Saturday, December 28, 2019

Forex কিছু পরামর্শ দেখে নিন আপনার কাজ দিবে।

কিছু পরামর্শঃ
* সোমবার ট্রেড করা থেকে বিরত থাকা।
* শুক্রবার নতুন এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন।
* মানি ম্যানেজমেন্ট শতভাগ মেনে চলার মানুষিকতা তৈরি করুন।
* ৩ টা কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেয়া থেকে বিরত থাকুন।
* প্রফিটের ট্রেড চাইলে ম্যানুয়ালি ক্লোজ করতে পারেন কিন্তু লছের ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করবেন না। সবচেয়ে উত্তম সেট অ্যান্ড ফরগেট স্টাইলে ট্রেড করুন। অর্থাৎ হয় টিপি না হয় এস এল।
* এস এল ছাড়া ট্রেড করা পরিহার করুন।
* রিস্ক রেশিও কমপক্ষে ১:১ হওয়া আবশ্যক।
* সাপোর্ট রেসিস্ট্যান্স জোন, সাপ্লাই ডিমান্ড, ফিবোনাচ্চি, ট্রেন্ড লাইন ব্রেক আউট ভালোভাবে বুঝতে হবে।
* ক্যান্ডেস্ট্রিক প্যাটার্ন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
* নিজের স্ট্রাটেজি থাকা আবশ্যক এবং স্ট্রাটেজির উপরে ভরশা থাকা আবশ্যক।
* স্ক্যাল্পিং ও নিউজ ট্রেড পরিহার করুন।
* লাইভ অর্ডার এর অপেক্ষায় না থেকে পেন্ডিং অর্ডার দিয়ে রাখা উত্তম।
* টাইম ফ্রেম MN, Daily, H4 দিয়ে মার্কেট এনালাইসিস করবেন। মার্কেট ম্যাক্সিমাম সময় হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করে। তাই আপনিও হায়ার টাইম ফ্রেমকে রেসপেক্ট করার চেষ্টা করুন।
* ইন্ট্রাডে ট্রেডারা H1 এ ইন্ট্রি খুঁজবেন। (যারা ম্যানুয়ালি মার্কেট এন্ট্রি নিবেন)
* নির্দিষ্ট পরিমানের ইনকামের টার্গেট নিয়ে ট্রেড করা পরিহার করুন। এটাই ট্রেডারকে মানুষিক চাপে ফেলে দেয়।
* যেকোনো একটি সিরিয়ালের পেয়ারে ফলো করবেন। যেমন USD তে করতে চাইলে EU, UC, UChf, NU, GU, UJ, AU এবং XU
* Correlation এর চেয়ে ট্রেন্ড কে বেশি ফলো করবেন।
* রিট্রেসমেন্টে এন্ট্রি নেয়ার অভ্যাস পরিহার করুন।
* ৫০ পিপ্স আপনার ফেবারে গেলেই ব্রেক ইভেন দিয়ে দিবেন।
youtube: click

Monday, December 2, 2019

ফরেক্স এ ভুল ট্রেড না করার উপায় কি?

ফরেক্স এ ভুল ট্রেড না করার উপায় কি?
বাংলা ফরেক্স এ আজ কথা বলবো ভুল ট্রেড নিয়ে। ফরেক্স মার্কেট এ কি ভাবে ভুল ট্রেড বন্ধ করা যায়।
আমরা ট্রেড করার সময় ভুল ট্রেড হয় না এমন মানুষ খুবই কম আছে। কিন্তু ভুলগুলি নিয়ে কখনও পর্যালোচনা করি না। আমরা যদি ভুলগুলি একটি ডায়েরীতে লিপিবদ্ধ করে রাখি আর ট্রেড করার আগে সেগুলি নিয়মিত দেখে নেই তাহলে আর ঐ একই ভুল আর হবে না। তাই যদি এভাবে নিয়মিত ভুলগুলি শুধরাতে থাকি তাহলে এক সময় আসবে আমাদের আর কোন ভুল ট্রেড হচ্ছে না এবং আমাদের সব ট্রেড প্রফিটে থাকবে। সবার প্রতি আমার আবেদন ভুলগুলি শুধরাতে থাকেন দেখবেন একদিন আপনিও দক্ষ ট্রেডার হতে পারবেন।
Image may contain: text
ট্রেডিং-এ আপনার যে কোন ভুল, সেটা সঠিকভাবে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করা প্রতিটি ট্রেডারের প্রধান কাজ । কারন আবার যদি ভুল ট্রেড করেন । তাহলে তো আপনি কখনো ট্রেডার হতে পারবেন না । শুধু লস ই করবেন। এতে করে ঐ ট্রেডার তার নিজের ভুলগুলো থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। কারন ফরেক্স মার্কেটে শিক্ষার কোন শেষ নেই। তাই আসুন আমারা নিজেদের ভুলগুলো থেকে কিছুটা শিক্ষা কিংবা অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে নিজেদের ট্রেডগুলোকে পর্যালোচনা করি।
ফরেক্স মার্কেটে আমরা যখন ট্রেড ওপেন করি তখন আমরা মনে করি ট্রেডটি করা ঠিক হয়েছে কি না । কিংবা সঠিক ট্রেড কিনা।আমরা লস করার পর অনেকটা বুঝতে পারি আসলে ট্রেড টা ভুল ছিলো। এই রকম কিছু । কিন্তু কিছুদিন পরে দেখতে পারি আবার লস হয় । মানে আবার ভুল ট্রেড । মার্কেটে একটা দুটো ভুল স্বাভাবিক কিন্তু জেনে শুনে বারবার ভুল করা অস্বাভাবিক।আর এই ভুল গুলো পর্যালাচোনার মাধ্যমে আমাদের সঠিক দিক বেছে নিতে হবে।
ফরেক্স ট্রেড করতে হলে অবশ্যয় লস হয়। এই কথা ও অনেক ভাই বলেছেন । তবে লস টা বার বার কেনো হবে? শুধু লস করার জন্য কি ফরেক্স আসে কেও ? না সবাই প্রফিট করার জন্য ফরেক্স এ আসে। আর লসের ট্রেডগুলি কি কি কারনে হল সেদিকে খেয়াল রাখতে পারলে এবং বিশেষকরে কারনগুলি খেয়াল রাখতে পারলে। পরবর্তীতে সেই ভুলগুলি না করলে ধীরে ধীরে লসের পরিমান কমে আসবে। আর প্রফিট হবে। এজন্য আমাদের সকলের লসের ট্রেডগুলির প্রতি বিশেষ করে খেয়াল রাখতে হবে। আমরা যখন ট্রেড করতে বসি তখন বিভিন্ন এ্যানালিসিস করে থাকি। কিন্তু সেই এ্যানালিসিস সব সময় কাজ করে না। তাই যে সকল এ্যানালিসিস ভাল কাজ করে না । সেগুলি পরবর্তীতে না করে নতুন এ্যানালিসিস করার জন্য তৈরি হতে হবে তাহলে ট্রেড করলে আর লস হবে না। আসা করি বাংলা ফরেক্স এর ফরেক্স ট্রেডার দের আজকের এই আলোচনা ভালো লাগবে। ফরেক্স স্কুল এর সবাইকে ধন্যবাদ।

লাইভ একাউন্ট লিংক stander https://bit.ly/2pH4SRD
জিরো স্প্রেড একাউন্ট লিংকঃ https://bit.ly/35Tl2H5
বিস্তারিতঃ 01920380302
youtube link click
Facebook: page