ-সুবিধার উপর এই “ট্রেডিং ভার্সান” বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে এবং এটাই স্বাভাবিক বিষয়৷
Forex Mart
জিরো স্প্রেডঃ click
Stander: Click
facebook: Click
সাপোর্ট নাম্বারঃ ০১৯২০৩৮০৩০২