Sunday, September 22, 2019

Forex মেন্টর কি এবং মেন্টরের প্রয়োজনীয়তা ফরেক্স

মেন্টর কি এবং মেন্টরের প্রয়োজনীয়তা :-

1# আমি আমার ফরেক্স ট্রেডের শুরুর দিকে যদি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন,দীর্ঘদিনের দক্ষ,সৎ এবং আন্তরিক একজন মেন্টর পেতাম তাহলে গত বছরগুলোতে অসংখ্যবার নিয়মিত লসের মুখ দেখতে হতো না৷একজন মেন্টর হচ্ছেন হাতে-কলমে শেখানোর উপযুক্ত প্রশিক্ষক৷আমরা সবাই জানি যেকোন কাজে সফল হতে হলে একজন ওস্তাদ প্রয়োজন,একজন শিক্ষক প্রয়োজন,একজন প্রশিক্ষক প্রয়োজন,একজন ট্রেইনার প্রয়োজন,একজন গুরু প্রয়োজন,একজন মাস্টার প্রয়োজন,একজন গাইড প্রয়োজন,একজন পথপ্রদর্শক প্রয়োজন,সঠিক দিক নির্দেশনাকারী খুবই প্রয়োজন….ঠিক একই ভাবে ফরেক্স ট্রেডে একজন মেন্টর নতুন ফরেক্স শিক্ষার্থী ট্রেডারকে যাবতীয় কলাকৌশলগুলো হাতে-কলমে শিখিয়ে দেন এবং ফরেক্স মার্কেট থেকে কিভাবে নিয়মিত প্রফিট করা যায় তা ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে থাকেন৷ফলে একজন নতুন শিক্ষার্থী ধীরে ধীরে ফরেক্স ট্রেডে প্রতিষ্ঠিত হতে সহজেই সুযোগ পায়৷আমি শুরুর দিকে একজন ভালো ফরেক্স মেন্টর খুজেছি কিন্তু পাই নাই৷হাতেগোনা কয়েকজনকে পেয়েছিলাম কিন্তু তারা নিজেরাই তখন লুজার ছিল৷ফলে আমি হাতে কলমে কারো কাছে শেখার মতো সৌভাগ্য পাই নাই৷অবশেষে বাধ্য হয়ে ইউটিউব,গুগোল,বিভিন্ন দেশি-বিদেশি ফরেক্স ফোরাম,ইবুক স্টাডি করেছি৷উদ্দেশ্য ছিল ভালো মেন্টর না পাই কিন্তু অন্য যে কোনো উপায়েই হোক এবং যত কষ্টই হোক ফরেক্স ট্রেড আমি শিখবোই শিখবো৷আমি ইউটিউব চ্যানেল থেকে অসংখ্য লাইভ ওয়েবিনার স্টাডি করেছি,এরপর দেশে-বিদেশে অনেকেরই ভিডিও টিউটোরিয়াল স্টাডি করেছি,গত কয়েক বছরে এইভাবে আমি কিছু কিছু শিখেছি৷অস্ট্রেলিয়া,লন্ডন,আমেরিকা এবং সিঙ্গাপুরের কয়েকজন মেন্টরের সহযোগিতায় অনলাইনভিত্তিক স্টাডি করার সুযোগটুকু আমি পেয়েছিলাম৷সেই সুযোগ কাজে লাগিয়ে একটু একটু করে ফরেক্স মার্কেটে শেখার চেষ্টা করেছি৷তাছাড়া আমি আমার আশপাশের দশ জন মানুষের মত এত ট্যালেন্ট,বুদ্ধিমান,চতুর-চালাক মানুষ নই৷তাই আমার বুদ্ধির অভাবে শিখতে অনেক সময় লেগেছে,৬ টা বছর চলে গেছে,অনেক কষ্ট করতে হয়েছে৷
2#  সহজ,স্বাভাবিক,গতানুগতিক বিষয়গুলো আমি বুঝতে পারিনা,সহজ কথাগুলো আমার কাছে এলোমেলো মনে হয়,জটিল মনে হয়,ফরেক্স ট্রেডের প্রত্যেকটি কৌশল,প্রত্যেকটি লাইন,প্রত্যেকটি শব্দ,প্রত্যেকটি অক্ষর আমার কাছে অত্যন্ত জটিল এবং দুর্বোধ্য মনে হতো৷বারবার ফরেক্স ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি৷কিন্তু কাজ নাই তো,বেকার বসে থাকার চাইতে না হয় একটু ঘাটাঘাটি করলাম,সময়টাতো ভালো ভাবে কাটাতে হবে,সুস্হ থাকার জন্য অবশ্যই কর্মময় থাকা জরুরী- তাই না ? সেটা ভেবেই ফরেক্স মার্কেটে এক লাইন দুই লাইন করে ৬ বছর লম্বা সময় দিয়ে শিখে শিখে এই পর্যন্ত এসেছি৷
Image may contain: one or more people and people sitting
3#  এখন আফসোস করছি আর অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করছি- “ফরেক্স ট্রেড অত্যন্ত চমৎকার একটি সর্বাধুনিক স্মার্ট ব্যবসা,কিন্তু এই ব্যবসা করতে হলে ভালো মেন্টরের কোনো বিকল্প নাই”৷একজন প্রকৃত দক্ষ অভিজ্ঞ ও আন্তরিক মেন্টর একজন নবীন ফরেক্স শিক্ষার্থী ট্রেডারকে সত্যিকার ভাবে গড়ে তুলতে পারেন- এটা আমি এখন মনেপ্রাণে বিশ্বাস করি৷কিন্তু আমার দুর্ভাগ্য সেরকম মেন্টর হাতের কাছে কোথাও পাই নাই যিনি আমাকে হাতে কলমে দীক্ষা দিবেন৷আর যেসব বহুদূরের মেন্টরকে আমি অনলাইনে পেয়েছি তারা আমাকে কিছু কিছু সময় দিয়েছে৷সেজন্য আমি তাদের কাছে চির কৃতজ্ঞ৷আসলে ভালো মেন্টর ছাড়া শুধুমাত্র অনলাইন থেকে ফরেক্স ট্রেড এ টু জেড পরিষ্কারভাবে শেখা সম্ভব হয় না৷কারণ থিউরিটিক্যাল মূখস্হ শিক্ষা এক বিষয় আর প্র্যাকটিক্যালি হাতে-কলমে দীক্ষা সম্পূর্ণ ভিন্ন বিষয়৷ অনেকেই লেখাপড়া করি বিভিন্ন বিষয়ের উপর,যেমন- ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং,ওকালতি,পাইলটিং এবং লেখাপড়া ছাড়াও জেলে,তাতী,কামার,কুমার,কৃষি... ইত্যাদি যেকোনো পেশায় নিয়োজিত হই না কেন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা থিউরিটিক্যাল মূখস্হ বিদ্যা নিয়ে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়৷এই জন্য চাই বাস্তব প্রশিক্ষণ অর্থাৎ প্রাক্টিক্যালে হাতে-কলমে কাজ করে অভিজ্ঞতা-দক্ষতা অর্জন করা৷আর ফরেক্স মার্কেটে হাতে কলমে ধাপে-ধাপে প্রশিক্ষণ দিয়ে এগিয়ে নিয়ে যাবেন একমাত্র একজন অভিজ্ঞ,সৎ,আন্তরিক ভালো মেন্টর৷ ফরেক্স ব্যাবসা আয়ত্ব করার জন্য উপযুক্ত মেন্টরকে অবশ্যই সর্বময় গুরুত্ব দিতে হবে৷আর প্রথমেই মেন্টরকে তার প্রয়োজনীয় মূল্য পরিশোধ করতে হবে৷একজন ভালো মানের মেন্টর হচ্ছেন ফরেক্স মার্কেটে আয় রোজগার করার জন্য সঠিক পথপ্রদর্শক৷অতএব নিজের প্রয়োজনে একদিকে মেন্টরকে যেমন ভক্তি সম্মান প্রদর্শন করতে হবে ঠিক তেমনি ভাবে তার উপযুক্ত মূল্যও যথাযথভাবে পরিশোধ করতে হবে,মেন্টর বলে কথা।”ভালো মেন্টর কি জিনিস”- সেটা কয়েক লক্ষ টাকা ফরেক্স মার্কেটে লস করার পর এবং ৬ টা বছর কষ্টের শেষে আমি মূর্খ এখন বুঝতে পেরেছি,হাড়ে হাড়ে বুঝতেছি।

live account: click
help: 01920380302

1 comment:

  1. Lucky Club Casino Site: Play £10, Get 30 Free Spins
    Lucky Club Casino is an online casino that 카지노사이트luckclub accepts UK players. The casino has over 100 games, including slots, live dealer, video poker,

    ReplyDelete