Friday, February 22, 2019

একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে কখন নিজের টাকা মার্কেটে ইনভেস্ট করা উচিত ? Forex mart



https://www.forexmart.com/register?id=HBZJA
একজন নতুন ফরেক্স ট্রেডার হিসেবে কখন নিজের টাকা মার্কেটে ইনভেস্ট করা উচিত ?
:- আমরা যারা নতুন ফরেক্স মার্কেটে আসি তাদের প্রত্যেকের অনেক বড় সপ্ন থাকে। যেমন টা আমার ছিল। ফরেক্স মার্কেটে এক একজন আসে এক একরমক তথ্য পেয়ে। কেউ আসে বন্ধুর কাছ থেকে শুনে (অনেক টাকা ইনকাম করা যায় ), কেউ আসে পার টাইম কিছু করার জন্যে আর কেউ আসে এমনি এমনই (যদি ভালো কিছুর সন্ধান পাওয়া যায় ) । আমার ফরেক্স মার্কেটে আসাটা বেকারত্ব থেকে। মজার বিষয় হলো অনেক নতুন ট্রেডার মতো আমার ও ফরেক্স থেকে বিদায় নিতে হতো নিজের টাকা নষ্ট করে। কিন্তু একটি ফরেক্স ব্রোকারের “No deposit Bonus offer “ নিয়ে কিছু টাকা ক্যাশ করতে পারায় আর নিজের টাকা বিনিয়োগ করা লাগে নাই। এক কথায় নিজের টাকা লস হয় নাই। বিনা পুঁজিতে লাভ করতে পারে ফরেক্স এর প্রতি ইন্টারেস্ট ও বেড়ে যায়। তার মানে তো আমি সফল ট্রেডার ??? মোটেও না । যা সুযোগ নষ্ট করেছি টা কাজে লাগাতে পারলে মিনিমাম ৫০০০ ডলার ইনকাম করতে পারলাম। সেটা হলে হয়তো আমার ফরেক্স ট্রেডের আসল মজা পেতে আরো অনেক সময় লাগত !!! আসল কথা হলো ফরেক্স শিক্ষার চাইতে ফরেক্স ট্রেড করা সহজ। তাই নতুন ট্রেডাররা ফরেক্স শিক্ষার চাইতে ফরেক্স ট্রেড করতে বেশি পছন্দ করে আর দ্রুত লস করে মার্কেট থেকে বের হয়ে যায়। এই কথাগুলু বলার কারণ হলো আমি মনে করি ফরেক্স মার্কেট এ ইনভেস্ট করার উপযুক্ত সময় হচ্ছে:
১) যখন আপনি মার্কেটের ভাষা বুজবেন।
২) ফরেক্স মার্কেট কেন UP DOWN করে তা বুজবেন। এবং
৩) আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আপনি চার্ট দেখে বলতে পারবেন মার্কেটে কি হচ্ছে আর কি হবে।
এখন প্রশ্ন হচ্ছে এই ৩ টা বিষয় আপনি দ্রুত কিভাবে আয়ত্ত করবেন ? প্রথমত ,আপনি বিভিন্ন ফরেক্স বাংলা ব্লগ থেকে প্রাথমিক শিক্ষা নিতে পারেন। যেমন: www.bdpips.com , www.sadifx.com , www.bdforexschool.com, www.bdforexpro.com . দ্বিতীয়ত, ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জানে এমন বড় ভাই দের সহযোগিতা নিতে পারেন। তাদের বিভিন্ন পোস্ট ফলো করতে পারেন। যেমন: Vhorer Shisir vay .
তৃতীয়ত, ইমোশন কন্ট্রোল করার জন্য DEMO তে ট্রেড না করে বিভিন্ন ব্রোকার এর “No deposit Bonus offer “ নিয়ে ট্রেড করতে পারেন। DEMO তে ট্রেড করলে আপনার ট্রেডিং এর কোনো ইমোশন কাজ করবে না। BCZ আপনার প্রফিটকে প্রফিট মনে হবে না আর লস কেও লস মনে হবে না। যেমন: FBS , Formax market সহ এমন অনেক ব্রোকার এর “No deposit Bonus offer “ আছে। প্রফিট ক্যাশ করার সুযোগ থাকায় আপনার ইমোশন থাকবে সব সময় ভালো ট্রেড করার। এবং লস হলেও আপনি ট্রাই করবেন কেন লস হলো এটা বুজতে। এভাবে একটা সময় আপনি আপনার ইমোশন টাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন।
সম্পূর্ণ পোস্ট টা আমি আমার নিজের ট্রেডিং অভিজ্ঞতা থেকে লিখেছি যারা নতুন ট্রেড করছে + যারা নতুন মার্কেট এ আসবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে। ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আমি এখনো ফরেক্স এর স্টুডেন্ট। সবাই ভালো থাকবেন। নিজের মূলধন সঠিক সময় সঠিক জায়গায় Use করে লাভবান হবেন।
শেষ কথা ফরেক্স যদি আপনি বোনাস নিয়ে কাজ করেন তাহলে তুলতে পারবেন কি না সন্দেহ তবে আপনি ডেমো করে ইনভেষ্ট করুন এবং ইনভেষ্ট করলে কিছু বোনাস পাবেন যে বোনাস দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, এই প্রত্যাশায় আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।
লাইভ একাউন্ট লিংকঃ https://goo.gl/yEfVus
যদি আপনার একাউন্ট ভেরিফাই না হয় তাহলে ফোন করুন ০১৯২০৩৮০৩০২ এই নাম্বারে। 

যেভাবে ফরেক্স ট্রেড শুরু করবেন । forexmart

বর্তমানের ট্রেডাররা যে হারে ট্রেড করে থাকে তাকে ট্রেডিং না বলে গ্যাম্বলিং বলাই ভাল ।
কিন্তু আসলেই কি ফরেক্স গ্যম্বলিং ? না ফরেক্স গ্যাম্বলিং না বরং ইনভেষ্টমেন্ট, একটি বিজনেস । একজন সফল বিজনেসম্যান হতে হলে অবশ্যই আগে ব্যবসাটা সর্ম্পকে জানতে হবে । এটার পুরা আইডিয়া নিতে হবে । নিজের ব্যবসাটাকে প্রফিটেবল বানাতে চাইলে এবং লসের হাত থেকে বাচতে চাইলে অবশ্যই খুটিনাটি সব কিছু জানতে হবে । লংটাইম যদি ফরেক্স এ টিকে থাকতে চান এই ৮ টি টিপস আপনাকে দিচ্ছি এগুলো মেনেই ফরেক্স শুরু করুন ।
ফরেক্স এডুকেশন : যখনই আপনি একজন ফরেক্স ট্রেডার হিসেবে নিজেকে দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন তখনি আপনাকে ফরেক্স সর্ম্পকে এডুকেটেড হতে হবে । ৫০০ ট্রিলিয়ন ডলারের এ বিশাল মার্কেটে যখনি আপনি ইন করছেন তখনি মনে করতে হবে এই বিশাল সমূদ্রে আপনাকে টিকে থাকার জন্য উপযুক্ত তরীর দরকার আছে । নিজেকে যুদ্ধক্ষেত্রে টিকার জন্য নলেজ এর অস্ত্রে সু-সজ্জিত হতে হবে । জানতে হবে এটির আদ্যোপান্ত এবং নিজেকে আপটুডেট রাখতে হবে সবসময় ।
প্রফিটেবল স্ট্রাটেজি ডেভেলপ করুন যখনই ফরেক্স মার্কেটের বেসিক জিনিসগুলা আপনার আয়ত্বে এসে যাবে তখনই সেসব কাজে লাগিয়ে একটি প্রফিটেবল স্ট্রাটেজি বানাতে হবে ।  এটি আপনি বিভিন্ন সিস্টেম দেখে বানাতে পারেন, অথবা এক্সপার্ট কোন ট্রেডারের সহায়তা নিয়েও আয়ত্ব করতে পারেন ।
স্ট্রাটেজিকে ডেমোতে টেষ্ট করুন যখনই কোন একটা ভাল প্রফিটেবল স্ট্রাটেজি বানাতে সক্ষম হবেন তখনই সেটাকে ডেমোতে টেষ্ট করুন এবং ডেমোটাকে রিয়েল একাউন্ট মনে করেই টেষ্ট করুন । আস্তে আস্তে নিজের স্ট্রাটেজিটাকে ত্রুটিমুক্ত করুন । এভাবেই হয়তো কোন একটি ভাল এবং প্রফিটেবল স্ট্রাটেজি আপনি বানাতে পারবেন ।
রিস্ক সম্পর্কে ভালভাবে অবগত হোন : মনে করুন, আপনি কম্পিউটারে NFS গেমসে গাড়ি চালানো শিখেছেন । এখনো মেইন রোডে কিন্তু নামেননি ।  মেইন রোডে নামার আগে আপনাকে আগে মাঠে চালানো শিখতে হবে । রিস্ক বুঝতে হবে । গাড়ী কন্ট্রোল শিখতে হবে । তেমনি ডেমোতে স্ট্রাটেজি টেষ্ট এর সময়ই আপনাকে ট্রেড ম্যানেজমেন্ট শিখতে হবে । রিস্ক – রিওয়ার্ড জানতে হবে । কখনো লসে চলে গেলে কি করবেন সেসব বুঝতে হবে । টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ট্রেড নিতে হবে । অনেক সময় আপনার স্ট্রাটেজিতে ট্রেড নেবার সময় আসলেও মার্কেট অ্যানালাইসিস করে দেখতে পাবেন আপনার স্ট্রাটেজি মতে এখন ট্রেড নেয়াটা রিস্কি হয়ে যাচ্ছে । তখন ট্রেড থেকে বিরত থাকতে হবে । অথবা ট্রেড দিয়ে ফেললেও সেটাকে ম্যানেজিং করতে হবে ।
লাইভ ট্রেডের জন্য প্রস্তুত হোন এতদিন তো ডেমো করেছেন, সেটাতে অনেক প্রফিটও করেছেন এবার লাইভ এর জন্য প্রস্তুত হোন ।  ব্রোকার সর্ম্পকে খোজ খবর রাখুন, আপনার ট্রেডের জন্য ডিভাইস চুজ করুন, টার্মিনাল চয়েস করুন । বর্তমানে মাল্টিপল ওয়েতে ট্রেড করা যায় । অনেক রকম প্লাটফর্ম আছে । আপনার কাছে যেটিতে সাচ্ছন্দবোধ লাগে সেটিতেই ট্রাই করুন । ট্রেডের ধরণ হিসেবে টার্মিনাল চুজ করুন ।  এমন টার্মিনাল চুজ করুন যেটিতে মার্কেট অ্যানালাইসিস করা যায় ।
বর্তমানে সাধারণ ট্রেডারদের কাছে mt4 খুবই জনপ্রিয় আর অনেকের কাছে C-Trader আবার এন্ড্রয়েড মোবাইলেও অনেকে ট্রেড করে থাকেন । আপনার যেটাতে ট্রেড করে ভাল লাগে সেটিতেই করার জন্য প্রস্তুত হোন ।
ভাল একটি ব্রোকার চুজ করেন : ফরেক্স ট্রেডে লস দুভাবে হয় । এক নিজের ট্রেডের কারণে । দুই ব্রোকারের কারণে । তাই ভাল একটি ব্রোকার খুজে নেয়া খুবই জরুরী । ভাল ব্রোকার খুঁজতে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে । তাদের ভাল রেগুলেশন । ভাল এক্সিকিউশন, হেজিং, স্কাল্পিং, EA গ্রহণযোগ্যতাসহ সবকিছু দেখে নিবেন । সবচেয়ে ভালো হয় পুরাতন কোন এক্সপার্ট ট্রেডার থেকে পরামর্শ নেয়া ।
খুব ছোট আকারে শুরু করুনআস্তে আস্তে এগোন : ফরেক্স মার্কেটে দেখা যায় বেশিরভাগই বড় আকারে শুরু করে কিন্তু দুই/এক মাস পরই সব হারিয়ে ফেলে । তাই আমার পরামর্শ হলো খুবই ছোট আকারে শুরু করুন । আস্তে আস্তে প্রফিট করুন । খুব কম প্রফিট টার্গেট হলে রিস্কটাও খুব কম হয় ।  বেশিরভাগ ট্রেডারই প্রথমে অ্যাকাউন্টে লস করে করে অভিজ্ঞ হয় কিন্তু যখন সে অভিজ্ঞ হয় তখন ডিপোজিট করার মতো ভালো অ্যামাউন্ট থাকেনা । তাই অল্পের উপর রিস্ক নিয়ে অল্প লস হলে যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন ভালো অ্যামাউন্ট ডিপোজিট করে প্রফিট করা যায় ।
প্রতিদিনের প্রিন্টেড রেকর্ড রাখুন : প্রতিদিন লাভ হোক বা লস সবসময় সেটায় ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখুন । কেন প্রফিট হলো কেন লস হলো সব লিখে রাখুন, তাহলে আপনার লস বা প্রফিটের কারণগুলার রেকর্ড থাকবে এবং লসের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে ।
 live account kulun


৯। আপনি যদি ফরেক্স এর কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
ফরেক্স মার্টে কি সুবিধাআছে? 
১) কান্ট্রি ম্যানেজার বাংলাদেশী
২) ভেরিফাই হয় তাড়া তাড়ি
৩) ডলার তুলতে অসুবিধা হয় না। আপনি বাড়িতে বসে আপনি আপনার ডলার হাতে পাবেন।
৪) ভেরিফাই করতে সুধু মাত্র আপনার ভোটার আইডি হলেই হবে। আপনার ব্যাং একাউন্ট না থাকলেও অসুবিধা নাই।
৫) যদি কোন এন্ট্রি আপনার বীপরিতে যায় তাকে ব্যাকাপ দেওয়ায়র জন্য সাথে সাথে ডলার নিতে  পারেন।
৬) ২৪ ঘন্টা সার্ভিস পাবেন। 
যোগাযোগঃ ০১৯২০৩৮০৩০২ 
লাইভ একাউন্ট খুলতে। ক্লিক
ফেসবুক গ্রুপঃ ক্লিক 
skype: aman.ullah2033

Saturday, February 9, 2019

ফরেক্স Doji Candlestick কি ?


আমরা নীচের চিত্রটি থেকে “Doji Candlestick” সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করতে পারি ।


যখন কোন ট্রেডের Opening Price এবং Closing Price এক হয়ে যায়, তখন Candlestick যে গাঠনিক রূপ ধারণ করে তাকে (জাপানী ভাষায়) Doji Candlestick অথবা সংক্ষেপে শুধু Doji বলা হয় । উপরে Doji Candlestick এর একটি নমুনা দেখানো হয়েছে । যখন ট্রেডিং মার্কেটে Buyer এবং Seller এর মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়, তখনই এই Doji Candlestick গঠিত হয় এবং মার্কেটের ভিন্ন ভিন্ন পরিস্থিতির কারণে অনেক রূপে গঠিত হয়, নীচে তার কয়েকটা রূপ দেখানো হলো ।



সাধারণ ভাবে কোন Doji Candlestick এর Opening Price এবং Closing Price মাঝামাঝি অবস্থান করলে এই Doji কে তখন Doji Star বলা হয়। এই Doji Star মার্কেটের অনেক গুরুত্বপূর্ণ সিগন্যাল প্রদান করে থাকে ।

Star Position কি ?

যখন কোন Candlestick আগের Candlestick অপেক্ষা কিছু (Gap) উপরে কিংবা নীচে গঠিত হয়, তখন দ্বিতীয় Candlestick টির অবস্থানকে Star Position বলা হয় । সাধারণত Star Position এ পজিশনে থাকা Candlestick এর Body ছোট সাইজের হয় এবং আগের Candlestick এর Body বড় সাইজের হয়, তবে সব সময় নয় ।

মার্কেটে ধারাবাহিক ট্রেডিং এর সাথে বিচ্ছিন্নতা সৃষ্টি হলে Star Position এ Candlestick গঠিত হয় এবং সাধারণত এখান থেকেই Reversal Trend শুরু হয় । বিভিন্ন ধরনের Candlestick যেমন – Doji, Hammer, Shooting Star, Spinning Tops, প্রভৃতি Star Position এ গঠিত হয় ।



Doji Star :
কোন Downtrend মার্কেটে কিছু (Gap) নীচে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bullish) বলা হয়।


এই Doji Star সাধারণত মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bullish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।



সাধারণত কোন Downtrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Uptrend Reversal সিগন্যাল প্রদান করে না, বরং তখন এই Doji মার্কেটের Downward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Downward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।


কোন Uptrend মার্কেটে কিছু (Gap) উপরে Doji Star গঠিত হলে, সাধারণত এটিকে Doji Star (Bearish) বলা হয় ।


এই Doji Star সাধারণত মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে শর্ত হলো এই যে, এই Doji Star পরে শক্তিশালী Bearish Candlestick থাকতে হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।



সাধারণত কোন Uptrend মার্কেটে Doji Star দেখতে পাওয়া গেলে এবং Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick না থাকলে, এই Doji মার্কেটের Downtrend Reversal সিগন্যাল প্রদান করে না বরং তখন এই Doji মার্কেটের Upward Continuation সিগন্যাল প্রদান করে, নীচে এর উদাহরণ দেখানো হলো । উল্লেখ্য যে, এই নিয়ম Spinning Top (Upward Continuation) এর ক্ষেত্রেও প্রযোজ্য ।



Southern Doji :
সাধারণত ভৌগলিক মানচিত্রের নীচের অংশকে Southern অংশ হিসেবে গণ্য করা হয় । তদ্রুপ, কোন Downtrend মার্কেটের ট্রেডিং Chart এ নীচের দিকে যে Doji দেখতে পাওয়া যায়, তাকে Southern Doji বলা হয় । এই Doji এর পরে শক্তিশালী Bullish Candlestick থাকলে মার্কেটে Uptrend Reversal শুরু হবে আর না থাকলে Downtrend Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।

Northern Doji :
সাধারণত ভৌগলিক মানচিত্রের উপরের অংশকে Northern অংশ হিসেবে গণ্য করা হয়, তদ্রুপ, কোন Uptrend মার্কেটের ট্রেডিং Chart এ উপরের দিকে যে Doji দেখতে পাওয়া যায়, তাকে Northern Doji বলা হয় । এই Doji এর পরে শক্তিশালী Bearish Candlestick থাকলে মার্কেটে Downtrend Reversal শুরু হবে আর না থাকলে Uptrend Continuation হবে, নীচে এর উদাহরণ দেখানো হলো ।



Long – Legged Doji :


কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Downtrend মার্কেটের তলায় দেখতে পাওয়া যায়, তবে এটি Uptrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে । তবে, Uptrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Doji এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী Bullish হতে হবে ।


কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Downtrend মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এটির পরে যদি কোন শক্তিশালী Bullish ট্রেড না হয় তবে, এই Doji তখন Downtrend Continuation সিগন্যাল প্রদান করে থাকে ।




কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Uptrend মার্কেটের চূড়ায় দেখতে পাওয়া যায়, তবে এটি Downtrend Reversal সিগন্যাল প্রদান করে থাকে । তবে, Downtrend Reversal সিগন্যাল নিশ্চিত হওয়ার জন্য Doji এর পরের ট্রেডটি অবশ্যই শক্তিশালী Bearish হতে হবে ।



কোন Doji Star এর High এবং Low এর মধ্যে পার্থক্য খুব বেশী হয়ে গেলে ঐ Doji Star টিকে Long – Legged Doji বলা হয় । এই Doji কে যদি কোন Uptrend মার্কেটে দেখতে পাওয়া যায় এবং এটির পরে যদি কোন শক্তিশালী Bearish ট্রেড না হয় তবে, এই Doji তখন Uptrend Continuation সিগন্যাল প্রদান করে থাকে ।


Dragonfly Doji


Dragonfly Doji মূলতঃ তখনই তৈরী হয় যখন কোন ট্রেডের Open, High এবং Close এক সমান হয়ে যায়, এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা Lower Shadow যার দ্বারা বোঝা যায় যে, অনেক চেষ্টা করে মার্কেটে Price কমানো গেলেও Closing এর সময় সেই Price আবার বেড়ে Opening কে ধরে ফেলে । Dragonfly Doji কে মার্কেটের Downtrend এর তলায় দেখতে পাওয়া যায় এবং এটি মার্কেটের Uptrend কে নির্দেশ করে, নীচে Dragonfly Doji এর উদাহরন দেখান হল ।

 live account

সাধারণত Downtrend মার্কেটের তলায় Dragonfly Doji দেখতে পাওয়া যায় এবং এটি Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে । অনেক সময় Uptrend মার্কেটের চূড়ায় Dragonfly Doji দেখতে পাওয়া যায় এবং তখন এটি Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে । উপরে Dragonfly Doji এর গঠন এবং নীচে এর ব্যবহারিক প্রয়োগ দেখানো হলো ।
 live account

Gravestone Doji
Gravestone Doji মূলতঃ তখনই তৈরী হয় যখন কোন ট্রেডের Open, Low এবং Close এক সমান হয়ে যায়, এটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর লম্বা Upper Shadow যার দ্বারা বোঝা যায় যে, মার্কেটে Price এর বৃদ্ধি ঘটলেও Closing এর সময় সেই Price কে ধরে রাখা যায়নি, অর্থাৎ Price এর পতন ঘটে । Gravestone Doji কে মার্কেটের Uptrend এর চূড়ায় দেখতে পাওয়া যায় এবং এটি মার্কেটের Downtrend কে নির্দেশ করে, নীচে Gravestone Doji এর উদাহরন দেখান হল ।




সাধারণত Uptrend মার্কেটের চূড়ায় Gravestone Doji দেখতে পাওয়া যায় এবং এটি Bearish Reversal সিগন্যাল প্রদান করে থাকে, তবে এর ব্যতিক্রমও ঘটে । অনেক সময় Downtrend মার্কেটের তলায় Gravestone Doji দেখতে পাওয়া যায় এবং তখন এটি Bullish Reversal সিগন্যাল প্রদান করে থাকে । উপরে Gravestone Doji এর গঠন এবং নীচে এর ব্যবহারিক প্রয়োগ দেখানো হলো ।

লাইভ একাউন্ট লিংকঃ https://goo.gl/yEfVus
যদি আপনার একাউন্ট ভেরিফাই না হয় তাহলে ফোন করুন ০১৯২০৩৮০৩০২ এই নাম্বারে।

ক্যান্ডেলষ্টিক কি ফরেক্স

ক্যান্ডেলষ্টিক কি


ফরেক্স ট্রেডিং ব্যবসার শুরু থেকেই যে সকল Chart ব্যবহার করা হতো সে সকল Chart গুলোর মধ্যে অন্যতম প্রধান হলো “Line Chart”, “Standard Bar Chart”, ইত্যাদি । কিন্তু এই সমস্ত Chart এর প্রতিটিরই বহুবিধ সমস্যা রয়েছে । বৈদেশিক মুদ্রা বিনিময়ের এই ব্যবসায় বহু বছর ধরে জাপানীরা এক বিশেষ ধরনের Chart ব্যবহার করছে, যা “Candlestick Chart” নামে পরিচিত । সাম্প্রতিককালে সমগ্র বিশ্বে এই “Candlestick Chart” ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কারণ এটির বিভিন্ন রকমের কম্বিনেশন বা প্যাটার্ন ট্রেডিং মার্কেটের অবস্থা (ট্রেন্ড), ক্রয়-বিক্রয়ের চাপ, ইত্যাদি সহজবোধ্য রূপে প্রকাশ করে । এই প্যাটার্নগুলো নিয়ে আলোচনার পূর্বে Candlestick এর গঠন নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা দরকার ।
উপরে দুইটা Candlestick এর নমুনায় দেখা যাচ্ছে যে, একটি সবুজ রঙের এবং অপরটি লাল রঙের । সবুজ (সাদা) রঙের Candlestick মার্কেটের Uptrend এর এবং লাল (কালো) রঙের Candlestick মার্কেটের Downtrend এর পরিচয় বহন করে । সহজ করে বোঝার সুবিধার্থে সবুজ রঙের Candlestick এর নীচে Open এবং উপরে Close লিখা রয়েছে । অন্যদিকে, লাল রঙের Candlestick এর উপরে Open এবং নীচে Close লিখা রয়েছে । Candlestick এর মূলত দুইটা অংশ – (১) Real Body এবং (২) Shadow (Body এর উপরে এবং নীচে) । এই Real Body এবং Shadow কখনও খুব ছোট, আবার কখনও অনেক বড় হয় এবং ট্রেডিং মার্কেটের ভিন্ন ভিন্ন ট্রেডিং পরিস্থিতি প্রকাশ করে ।
ক্যান্ডল চার্টের সুবিধাগুলো কি কি ?
১. ক্যান্ডল চার্ট সহজে বোজা যায় ।
২. ক্যান্ডল চার্টিঙ টুলস আপনাকে প্রতিযোগিতায় উতরে উঠতে সহজগিতা করবে ।
৩. এইটি আপনার ক্যাপিটাল সংরক্ষন করতে হেল্প করবে ।
৪. এইটি সহজ ওয়েস্টার্ন চার্টিঙ টুলসের সাথে যোগ দিতে ।
৫. ক্যান্ডল চার্ট অনেক ক্ষেত্রে ব্যাবহার করা যায় । যেমন – স্টক, যে কোন মার্কেট এ যেটিতে ওপেন, হাই, লো এবং ক্লোজ এর ব্যাপার রয়েছে । সর্বোপরি, টেকনিক্যাল অ্যানালাইসিস এর জন্য ক্যান্ডলসটীক চার্ট অসাধারণ, অন্যান্য চার্ট এর তুলনায় ।
বিভিন্ন ধরনের Candlestick এর গাঠনিক বৈশিষ্ট্য :
ট্রেডিং Chart এ একাধিক Candlestick মিলে যখন কোন প্যাটার্ন তৈরী হয়, তখন ঐ প্যাটার্ন মার্কেটের একটি বিশেষ অবস্থা ব্যক্ত করে এবং সেই সাথে মার্কেটের পরবর্তী Movement কোন দিকে হবে, তারও একটা দিক নির্দেশনা প্রদান করে । কিন্তু প্রত্যেক Candlestick নিজেই নিজের গাঠনিক বৈশিষ্ট্যের কারণে কিছু তথ্য বা সংকেত প্রদান করে থাকে । প্রথমে Candlestick এর কিছু বৈশিষ্ট্যের সাথে আমরা পরিচিত হই ।

উপরের চিত্রটি থেকে আমরা বুঝতে পারি যে, Candlestick এর Body এবং Shadow এর ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের হওয়ার কারণে Candlestick টি দেখতে যেমন বিভিন্ন রূপ ধারণ করে, তেমনি এটি মার্কেটের বিশেষ কিছু বার্তাও প্রকাশ করে থাকে । নীচের একটি চিত্র এবং তালিকা থেকে বিভিন্ন দৈর্ঘ্যের Body এবং Shadow এর কারণে Candlestick টি দেখতে কেমন হয় এবং ঐ Candlestick দ্বারা কি তথ্য প্রকাশ পায়, তা আমরা জেনে নেই ।


এবার নীচের চিত্রে দেখানো হল – Upper Shadow এবং Lower Shadow কি সংকেত / বার্তা / তথ্য প্রদান করে থাকে ।

এবার নীচের চিত্রে দেখানো হলো যে, Upper Shadow এবং Lower Shadow ছোট কিংবা বড় হলে Candlestick কি বার্তা প্রদান করে থাকে ।

সাধারণত মার্কেট যখন Uptrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।
অনুরূপভাবে, মার্কেট যখন Downtrend এ চলতে থাকে কিংবা, চলা শুরু করে তখন Bullish Candlestick এবং Bearish Candlestick সমূহ যে ধরনের সন্নিবেশ তৈরী করে তা নীচের চিত্র দ্বারা বোঝানো হলো ।
মার্কেট যখন Uptrend থেকে Downtrend এ চলা শুরু করে কিংবা, Downtrend থেকে Uptrend এ চলা শুরু করে, তখন ট্রেডিং মার্কেটে কিছু বিশেষ ধরনের Candlestick এর আবির্ভাব ঘটে যার কিছু সংক্ষিপ্ত নমুনা নীচে দেখানো হলো, এই বিশেষ ধরনের Candlestick সমূহ মার্কেটে ঘন ঘন আবির্ভূত হতে থাকলে, মার্কেটে খুব শীঘ্রই যে Reversal Trend আসন্ন, তা সহজে বোঝা যায় ।
ফরেক্স লাইভ একাউন্ট খুলতে ক্লিক করুনঃ লিংক 
আপনি যদি উপরের লিংক থেকে একাউন্ট খুলেন আর যদি ভেরিফাই না হয় তাহলে ফোন করুন ০১৯২০৩৮০৩০২ এই নাম্বারে 


Friday, February 8, 2019

ফরেক্স মার্ট (ForexMart)

ফরেক্স মার্ট

 ফরেক্স মার্ট লাইভ একাউন্ট
ফরেক্স মার্ট Forex mart এর নাম ইউরোপে এর সেরা ব্রোকার ২০১৫ এবং এসিয়ার সবচেয়ে জনপ্রিয় ব্রোকার ২০১৫,সোফেক্স এর নামের সাথে মিল রেখে করা হয়।
Forexmart 2016 সালে আন্তর্জাতিক ফিন্যান্স ম্যাগাজিন IFm দ্বারা স্মাননা স্মারক লাভ করে।
Forexmart এর মূল উদ্দেশ্য হল ক্লায়েন্ট দের আগ্রহ, মুনাফার বিষয় গুলো তুলে ধরা। মানসম্মত মন্য ও সেবা দানের জন্য ফরেক্স মার্ট বিভিন্ন সংস্থার কাছ থেকে সম্মাননা স্মারক পেয়ছে।

ফরেক্স মার্ট, এটি একটি ট্রেডিং নাম যা সাইপ্রাস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (CySec) (লাইসেন্স নম্বর ২৬৬/১৫) অধীনে কাজ করে এবং নিম্নে উল্লেখিত EU দের অধীনে নিবন্ধিত হয়। ফরাসি অ্যাটরিট ডি কন্ট্রোল প্ররুডেনটেল এট ডি রেসুলেশন ” French Autorité de Contrôle Prudentiel et de Résolution (ACPR) ” ( নিবন্ধন নম্বর ৭৫৪২৬), জার্মান ফেডারেল ফিনান্সিয়াল সুপারভাইজারি অথরিটি (BaFin) (নিবন্ধন সংখ্যা ১৪৬৩৯৫), এবং ব্রিটিশ ফিনান্সিয়াল অথরিটি (FCA) (রেজিস্ট্রেশন নম্বর ৭২৮৭৩৫)। ফরেক্সমার্ট ইনভেস্টর ক্ষতিপূরণদান ফান্ড (ICF) এর একটি প্রত্যয়িত সদস্য এবং বিনিয়োগ পরিষেবা এবং রেগুলেটলাইট মার্কেট আইন ২০০৭ (আইন সংখ্যার ১৪৪ (১) ২০০৭) অনুযায়ী MiFID এর সাথে অনুবর্তী।

ফরেক্সমার্ট গ্রাহকের অর্ডারগুলির পরিবাহন, ক্লায়েন্টের পক্ষ থেকে অর্ডার গুলো গ্রহণ ও বাস্তবায়ন, পোর্টফোলিও ব্যবস্থাপন, নিরাপত্তার ব্যবস্থা এবং ক্লায়েন্টদের অ্যাকাউন্টের আর্থিক ব্যবস্থার পরিচালনার জন্য এক বা একাধিক আর্থিক সরঞ্জামের সাথে রিসেপশন এবং অর্ডারগুলির প্রেরণের বিভিন্ন বিনিয়োগ পরিষেবা প্রদানের জন্য লাইসেন্স কৃত।

কি ভাবে একাউন্ট খুলবেন ভিডিও দেখুন ভিডিও দেখতে লিখার উপরে ক্লিক করুন 

উল্লেখিত পরিসেবা সমূহ সহ, একজন বিনিয়োগকারীকে

ক্রেডিট বা ঋণ দেওয়ার জন্য এক বা একাধিক আর্থিক ক্ষেত্রে লেনদেন করার অনুমতি দিতে পারে। যেখানে ক্রেডিট বা ঋণ প্রদানকারী সংস্থাটি লেনদেনের সাথে জড়িত, বিদেশী বিনিময় সেবাগুলি যেখানে এই বিনিয়োগের সংস্থান এবং বিনিয়োগ গবেষণা এবং আর্থিক বিশ্লেষণ বা আর্থিক ক্ষেত্রে লেনদেনের সাথে সম্পর্কিত
সাধারণ সুপারিশের সাথে সংযুক্ত। এসকল সেবা বিভিন্ন আর্থিক উপকরণ যেমন- স্থানান্তরযোগ্য সিকিউরিটি, বিকল্প ব্যবস্থা, ফিউচার, সোয়াপ, ফরওয়ার্ড রেট চুক্তি, সিএফডি এবং অন্যান্য ক্ষেত্র বিশেষের সাথে দেওয়া হয়।

ফরেক্স মার্ট (ForexMart) এর সতর্কতা- বৈদেশিক বিনিয়োগ প্রক্রিয়া কিছুটা জটিল হওয়ায় তা সকল বিনিয়োগকারীদের জন্য সুবিধাজনক নয়। ফরেক্স ট্রেডিং অসীম লাভ বা অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে। তাই আপনার একমাত্র মুলধন অথবা যে বিনিয়োগ ক্ষতিতে পরিণত হলে তা

পূরণ করবার মত সামর্থ্য আপনার না থাকলে ফরক্সে ট্রেডিং এ বিনিয়োগ করবেন না। ফরক্সে ট্রেডিং এর অফার কৃত ক্ষেত্রসমূহেএ বিনিয়োগ করার পূর্বে,ফরেক্স ট্রেডিং এ বিনিয়োগের ঝুকি সম্পর্কে ধারণা ও পর্যাপ্ত জ্ঞান নিয়ে নিন। প্রয়োজনে আর্থিক সমস্যার সমাধানের অন্যান্য পরামর্শ গ্রহন করতে পারেন।
এই খানে একাউন্ট খুললে আপনার ডলার ইনভেষ্ট নিয়ে কোন চিন্তা করতে হবে না সুধু মাত্র আপনার একটা ফোন পেলেই অফিস থেকে আপনাকে ডলার পাঠিয়ে দিবে।
আপনি যদি ফরেক্স মার্ট এর একাউন্ট খুলেন তাহলে আপনি বাংলাদেশ থেকেই সপ্তাহে ৭ দিন তারা থাকবে আপনাদের সাথে। আপনার একাউন্ট ভেরিফাই করতে নিচের নাম্বার ফোন দিন।
২৪ ঘন্টা আপনাদের সহযোগীতায় আছি আমরা।
বাংলাদেশ থেকে যে কোন ধরনের হেল্প নিতে ফোন করুনঃ ০১৯২০৩৮০৩০২
skype: aman.ullah2033