Friday, September 20, 2019

সহজ ট্রেডিং স্ট্রাটেজিঃ নতুনদের জন্য। 2019

 একটি সহজ ট্রেডিং স্ট্রাটেজিঃ নতুনদের জন্য।

প্রথমেই আপনার ধৈর্য্যের প্রমাণ দিবেন লেখাটি মনোযোগ দিয়ে পড়ার মাধ্যমে। কারন ফরেক্স করতে ধৈর্য্যের কোন বিকল্প নেই। আসুন একটি খুবই সিম্পল ট্রেডিং স্ট্রাটেজী শিখুন। বিশেষতঃ যারা একেবারে নতুন, বা যারা একটা সহজ ট্রেডিং সিস্টেম খুঁজছেন তাদের জন্য এই পোস্ট।এই সিস্টেমটি আমার নিজের দ্বারা নির্ধারিত+পরিক্ষিত ও এখনও চর্চাকৃত।

বি;দ্রঃ যারা দৈনিক ৫-১০ টি করে ট্রেড ওপেন না করলে শান্তি পান না, মাসের বা দুই/তিন মাসে ব্যালান্স ডাবল না করতে পারলে শান্তি পাননা, তারা এই পোস্ট পড়বেন না। তাদের জন্য এই পোস্ট না। যারা কর্পোরেট ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে আগ্রহী এবং সত্যিকারের ব্যবসায়ি হিসেবেই ফরেক্স এ ট্রেড করে মাসে ৭-৮% প্রফিট করতে চান নিয়মিতভাবে, তাদের জন্যই আজকের এই পোস্ট।

তাহলে কথা আর না বাড়িয়ে চলুন শিখে নেওয়া যাকঃ

👉 পেয়ারঃ GBPUSD

👉 টাইমফ্রেমঃ ৪ ঘন্টা

👉 প্রফিট রেশিওঃ প্রতি ট্রেডে লসের চেয়ে ৩ গুন বেশি প্রফিট। রেশিও- একঃতিন।

👉 প্রফিট টার্গেটঃ বছরে ১০০০+ পিপ্স মোটামুটি নিশ্চিত প্রফিট।

👉 মুভিং এভারেজঃ sma 21

👉 সিগনালঃ প্রতি সপ্তাহে ১ টি করে(সম্ভাব্য)

👉 ব্রোকারঃ যে কোন ভাল ব্রোকার। তবে বেস্ট সাপোর্ট এর জন্য আমাকে জানাতে পারেন কারন ব্রোকারভেদে ক্যান্ডেল এর ওপেন ও ক্লোজ এর প্রাইস ভিন্ন ভিন্ন হয় ৪ ঘন্টার টাইমফ্রেমে ব্রোকারের ক্যান্ডেল চার্ট ওপেনিং টাইমের ভিন্নতার জন্য।

👉 সিস্টেমঃ ফ্রেশ চার্ট ব্যবহার করবেন। কোন হাজিবাজি ইন্ডিকেটর নেবার দরকার নেই। এবার ডিফল্ট ইন্ডিকেটর থেকে হালকাভাবে ট্রেন্ড বোঝার জন্য সিম্পল মুভিং এভারেজ সিলেক্ট করে তার লেভেল ২১ সেট করে নিন।

এবার সাপ্তাহিক বিরতির পর যখন মার্কেট ওপেন হবে, প্রথম ৪ ঘন্টা পর যে ক্যান্ডেল তৈরি হবে h4 টাইমফ্রেমে, সেই ক্যান্ডেলের প্রতি গুরুত্ব দিন ভাল করে। সেই ক্যান্ডেলটির ওপেন ও ক্লোজ হওয়া প্রাইস বের করে ক্যান্ডেলটির উপরে ও নিচের লেভেল চিহ্নিত করুন। নিচের ছবিতে লক্ষ্য করলে আরও পরিস্কার হবেন বিষয়টা।

এবার লক্ষ্য করুন, সেই ক্যান্ডেলটি মুভিং এভারেজের উপরে আছে নাকি নিচে আছে। যদি উপরে থাকে তবে মোটামুটিভাবে বলা যায় যে মার্কেট আপট্রেন্ড অবস্থায় আছে। সুতরাং সেক্ষেত্রে সেই ক্যান্ডেলের উপরের লেভেল হতে ৫ পিপ্স উপরে পেন্ডিং বাই অর্ডার ওপেন করবেন। অথবা অপেক্ষায় থাকবেন যে, কখন মার্কেট সেই ক্যান্ডেলের উপরের লেভেলের ৫ পিপ্স উপরের প্রাইসকে ক্রস করে ফেলে। সেই মুহুর্তেই বাই অর্ডার ওপেন করুন। এখন প্রথমেই স্টপ লস বের করুন। স্টপ লস হবে সেই ক্যান্ডেলের নিচের লেভেল হতে ৫ পিপ্স নিচে। এবার টেক প্রফিট দেবার পালা। স্টপ লস যত পিপ্স দিয়েছেন, তার ৩ গুন পিপ্স টেক প্রফিট হিসেবে সেট করে নিন। ব্যস, এবার গোটা সপ্তাহের জন্য এই ট্রেডকে ভুলে যান।

ঠিক একইভাবে সেই ক্যান্ডেল যদি মুভিং এভারেজের নিচে থাকে তবে বুঝতে হবে মার্কেট মোটামুটি ডাউনট্রেন্ড অবস্থায় আছে। সেক্ষেত্রে সেল ট্রেড ওপেন করার জন্য প্রস্তত হোন। ক্যান্ডেলের নিচের লেভেল হতে আরও ৫ পিপ্স নিচে মার্কেট গেলে তবে সেল ট্রেড ওপেন করে ফেলুন। ক্যান্ডেলটির উপরের লেভেল হতে ৫ পিপ্স উপরে স্টপ লস সেট করে নিন।আর স্টপ লসের ৩ গুন পিপ্স হিসেব করে বের করে টেক প্রফিট হিসেবে সেট করে দিন। এবার গোটা সপ্তাহের জন্য ভুলে যান ট্রেডের কথা।

🌿 আরও পরিস্কার বোঝার জন্য দুটি ছবি এটাচ করে দিলাম লাইভ মার্কেট থেকে নিয়ে। ভালভাবে দেখে নিবেন, তাহলে পরিস্কার বুঝতে পারবেন এই স্ট্রাটেজী সম্পর্কে।

🌿 অনেকে বলবেন, বছরে ১০০০+ পিপ্স??? এতো কম!!! আমি বলব, জ্বি দাদা, এটাই ব্যবসা। আপনি কর্পোরেট ব্যবসায়ী হবেন নাকি খুচরা ব্যবসায়ী হবেন নিজেই ঠিক করে নিন। কর্পরেট ব্যবসায়ী মাসে ৩-৪ টা সেল করে যা প্রফিট করে, খুচরা ব্যবসায়ীরা দৈনিক ৩০-৪০ তা সেল করেও তার কাছাকাছি প্রফিট করতে পারে না। এবার আপনি ঠিক করে নেবেন যে, আপনি কোন ক্যাটাগরীর ট্রেডার হবে।

আপনার ব্যালান্স অনুযায়ী প্রতি ১০০০ ডলারে যদি ০.১০ লট সাইজ ব্যবহার করেন, তবে বছরে ১০০০+ ডলার প্রফিট করবেন আপনি। সেই হিসেবে ৮৪ ডলারের মত প্রফিট পাবেন প্রতি মাসে, নিশ্চিন্তে ও চিন্তামুক্ত থেকে।

এবার আপনি আপনার সক্ষমতার উপর ভিত্তি করে শুরু করুন আপনার কর্পোরেট ট্রেডিং।

সরাসরি আমাদের সাপোর্ট পেতে ও আপনার ট্রেডকে সত্যিকারের প্রফিটেবল করতে আমাদের জানাতে পারেন।সবার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাদের সবাইকে।
Mohon bosak

No photo description available.

No photo description available.

No comments:

Post a Comment