অবশেষে প্রোগামিং জটিল কোড গুলিকে বোঝার পর ডি-কোড কোরে মডিফাই কোরতে পারলাম। {Post টি ভালো করে পড়ার সাথে সাথে নিচের পিক গুলিও দেখে জাবেন তাহলে বুঝতে পারবেন } এর পরেও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। আমি ভিডিও তৈরি করে দিব। চলে শুরু করি।
.
আসলে কথা হলো গিয়া,
ফেসবুক এর google crome এর সব থেকে দামী Extension "সো-টুলকিট " (দাম ভারোতীয়ো টাকায় সাড়ে তিন হাজার, বিডি টাকায় মেবি চার হাজার) কে Universal All User free করার সামান্য একটা চেষ্টা মাত্রো। Extension টি অনলি ফেসবুকের জন্য।
.
এই Extension টি এক কথায় অসাধারন।
ফেসবুক এর জাবোতীয়ো জটিল কাজ গুলি তুরি মেরে করা জাই এটা দিয়ে। কিন্তু প্রবলেম ছিলো এর প্রো ভারসান গুলি used কোরতে হলে পকেট থেকে হাজার খানিক টাকা গুনতে হবে আপনাকে।
.
আমার ইচ্ছা ছিলো এটা কিনে, সবার জোন্য মডিফাই করা যায় কিনা।
ইমনিতেই জারা Software program ডি-কোড করেন,জানেন বোধহয় বিশেষ করে Extension গুলি Mode (ফ্রি বা নিজের মতো করে মডিফাই করা) করা ভীষণ বেদনাদায়ক।
.
এর কোড গুলি একাধিক প্রোগামিং ভাষায় লেখা থাকে,সব থেকে বড়ো বিগ প্রোবলেম হলো, ডেভালপার তার কোড গুলিকে মাঝে মাঝে এনক্রাপটেড করে দেয়; তার মানে কোড ডেভালপার ছাড়া পড়তে পারবে না। কোড গুলি এনক্রাপটেড কোরে দিলে ঠিক এ রকম আসে -- hdleDmOn98do2lMOjamanUlah867%d&*#Ahsanarts ... যা পড়া হেবি টাপ।
.
আর তার ইপর Extension গুলি চলে তো Internet এর মাধ্যোমে, প্রচ্যুর পারমিশন দেবা থাকে।
সো এতগূলির ইপর বাটমারি করা অনেক মুশকিল। তা জিনি এই ফেসবুক টুলবুক Extension টি বানিয়েছেন, তিনি একজন সুইচ দেশের ডেভালপার, Google Chrome এমনকি ফেসবুক এর সব থেকে জনপ্রিয় ও ট্রাসটেটেড Extensions গুলির মোধ্যে এটিই সেরা, রোটিং ১০ এ সাড়ে ৯।
.
এই Extension টি লেখা হোয়েছে Java,ফরচুনেট, HTML, CASS, Basic এই কটি Programming Languages এ, তাই রীতিমত একটু বুঝতেই প্রোবলেম হোচ্ছিল একটার সাথে একটা মিল রেখে পড়তে ও বুঝতে, ডেভালপার ডেনিন বয়েল খুব চালাক এখানে বোলতেই হবে, ইচ্ছা করেই তিনি এত গুলি ভাষা used কোরেছেন।
.
এটা নিয়ে আমি post দিতাম না, কারন লাসট ৪ দিন প্রচ্যুর সময় গিয়েছে এই Extension নিয়ে।
আর অভিজ্ঞতা বোলতে প্রোগামিং এর অনেক দৃড়তা বেড়েছে।
প্রোগামিং আমার পেশা নয়, প্রোগামিং আমার অবশর টাইমের নেশার একটা বিষয়।
আমি নিজেই একজন খুব বিজি ব্যাবসায়ী, আমি ফরেক্স ট্রেড করি ( অনেকে inbox আমার পেশা জানতে চাইতেন কিছু এখানে বোলে দিলাম, বাকী পেশা গুলি থাক)
.
তা এতোক্ষন অনেক আও ফাও বোকলাম,
তা Extension এ একটু ফিরে আসা যাক।
.
এটার মোধ্যেই ফ্রি আর প্রো ভারসান গুলি আছে।
আর প্রো ভারসানে দারুন সব ফিচার ফেসবুকের।
কি কি আছে চলুন দেখে নি
.
--Accept All Friend Requests At Once click
--All Facebook Friends To Facebook Event
--Manage Multiple Facebook Accounts At Once {একই ব্রাইজারে একাধিক সোশাল id লগিন করা জাবে এক সাথে}
-- Join Multiple Facebook Groups Using Group IDs
-- Download Facebook Videos
--Invite Your Friends To Like Your Facebook Page
--Facebook ID Extraction Tool
--Auto Send Birthday Wishes To Your Facebook Friends In A Single Click
--Like All Facebook Posts And Comments
--Send Multiple Facebook Friend Requests At Once
.
===Removal Tools===
.
--Remove All Facebook Page Likes
---Unfollow All Facebook Friends At Once
--Unfriend All Facebook Friends At Once
--Leave All Facebook Groups At Once
--Unfollow All Facebook Groups At Once
--To Delete All Comments From Facebook Post
--Reject All Facebook Friend Requests At Once
--Cancel All Pending Friend Requests On Facebook
--Unlike All Facebook Pages At Once
.
===Premium Facebook Tools=====
--Add All Facebook Friends Into Facebook Group {এই টাইপের Extension গুলি দিয়ে কাজ কোরলে ফেসবুক থেকে ৩০ দিনের block খেতে হয়।
বাট এটায় হবে না কারন, এটার মোধ্যে এমন কোডিং করা আছে জা একটা টাইম পর পর বেছে বেছে এড কোরবে, আর আগে এড হবা ফ্রেনড গুলিকে মিলিয়ে দেখে, নতুন গুলিকে ধীরে ধীরে গ্রুপে অটো প্রবেশ করাবে।}
--Transfer Ownership Of Your Facebook Groups To Your Friend
-- Send Messages To All Facebook Friends At Once
-- Post On All Facebook Pages That You Administer
-- Post On All Pages Liked By Facebook User
-- Post On Multiple Facebook Groups At Once
-- Transfer Multiple Facebook Groups Using Facebook Group Transfer Tool {গ্রুপ অটো পোসটিং, টাইমলেভেল ঠিক করা এ রকম নানা ফিচার post জাতীয়ো বিশয় নিয়ে।}
--Tag ALL Facebook Group Members Comment and post
--Claim As Facebook Group Admin Tool {এটির মাধ্যোমে গ্রুপ Hack হলে, আপনি ক্রিয়েটর এডমিন হলে ফিরে আসতে পারে,এটি ভিতরে জে কাজটি কোরবে গ্রুপিং hacking অটো রিপোট্ ক্রাইমিং বাই ভিকটিম এডমিন।}
--Suggest Your Facebook Friends To Add Another Friend
--Extract Emails Of Your Facebook Friends
--Extract Facebook Group Emails To Post On Them
--Extract Facebook Group Member Emails
--Extract Facebook Group Member IDs {অল ফ্রেনড comment মেনশন one click}
--Extract Facebook Page Fans
--Extract Facebook User Likes
--Extract Facebook User Likes
--Extract Group IDs of Facebook Groups Joined By Facebook User
--Extract IDs Of Your Facebook Friends
--Extract Public Phone Numbers Of Facebook Friends
***আপতত Zip করে জটিল এনকোডার পাসওয়াড্
দেবা আছে। জাদের লাগবে লোড করে আমাকে অনলি ফেসবুকে নক দেবেন, যদি মনে হয় আপনাকে দেওয়া যাবে তা হলে দেবো।
কি ভাবে used কোরবেন Extension টি Google Chrome এ, তার একটা ভিডিও দিব। যদি লাগে।
নামাতে নিচের link এ জান--
লিঙ্ক
.
**কেনো আমি অফিশিয়ালি ছাড়লাম না?
কারন আগে user রিভিই দেখবো নানা দেশ থেকে,সব জাইগায় ঠিক মতো চলছে কিনা। কোন বাগ আছে কিনা।
সব ঠিক থাকলে অফিশিয়ালি ছাড়বো সময় মতো, আরো নতুন কিছু এড করে। এখন আপতত বিটা ভারসান এই থাক।
.
আর যাদের মাথার মোধ্যে এখুনিই শয়তানি চোলে আসছে যে, কি ভাবে জিপ পাসওয়াড্ ক্রাক কোরে আনজিপ কোরে চালাবো, তাদের জন্য থাকলো 404 নট ফাইন্ড এর এক বালতি আঁফসোস।
Google থেকে টেকটিওনস বার করে লাভ নেই। যা আছে সব ফাও একটাও কাজে দেবে না,এখানে কালী linux ও ফেল মারবে। জিপ পাসওয়াড্ ট্রাক করা আজও জাই নি জাবে না, যদি zip টা করা হয় Winrar Software দিয়ে তা হলে তুমি হবে পুরা দমে ফেলু মাল।
জিপ করা মানেই কোটি কোটি এনকোডার জা পড়া জাই না, আর তার ইপোর পাসওয়াড্ দিলে তো শেষ। আর শুনে রাখো পৃথিবীর কনো এন্টিভাইরাস এক মাত্রো জিপ ফাইলে এটাক কোরতে পারে না।
তাই সব ফাইলকে জিপ কোরে রাখতে বলা হয়।
.
সব শেষে বোলতে চাই এটাই আমিই একা নয়, অনেকেই এটার বাগ মোড তৈরী কোরেছে, তবে সেগুলি করে তারা পারসোনাল used করে,নানা ডিপ Black সাইডে গেলেই বোঝা যায়।
আর জাবতীয়ো টেকটিওনস তো ফাঁস হয় Black সাইড গুলি থেকেই।
তাই সেটাই বোলতে চাইছি যে, প্রোগামিং এর দ্রিতা বাড়ে প্রোগামিং এর করার সাথে সাথে কোনো বাগ ধরাকে।
.
সো,
সব প্রোগ্রামারা ডেভালপার বা ক্রিয়েটর নয়।
একজন ভালো ক্রিয়েটর প্রোগ্রামার প্রোগামিং language এর বাগ তৈরী করে নতুন এক Programming language জন্ম দিতে পারে।
তাই তো আজ ২০০ ইপরে Programming... language সংখ্যা ছাড়িয়ে গিয়েছে।
বিঃদ্রঃ আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে
ক্লিক করুন
facebook page:
click