Saturday, March 23, 2019

01 ফরেক্সে কিভাবে আয় করা যায়?

ফরেক্সে কিভাবে উপার্জন করা যায়? 

আপনি ফরেক্স মার্কেটে কারেন্সি কেনাবেচা করেন। আপনি এই চিন্তা করে কারেন্সি কেনাবেচা করেন যে, কারেন্সির মূল্য একটা অন্যটার তুলনায় বাড়বে অথবা কমবে । 

ধরুন আপনি €১০,০০০ ইউরো কিনতে চাচ্ছেন ইউএস ডলারের বিনিময়ে। 

€১ = $১.৩৫ 

তাহলে €১০,০০০ কিনতে আপনার লাগবে 

$১.৩৫ X ১০,০০০ = $১৩,৫০০ 

১মাস পরে ইউরোর দাম ১.৪২০০ হলো। আপনি আপনার ট্রেডটা ক্লোজ করে দিলেন। তাহলে আপনি পাচ্ছেন 

$১৪,২০০-$১৩,৫০০= $৭০০

যদি ১ডলারের দাম ৭৫ টাকা হয় তাহলে 

$১৩,৫০০= $৭৫ X ১৩,৫০০= ১,০১২,৫০০ টাকা মাত্র

মন খারাপ করবেন না। আপনার ট্রেড করতে এত টাকার প্রয়োজন নেই। 

ফরেক্সে কারেন্সি মূল্য কিভাবে পড়ব

কারেন্সির মূল্য সবসময় জোড়ায় গননা করা হয়। কারন আপনি যখন একটি কারেন্সি কিনেন তখন অন্য একটি কারেন্সি বিক্রি করেন। 

না বুঝে থাকলে উপরের উদাহরনটা আবার দেখুন। আপনি ইউএস ডলার দিয়ে ইউরো কিনেছিলেন। কারেন্সি ভ্যালুকে আমরা নিম্নের ছবির মত দেখে থাকি। ছবিটিতে €১ জন্য কত ডলার প্রয়োজন তা দেখাচ্ছে।

এখানে ইউরো হলো বেস কারেন্সি আর ইউএসডি হলো কোট কারেন্সি। যখন আপনি কিনেন তখন আপনি দেখতে পারেন যে আপনার ১ ইউনিট বেস কারেন্সি কিনতে কত ইউনিট কোট কারেন্সি প্রয়োজন। আপনি যখন বিক্রি করেন তখন আপনি দেখতে পারেন যে, আপনি ১ ইউনিট কোট কারেন্সির বিনিময়ে কত বেস কারেন্সি পাবেন।

আপনি তখন কিনবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মুল্য বৃদ্ধি পাবে। আপনি তখন বিক্রি করবেন যখন মনে করবেন যে, বেস কারেন্সির মুল্য কমবে। 

Long নাকি Short

আপনি প্রথমে নির্ধারন করবেন যে, আপনি কারেন্সির পেয়ার (জোড়া) বাই না সেল করবেন। যদি আপনি বাই (ক্রয়) করতে চান তাহলে আপনি চিন্তা করছেন যে কারেন্সির ভ্যালূ বাড়বে। এই কেনাকে Long বলা হয়। 

যদি আপনি সেল (বিক্রয়) করতে চান তাহলে আপনি চিন্তা করছেন যে কারেন্সির ভ্যালু কমবে। এই সেল করাকে Short বলা হয়। মনে রাখাবেন 

Buy = Long

Sell = Short

Bid/Ask

যে কোন কারেন্সি পেয়ারে দুইটি প্রাইস দেখা যায়। নিচের ছবিটি দেখুন। প্রথমটি হল Bid প্রাইস আর পরেরটি হল Ask প্রাইস। Bid প্রাইসের ভ্যালু সবসময় Ask প্রাইসের চেয়ে কম থাকবে।


Bid – Ask = Spread

Spread হল ব্রোকারের লভ্যাংশ যা আপনার ট্রেডের ভিতর থেকে কেটে নেয়। লক্ষ্য করবেন যে আপনি যখন Buy অর্ডার দেন, তখন ট্রেড Ask মূল্যে শুরু হয় আর যখন Sell অর্ডার দেন, তখন ট্রেড Bid মূল্যে শুরু হয়। তাছাড়া আরো লক্ষ্য করবেন যে, আপনার ট্রেড কিছুটা লস দিয়ে শুরু হয়েছে। এটার কারন হল যে ব্রোকার আপনার ট্রেড থেকে স্প্রেড কেটে নিয়েছে। মনে রাখবেন যে সব কারেন্সির স্প্রেড সমান না।

আপনি যদি অনলাইনের কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার সাথে
গ্রান্টি দিয়ে কাজ শিখাব
১ মাস সময় নিব
মোবাইলঃ ০১৯২০৩৮০৩০২ 

মার্কেট স্ট্রাকচার ২০১৯

মার্কেটের স্ট্রাকচার অথবা কাঠামো

ফরেক্স মার্কেটকে আরো ভালভাবে বুঝার জন্য দেখি যে স্টক মার্কেট ও ফরেক্স মার্কেট কিভাবে পরিচালিত হয়। প্রথমে স্টক মার্কেটটা দেখি:


স্টক মার্কেটটি (উদাহরণস্বরূপ Dhaka Stock Exchange) স্বভাবত একচেটিয়া মার্কেট। মার্কেটে একটি স্পেশালিস্ট থাকে। সে নিজের ইচ্ছামত প্রাইস কন্ট্রোল করতে পারে। স্পেশালিস্টের নিজের স্বার্থ উদ্ধারের জন্য সে প্রাইসের হেরফের করতে পারে।

এটা কিভাবে সম্ভব?

স্টক মার্কেটে স্পেশালিস্ট অর্ডার সম্পাদান করতে বাধ্য থাকে। এখন ধরুন, সেলারের সংখ্যা বায়ারের চেয়ে বেড়ে গেল। স্পেশালিস্ট যে অর্ডার সম্পাদান করতে বাধ্য সে স্টকগুলো সেল করতে পারবে না। তাই এ ধরনের পরিস্থিতি এড়াতে স্পেশালিস্ট লেনদেনের মূল্য বাড়িয়ে দিতে পারে যা সেলারদের মার্কেট থেকে দূরে থাকতে বাধ্য করে।

স্পট ফরেক্স মার্কেট

স্পট ফরেক্স মার্কেটটি ডিসেন্ট্রালাইজড মার্কেট। এই জন্য প্রাইস কোট ভিন্ন বোকারে ভিন্ন রকম দেখতে পারেন। এটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি জানেন যে ফরেক্স মার্কেটে প্রচন্ড প্রতিযোগিতার কারনে ব্রোকার আপনাকে প্রায় সবসমযই সবচেয়ে ভালো ডিল অফার করবে। তাহলে আপনি কি বলবেন?


এই সেই কারনের জন্য ফরেক্স মার্কেট মার্কেট একেবারে খাটি একটি মার্কেট না। আবার ডিসেন্ট্রালাইজড দেখে মার্কেটে বিশৃঙ্খলাও নেই। ফরেক্স মার্কেটে অংশগ্রহনকারীদেরকে বড় থেকে ছোট সারিতে সাজানো হলে এইভাবে দেখা যায়: 

সারিতে প্রথমে মেজর ব্যাংকগুলোকে দেখতে পাচ্ছেন। অংশগ্রহনকারীরা ইলেকট্রনিক ব্রোকারেজ সার্ভিস (EBS) অথবা রয়টার্স ডিলিং ৩০০০ স্পট ম্যাচিং এর মাধ্যেমে সরাসরি ট্রেড করে থাকে।

এই ২টা কোম্পানী কোক আর পেপসির মত। সবসময় মক্কেলের জন্য মারামারি করে। দুটো কোম্পানীই প্রায় একই ধরনের কারেন্সি পেয়ার প্রদান করে থাকলেও, কিছু কিছু কারেন্সি পেয়ারে ১টা তে আরেকটার চেয়ে বেশি তারল্য দেখা যায়।

ইবিএস প্লাটফর্মে EUR/USD, USD/JPY, EUR/JPY, EUR/CHF, and USD/CHF বেশি তারল্য দেখা যায়। রয়টার্স প্লাটফর্মে GBP/USD, EUR/GBP, USD/CAD, AUD/USD, and NZD/USD বেশি তারল্য দেখা যায়। ইন্টারব্যাংকে অংশগ্রহনকারী ব্যাংকগুলো এই প্রাইস দেখতে পায়। এর মানে এটা না যে তারা সেইরেটে ট্রেড করে। এখানে অনেক কিছু আছে যা রেট ভিন্নভাবে পোষন করে।

পরের সারিতে আসে হেজ ফান্ড (Hedge Funds), কর্পোরেশন (Corporations), রিটেইল মার্কেট মেকার (Market makers) এবং রিটেইল ECN। যেহেতু এরা ইন্টারব্যাংকে সরাসরি ট্রেড করতে পারে না, তাদের কমার্শিয়াল ব্যাংকের সাথে ট্রেড করতে হয়। এর মানে তাদের জন্য খরচ একটু বেড়ে যায় আর তাদের ইন্টারব্যাংকের অংশগ্রহনবারীদের চেয়ে একটু বেশি চার্জ করতে হয়।

একদম শেষের সারিতে রিটেইল ট্রেডাররা পরে। মানে আমরা। ফরেক্স মার্কেটের অসংখ্য সুযোগ সুবিধার জন্য আমরা এই মার্কেটে অনেক বড়বড় সত্ত্বাদের সাথে ট্রেড করতে পারি।





আপনি যদি অনলাইন থেক আয় করতে চান তাহলে যোগাযোগ করুন। 
বিস্তারিতঃ 
লাইভ একাউন্ট লিংকঃ ক্লিক 
sktyp: al.mamun480
mobile: ০১৯২০৩৮০৩০২ 

ফরেক্স এর সুবিধা

ফরেক্স এর সুবিধা

ফরেক্স মার্কেটের অনেক সুবিধা আছে যা অন্যান্য মার্কেটে দেখতে পাবেন না। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল:

কোন কমিশন নেই: আপনি মূলত ব্রোকারকে কোন কমিশন দেন না। আপনার ব্রোকার আপনাকে মূলত যা চার্জ করবে তা হল “আসক - বিড = স্প্রেড”।

কোন মধ্যবর্তী লোক নেই: আপনি সরাসরি ট্রেড শুরু করতে পারবেন। ট্রেড শুরু করার জন্য আপনাকে কোন তৃতীয় পক্ষকে বলতে হবে না।

নিধারিত লট সাইজ নেই: আপনি কতটুকু ট্রেড করবেন তা আপনার উপর নির্ভর করবে। ধরুন, আপনি যদি ফিউচার মার্কেটে সিলভার ট্রেড করতে যান তাহলে আপনাকে ৫,০০০ আউন্স সিলভার কিনতে হবে। কিন্তু ফরেক্স মার্কেটে ৫,০০০ আউন্স কিনতে বাধ্য না।

স্বল্প খরচ: ট্রেড করতে আপনার ব্রোকার আপনাকে খুব অল্প চার্জ করে। সেটাকে আমরা স্প্রেড বলে থাকি। এটা সাধারনত আপনার লট সাইজের উপর নির্ভর করে।

২৪ ঘন্টার মার্কেট: অন্যান্য মার্কেট সাধরনত সকালে খুলে বিকেলে বন্ধ হয়ে যায়। আর ট্রেডের জন্য আপনাকে পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়। ফরেক্স মার্কেট সোমবার খুলে আর শুক্রবার বন্ধ হয়। আর এর মাঝে ২৪ ঘন্টাই খোলা থাকে।

মার্কেট নিয়ন্ত্রন করা যায় না: ফরেক্স মার্কেট এত বড় যে যদি কোন দেশের সেন্ট্রাল ব্যাংক যদি প্রাইস নিজের ইচ্ছামত মুভ করতে চায়, তাহলে তা বেশিক্ষনের জন্য করতে পারবে না।

লেভারেজ: আমারা লেভারেজ সম্পর্কে জেনেছি। আমরা অল্প অর্থে বিনিময়ে অনেক অর্থ দিয়ে ট্রেড করতে পারি। ফরেক্স মার্কেট ছাড়া অন্য কোন মার্কেট আপনাকে এই সূযোগ দেয় না।

মার্কেটে এন্ট্রি সহজ: মার্কেটে প্রবেশ করতে আপনাকে হাজার বাধা বিপওি পারি দিতে হবে না। ঘরের মধ্যে একটা কম্পিউটার আর ইন্টারনেট কানেকশনই যথেষ্ট। ব্রোকারও আপনার কাছে হাজার হাজার ডলার ডিপোজিট চাবে না। এখন ব্রোকাররা $১ ও ডিপোজিট করতে দেয়।

প্রচুর তথ্য পাবেন: ফরেক্স লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে কি পরিমান তথ্য পান। ইন্টারনেটে এত তথ্য আছে যা আপনার জন্য পর্যাপ্ত পরিমানের চেয়ে অনেক বেশি। তাই আপনার তথ্যের অভাব হবে না।

আপনি হয়ত বুঝতে পেরেছেন যে ফরেক্স অন্যান্য মার্কেটের তুলনায় অনেক ভালো আর বেশি সুবিধা প্রদান করে থাকে। নিচের টেবিলটি দেখুন:






আপনি যদি অনলাইন থেক আয় করতে চান তাহলে যোগাযোগ করুন। 
বিস্তারিতঃ 
লাইভ একাউন্ট লিংকঃ ক্লিক 
sktyp: al.mamun480
mobile: ০১৯২০৩৮০৩০২

কারেন্সি ট্রেডের বিভিন্ন উপায় ২০১৯

কারেন্সি ট্রেডের বিভিন্ন উপায়

কারেন্সি বিভিন্নভাবে ট্রেড করা যায়। এদের মধ্যে স্পট ফরেক্স, ফিউচারস, অপশন্‌স এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইফটি) উল্লেখযোগ্য।

স্পট মার্কেট
কারেন্সি জায়গারটা জায়গায় ট্রেড হয় বর্তমান মার্কেট মুল্লে। স্প্রেড খুব কম থাকে। অ্যাকাউন্ট খোলাও খুব সহজ। আপনি স্পট মার্কেটে $১ দিয়েও ট্রেড শুরু করতে পারবেন।

আপনার ট্রেডের জন্য চার্ট থাকবে। এছাড়াও ইন্টারনেটে প্রচুর পরিমানে খবর বের হয় তাই আপনার তথ্যর অভাব হবে না।

ফিউচার মার্কেট (Futures)

আপনি যে কোন সম্পত্তি (এই ক্ষেত্রে কারেন্সি) একটি নির্দিষ্ট মুল্লে ক্রয় অথবা বিক্রয় করতে পারবেন। এই ক্ষেত্রে যেই চুক্তিপত্র থাকে তা স্ট্যান্ডার্ড আকারে থাকে। যেহেতু ফিউচার কেন্দ্রিয়ভাবে পরিচালিত হয়, তাই সব তথ্য সহজলভ্য। 

অপশন মার্কেট (Options)

অপশন মার্কেটে আপনি একটা সম্পত্তি কিনতে পারবেন কিন্তু তার মালিকানা পাবেন না। আপনি যদি কিছু কিনেন অথবা বিক্রি করেন তাহলে আপনাকে ভবিষ্যৎ একটি সময়ে নির্দিষ্ট মুল্লে তা ছেরে দিতে হবে। অপশন মার্কেটের একটি অসুবিধা হল যে এটা ২৪ ঘণ্টা খোলা থাকে না। 

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (Exchange Traded Fund)

এটা বেশীদিন হয়নি চালু হয়েছে। এটা ফরেক্সকে স্টকের সাথে মিলিয়ে বাজারে ছাড়া হয়। এতে ঝুকি কমে যায়। এগুল সাধারনত ফিনাঞ্চিয়াল ফার্মগুলো উপস্থাপন করে থাকে।

আপনি যদি অনলাইন থেক আয় করতে চান তাহলে যোগাযোগ করুন। 
বিস্তারিতঃ 
sktyp: al.mamun480
mobile: ০১৯২০৩৮০৩০২