Monday, September 16, 2019

সোয়াপ নিয়ে অনেক মন্তব্য forex

সোয়াপ নিয়ে অনেক মন্তব্য আসছে, তার প্রেক্ষিতে-
কোন ব্যাংক কি ইন্টারেস্ট ছাড়া লেনদেন করে?
উত্তর হবেঃ না।
কোন ফাইন্যান্সিয়াল এজেন্সী কি ইন্টারেস্ট ছাড়া অর্থ লগ্নি করে?
এরও উত্তর হবে না।
তাহলে ফরেক্স মার্কেটে সোয়াপ বা ইন্টারেস্ট যাই বলেন না কেন। এটা ফ্রি কিভাবে দেয় ব্রোকার?
ফরেক্স মার্কেটে যে বিভিন্ন ব্যাংক বা ফিন্যান্সিয়াল এজেন্সীগুলোই অর্থ লগ্নি করে থাকে। আর ব্রোকারের সাথে চুক্তিবদ্ধ হয় ট্রেডারদের ট্রেডসমুহ তাদের ফান্ডে ফরওয়ার্ড করিয়ে দিতে।
আপনার কি মনে হয় এখানে তারা লেনদেন ইন্টারেস্ট ছাড়াই সম্পন্ন করবে বলে চুক্তি করে???
এখানে উত্তর হচ্ছেঃ কখনোই নয়। কোন ব্যাংকই ইন্টারেস্ট বিহীন লেনদেন করে না।
তাহলে প্রশ্ন হচ্ছে ব্রোকার কিভাবে সোয়াপ ফ্রী একাউন্ট দেয়?
এর উত্তর হচ্ছেঃ রিয়েল ইসিএন একাউন্ট কখনোই সোয়াপ ফ্রী হয় না। আগেও বলেছি এই ব্যাপারে। কারন ব্রোকারের সাথে লিকুইফিটি প্রোভাইডারের চুক্তিতেই ইন্টারেস্ট এর কথা উল্লেখ থাকে বাধ্যতামূলকভাবেই।
তাহলে যেগুলো সোয়াপ ফ্রী একাউন্ট দেওয়া হচ্ছে সেগুলোর ব্যাপার কি?
এখানে তিনটা ব্যাপারের যে কোন একটি থাকে।
১) যদি ব্রোকার মার্কেট মেকার হয়, আর ট্রেডারদের ট্রেডগুলো কোন লিকুইডিটি প্রোভাইডারের ফান্ডে ফরওয়ার্ড না করে নিজেদের নিজস্ব ফান্ডে ফরওয়ার্ড করে থাকে। তাহলে এখানে কোন চুক্তির ব্যাপার থাকে না। ইন্টারেস্ট এর ব্যাপারও থাকে না। সেক্ষেত্রে এটি সম্ভব।
২) যদি ব্রোকার ইসিএন টাইপের হয়, আর আপনাকে সোয়াপ ফ্রী সুবিধা দেয়। তবুও আপনি নিশ্চিত থাকবেন যে আপনি ইসিএন ব্রোকারের রিয়েল ইসিএন একাউন্টে ট্রেড করছেন না।
আপনি ট্রেড করছেন সেই ব্রোকারের নিজস্ব প্রমোশনের জন্য ব্যবহৃত সেকেন্ড অপশন মার্কেট মেকার একাউন্টে। যে সেকেন্ড অপশন ব্যবহার করে তারা ইসিএন এর নাম ব্যবহার করে তারা বিভিন্ন বোনাস অফার করে থাকে, সোয়াপ ফ্রি অফার করে থাকে। তাহলেও এটি সম্ভব।
৩) যদি ব্রোকার আপনাকে সোয়াপ ফ্রি একাউন্ট দেখিয়ে অন্য দিক দিয়ে এই চার্জ কেটে নিয়ে থাকে। এটি কোন কমিশন বা স্প্রেড এর সাথেই কেটে রাখতে পারে। যা আপনার চোখে পড়ছে না একেবারেই।
যেমনটি যিরোও স্প্রেড একাউন্টে আলাদা কমিশন কেটে রাখে বিভিন্ন ব্রোকার।
পরিশেষে যা বলার, আপনি হয় রিস্কযুক্ত একাউন্টে ট্রেড করবেন অথবা রিয়েল ইসিএন একাউন্টে ট্রেড করবেন।
তবে আপনার প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যেভাবেই হোক, সোয়াপ আপনাকে দিতেই হবে।
আর তা সোয়াপ হিসেবেই দেন বা কমিশন বা স্প্রেডের সাথেই দেন। আর এটিই বাস্তবতা।
এবার সিদ্ধান্ত আপনার। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। অনেক ভাল থাকুন সবাই।
live account click

No photo description available.

No comments:

Post a Comment