আমার জনৈক বান্ধবীর রিলেশনের অবস্থা ছিল খুবই খারাপ। প্রতিদিন বফের সাথে ঝগড়া হতো। প্রতিদিন মিটমাট হতো আর ও প্রায়ই আত্নহত্যা করতে যেত।
ওকে নিয়ে আমি ভয়ে ভয়ে থাকতাম বিধায় প্রতিদিন আমাকে খোঁজ নিতে হতো আজ ও আত্নহত্যা করতে যাবে কিনা।আর ও এমন মেয়ে মুখ ফুটে বলবে না ওর মন খারাপ নাকি ভালো। সুতরাং একটা ট্রিকস বের করলাম।
ওকে নিয়ে আমি ভয়ে ভয়ে থাকতাম বিধায় প্রতিদিন আমাকে খোঁজ নিতে হতো আজ ও আত্নহত্যা করতে যাবে কিনা।আর ও এমন মেয়ে মুখ ফুটে বলবে না ওর মন খারাপ নাকি ভালো। সুতরাং একটা ট্রিকস বের করলাম।
আমি প্রতিদিন ওকে জিজ্ঞেস করতাম, আচ্ছা বলতো, আমি কি দেখতে সুন্দর?
মন ভালো আর সব ঠিক থাকলে কখনো কোন অবস্থাতেই ও আমাকে সুন্দর মানবে না। হাসতে হাসতে বলবে, না,তুই জঘন্য, জঘন্য এবং জঘন্য।
মন খারাপ থাকলে বলবে, হু।
তখন আমার বুকের ভেতর রীতিমতো কাঁপতে থাকে, আমি আবার প্রশ্ন করি, কি? আমি সুন্দর?
-হু
:তোরচেয়েও?
-হু
:ঐযে শশী, রিয়া,দিয়া ওরা বেশী সুন্দর না আমি?
-তুই
:😱😱😱 তোর কি হয়েছে?
-কিছু হয়নাই
: অবশ্যই হয়েছে দ্যাখ, জীবনে কষ্ট আসেই। কষ্টকে অতিক্রম করে যে ওপরে উঠতে পারে সেই জীবনে....
মেসেজ ব্লক দিয়ে দিল।
আমি ফোনে মেসেজ দিলাম, কষ্টকে অতিক্রম করে যে ওপরে উঠতে পারে সেই জীবনে সফল।
ফোন বন্ধ হয়ে গেল।
আমি ওর বফকে ফোন দিলাম, ভাইয়া! ওতো আমাকে সুন্দর মানছে!!
-কি!! ও তোমাকে সুন্দর স্বীকার করেছে?? আমি এক্ষুনি দেখছি, আবার না জানি কি করে বসে আল্লাহ!!
মন ভালো আর সব ঠিক থাকলে কখনো কোন অবস্থাতেই ও আমাকে সুন্দর মানবে না। হাসতে হাসতে বলবে, না,তুই জঘন্য, জঘন্য এবং জঘন্য।
মন খারাপ থাকলে বলবে, হু।
তখন আমার বুকের ভেতর রীতিমতো কাঁপতে থাকে, আমি আবার প্রশ্ন করি, কি? আমি সুন্দর?
-হু
:তোরচেয়েও?
-হু
:ঐযে শশী, রিয়া,দিয়া ওরা বেশী সুন্দর না আমি?
-তুই
:😱😱😱 তোর কি হয়েছে?
-কিছু হয়নাই
: অবশ্যই হয়েছে দ্যাখ, জীবনে কষ্ট আসেই। কষ্টকে অতিক্রম করে যে ওপরে উঠতে পারে সেই জীবনে....
মেসেজ ব্লক দিয়ে দিল।
আমি ফোনে মেসেজ দিলাম, কষ্টকে অতিক্রম করে যে ওপরে উঠতে পারে সেই জীবনে সফল।
ফোন বন্ধ হয়ে গেল।
আমি ওর বফকে ফোন দিলাম, ভাইয়া! ওতো আমাকে সুন্দর মানছে!!
-কি!! ও তোমাকে সুন্দর স্বীকার করেছে?? আমি এক্ষুনি দেখছি, আবার না জানি কি করে বসে আল্লাহ!!
সময় অতিবাহিত হয়! আমি আবার মেসেজ দিই, আচ্ছা আমি কি সুন্দর!!
- হে হে! তোর মতো বান্দর আমি আমার বাপের জন্মে দেখিনাই পেত্নী!
- হে হে! তোর মতো বান্দর আমি আমার বাপের জন্মে দেখিনাই পেত্নী!
আমি হাফ ছেড়ে বাঁচি!
No comments:
Post a Comment