Sunday, December 25, 2016

youtube Community Guidelines in Bangla . youtube

সম্প্রদায়ের নির্দেশিকা ( Community Guidelines in Bangla ) ―


YouTube সবার কাছেই নিরাপদ এবং আনন্দদায়ক করে রাখার কিছু প্রাথমিক বিষয় ―
1.YouTube সম্প্রদায়কে মান্য করুন
আমরা আপনাকে এমন কোনো ধরনের সম্মান বা মর্যাদা দেওয়ার কথা বলছি না যা চাওয়া আমাদের মানায় না। আমরা শুধু চাই যে, আপনি যেন সাইটের মর্যাদা ক্ষুণ্ন না করেন। YouTube- এ নিয়ে আসা সম্প্রদায়ের প্রত্যেক নতুন বৈশিষ্ট্যই কোনো না কোনো ভাবে আমাদের বিশ্বাসের উপর ভর করেই তৈরি। আপনি দায়িত্বশীলতার পরিচয় রাখবেন সেই বিশ্বাস আমরা রাখি আর এই বিশ্বাসই আমাদের লক্ষ্য লক্ষ্য ব্যবহারকারীকে একসূত্রে আবদ্ধ করে রাখে। আপনিও তাদেরই একজন।
2.নিয়মনীতি অবহেলা করবেন না
এখানে এমন কিছু সাধারণ নিয়মনীতির করা তুলে ধরা হয়েছে যা আপনাকে কোনো ধরনের ঝামেলা থেকে এক্কেবারে দূরে থাকতে সাহায্য করবে। অনুগ্রহ করে এই নিয়মগুলিকে ছোট করে দেখবেন না এবং সেগুলি মন থেকে মেনে চলুন। নির্দেশিকাগুলিতে ফাঁক-ফোকর খুঁজে বের করার চেষ্টা করবেন না বা তাদের আইনি চোখে দেখতে যাবেন না - আপনাকে যেটা করতে হবে তা হল নিয়মগুলিকে বুঝে নেওয়া এবং যে কারণে নিয়মগুলিকে রাখা হয়েছে সেই কারণের উদ্দেশ্য কে সম্মান দেখানো।
3.নগ্নতা বা যৌন সামগ্রী
YouTube, পর্নোগ্র্যাফি বা যৌন সামগ্রী প্রকাশ করার জায়গা নয়। আপনার ভিডিওতে এই ধরনের জিনিস থাকলে, এমনকি তা আপনার নিজেরই ভিডিও হলেও, তা YouTube -এ প্রকাশ করবেন না। তাছাড়া, খেয়াল রাখবেন যে আমরা আইন বলবৎকারী বিভাগের সঙ্গে পারস্পরিক সহযোগিতায় কাজ করি এবং শিশুদের উপরে চালানো যৌন নির্যাতনের অভিযোগ জানিয়ে থাকি। আরো জানুন
3.হিংসাত্মক বা গ্রাফিক সামগ্রী
চমকে দেওয়া, আতঙ্ক সৃষ্টি করা বা অসম্মান জানানোর মতো কোনো প্রধান উদ্দেশ্য নিয়েই হিংসাত্মক বা ভয়াবহ সামগ্রী পোস্ট করাটা ঠিক হবে না। কোনো খবর বা তথ্যচিত্রের উপস্থাপন করতে গিয়ে কোনো গ্রাফিক সামগ্রী পোস্ট করতে হলে, ভিডিওটির সাহায্যে ঠিক কী দেখাতে চাওয়া হচ্ছে তা অন্যদের বুঝতে সাহায্য করতে পর্যাপ্ত তথ্য প্রদান করতে ভুলবেন না। অন্যদের হিংসাত্মক কোনো কাজ করতে উৎসাহিত করবেন না। আরো জানুন
4.ঘৃণ্য সামগ্রী
আমাদের পণ্যগুলির মাধ্যমে আমরা অন্যদের খোলাখুলি ভাবে মতামত জানানোর সুযোগ করে দিই। কিন্তু আমরা এমন সব সামগ্রী যা জাতি বা জাতিগত উৎস, ধর্ম, অক্ষমতা, লিঙ্গ, বয়স, নাগরিকত্ব, প্রবীণ অবস্থা, অথবা যৌন অবস্থান/লিঙ্গ ভিত্তিক পরিচয়ের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে হিংস্রতা ছড়ায় অথবা তাতে সমর্থন যোগায় অথবা যার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এই ধরনের মূল বিষয়গুলির উপরে ভিত্তি করে ঘৃণার পরিবেশ সৃষ্টি করা, সেগুলিকে আমরা সমর্থন করি না৷ স্পষ্টতই, মত প্রকাশের স্বাধীনতার নাম নিয়ে যখন প্রাথমিক ভাবে কোনো সুরক্ষিত গোষ্ঠীকে আক্রমণ করা হবে, তখন তা আমাদের নিয়মনীতির উল্লঙ্ঘন করা হচ্ছে বলে ধরা হবে৷ আরো জানুন
5.স্প্যাম, বিভ্রান্তিকর মেটাডেটা, এবং স্ক্যাম
আমরা কেউই স্প্যাম পছন্দ করি না। আপনার সাইটের ভিজিটর সংখ্যা বাড়াতে বিভ্রান্তিকর বিবরণ, ট্যাগ, শিরোনাম বা থাম্বনেল তৈরি করবেন না। মন্তব্য এবং ব্যক্তিগত বার্তা সহ অনির্দিষ্ট, অনভিপ্রেত বা পুনরাবৃত্তিমূলক সামগ্রী বিশাল পরিমাণে পোস্ট করা ভালো দেখায় না। আরো জানুন
6.ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রী
শারীরিক ভাবে ভালো রকম আঘাত পেতে পারেন এমন কোনো কাজ অন্যদের, বিশেষ করে বাচ্ছাদের করতে উৎসাহ দিয়ে ভিডিও পোস্ট করবেন না। এই ধরনের ক্ষতিকারক বা বিপজ্জনক কিছু করার উৎসাহ দেওয়া ভিডিওগুলিকে কোনো নির্দিষ্ট বয়সের কম বয়স্কদের দেখার সুবিধা দেওয়া নাও হতে পারে বা কতটা বিপজ্জনক তা বিবেচনা করে ভিডিও সরিয়ে দেওয়া হতে পারে। আরো জানুন
7.কপিরাইট
কপিরাইটের প্রতি অসম্মান দেখাবেন না। শুধুমাত্র আপনার তৈরি করা বা আপনার ব্যবহারের অনুমতি আছে এমন ভিডিওগুলিই আপলোড করুন। অর্থাৎ, প্রয়োজনীয় অনুমতি না নিয়ে, আপনি তৈরি করেননি এমন কোনো ভিডিও আপলোড করবেন না, আপনার ভিডিওতে এমন কোনো সামগ্রী ব্যবহার করবেন না যার কপিরাইটের মালিক অন্য কেউ, যেমন কপিরাইট থাকা প্রোগ্রামের স্নিপেট বা ভিডিও বা অন্য ব্যবহারকারীদের বানানো মিউজিক ট্র্যাক। আরো জানতে আমাদের কপিরাইট কেন্দ্র দেখুন।
8.হুমকি
নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্যের ক্ষতি করা, পিছু নেওয়া, ভয় দেখানো, হয়রানি, শাসানো, গোপনীয়তায় হস্তক্ষেপ, অন্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেওয়া এবং অন্যদের হিংসাত্মক কাজ করতে বা ব্যবহারের শর্তাদি লঙ্ঘনের কাজে উৎসাহ যোগানোর মতো ঘটনাগুলিকে হালকা চোখে দেখা হয় না। কাউকে এই ধরনের কিছু করতে দেখা গেলে তাদের YouTube থেকে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করা দেওয়া হতে পারে। আরো জানুন

আমরা আপনার রিপোর্ট যত্নসহকারে পর্যালোচনা করি
আপনি YouTube- এ যাই দেখতে পাবেন তাদের সবই আপনার ভালো নাও লাগতে পারে। কিছু সামগ্রী দেখে আপনি মানসিক ভাবে ক্ষুণ্ন হতে পারেন। আপনার তা অনুপযুক্ত বলে মনে হলে, ভিডিওটিতে ফ্ল্যাগ করার বৈশিষ্ট্যটি কোথায় রয়েছে তা খুঁজে নিয়ে ভিডিওটি আমাদের YouTube কর্মীদের পর্যালোচনার জন্য জমা দিন।
আমাদের কর্মীরা ব্যবহারকারীদের তরফ থেকে আপত্তিজনক বলে ফ্ল্যাগ করা ভিডিওগুলিতে আমাদের সম্প্রদায় নির্দেশিকা সত্যিই লঙ্ঘন হয়েছে কিনা তা নির্ধারণ করতে ভিডিও দিনে ২৪ ঘণ্টা, সপ্তাহের ৭ দিনই পর্যালোচনার কাজ করে চলেছেন। নির্দেশিকা লঙ্ঘন করলে, আমরা ভিডিওগুলি সরিয়ে দিই। অনেক সময় দেখা যায় যে, ভিডিওটি আমাদের নির্দেশিকা লঙ্ঘন করেনি, কিন্তু সবার জন্য তা উপযুক্ত নাও হতে পারে। এই ধরনের ভিডিওগুলি একটি নির্দিষ্ট বয়সের কম বয়স্কদের দেখতে দেওয়া নাও হতে পারে। সম্প্রদায় নির্দেশিকা লঙ্ঘন করলে অ্যাকাউন্টগুলিকে শাস্তির মুখে পড়তে হয় এবং কোনো গুরুতর কিছু লঙ্ঘন করলে বা বারংবার লঙ্ঘনের ক্ষেত্রে অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হতে পারে৷ কোনো অ্যাকাউন্ট বাতিল করে দেওয়া হলে, সেই ব্যক্তিকে কোনো নতুন অ্যাকাউন্ট তৈরি করার অনুমতি দেওয়া হবে না।

Saturday, December 24, 2016

YouTube e channel Suspended কেনো হয়?

গত এক মাস ধরে YouTube e channel Suspended হয়নি এমন মানুষ খুব কম আছেন। যারা প্রফেশনাল ইউটিউবার তারা জানেন একটা চ্যানেল রেঙ্ক করান কতটা প্ররিশ্রমের কাজ। সেই পরিশ্রম যখন কোন কারন ছারাই সাসপেন্ড হয় তখন স্বাভাবিক খারাপ লাগে।
এবার আসুন আসল কথায় আসি। কেন এবং কি কারনে এই গন ব্যান চলছে। আমার কথায় কেও আঘাত পাবেন না, আমার যুক্তি গুলো বোঝার চেস্টা করবেন।
বর্তমানে AdSense‎র যেই অবস্থা তা কিছু মানুষের ভাল সাঁজার কারনে সৃষ্টি হয়েছে।
সবার আগে খেলার রুলসটা দেখে নেই :

(১)YouTuber আমাদের (বাংলাদেশীদের) কাজ করার আনুমতি দিয়েছে ?
= হা দিয়েছে, কিন্তু মনিটাইজ করতে আনুমতি দেয় নাই।
তার মানে আমারা বেয়াইনি ভাবে ইন্দিয়া অথবা অন্য দেশের নাম দিয়ে মনিটাইজ করতেছি।
(২) আমাদের দেশি ইউটিউবারদের প্রধান কাজ / কন্টেন্ট কি (More than 80%) ?
= কপিরাইট (কপিরাইট ভিডিও, অডিও এন্ড ইমেজ বা ছবি)
(৩) আমাদেরকে গুগল কি বলে জানে ?
= স্পামার।
খেলার রুলস গুলো আপনারা সবাই জানেন, কেও কেও অনেক বিস্তারিত জানেন। তার পর আমি মনে করাই দিলাম।
এবার আসুন হটাত এমন গন ব্যানের কারণটা কি ?
আসুন একটু ফিরে দেখি, পুরাতন যারা আছেন তারা জানেন ইউটিউব থেকে বিগত বছর গুলাতে পোলাপান অনেক আরামে কামাই করছে। গুগল মামা কখনই এতোটা রাগ দেখান নাই। তাহলে এবার কেন এমন হচ্ছে ?
কারণটা আমি একটু ঘুরায় বলি : একটা ছোট গল্প বলব, গল্পটা মনে রাখবেন কারন এই গল্পের ভিতর লুকিয়ে আছে সব রহস্য।
ধরুন গুগোল মামা একটা মিটিং আয়োজন করেছেন। মামার একটা সর্ত ছিল যে কোন বেক্তি তার সঙ্গে মোবাইল রাখতে পারবে না। সেই মিটিংয়ে বিনা অনুমতিতে ৫০ জনকে বসতে দেয়া হলো। সেই ৫০ জনের ভিতর আপনি - আমিও দুজনেই আছি এবং মজার বেপার হলো গুগোল মামা জানতেন বিনা অনুমতিতে ৫০ জন রয়েছেন এখানে (আমরা)।
এবার মিটিং শুরু হোল সব কিছু স্বাভাবিক চলছিল, হটাত আমি দেখলাম আপনার কাছে একটা মোবাইল আছে। আমি গুগোল মামার কাছে ভালো সাঁজার জন্য ঠিক করলাম আপনাকে ধরিয়ে দিব এবং আমি দারিয়ে গুগোল মামাকে বলাম " গুগোল মামা এই লোকটা (আপনাকে দেখিয়ে) মিটিংয়ে মোবাইল নিয়ে এসেছে। তাকে বের করে দিন। "
গুগোল মামা বলেন "ওকে আমি দেখছি বেপারটা (যেহেতু মামার সর্ত আপনি ভঙ্গ করেছেন সে আপনাকে বেরকরে দেবেই)"। এবার আমার দেখা দেখি আরও মানুষ দাঁড়ালো এবং এক জন অন্য জনকে ধরিয়ে দিতে লাগলো। একটা সময় দেখা গেলো যে বিনা অনুমতিতে যেই ৫০ জনকে ধুকতে দেওয়া হয়েছে তার ভিতর ৩০ জন মানুষই সর্ত ভঙ্গ করেছেন এবং এই ৩০ জন মানুষের বিচার করতে গিয়ে গুগোল মামার অনেক সময় - শ্রম - জনবল লাগছে। যার ফলে তার মিটিংটা চালিয়ে নিতে সমস্যা হচ্ছে।
গুগোল মামা চিন্তা করলেন " যাদের জন্য এই সমস্যার সুত্রপাত তাদেরত মিটিংয়ে প্রবেশের অনুমতিই নাই, তাদেরকে দয়া করে প্রবেশের আনুমতি দিলাম তাই তারা আমার সময় - শ্রম নষ্ট করছে ! "
এরপর গুগোল মামা তার Security কে বলেন " এই ৫০জনের ওপর করা নজর রাখবা জেনো Next টাইম সহজে সুযোগ না পায়। এদের আসার সময় আর যাবার সময় ভালো করে চেক করবা আর কাওকে দেখে সন্দেহ হলেই জেলে ধুকিয়ে দিবা।
এখন গুগোল মামার Security তাই শুরু করলো ওই ৫০ জনের সাথে। আসতে চেক যাইতে চেক, কিছু দেখলেই জেল। আপনি কোন দোষ করেন নাই কিন্তু সে আপনাকে সন্দেহ করেছে, তাই আপনাকে জেলে দিয়ে দিল। আপনাকে জেলে দিলে আপনি আপ্নিল করবেন তা গুগোল মামা জানেন, তাই আপনার জন্য রয়েছে তার বিসাল অস্ত্র ভাণ্ডার (Google+YouTube Rules)।
কি বুঝলেন বলেন ?
জানি অনেকেই বুঝতে পেরেছেন What i Mean আবার অনেকেই ভাবছেন " ঘোড়ার ডিম / শুধু শুধু কষ্ট করে টিউনটা পরলাম "
আসুন এবার সরাসরি কথা বলি, এই বছর আমাদের দেশের কিছু ভাইরা একটা ভালো উদ্দোক নিলেন। উদ্দোকটা ছিল বাজে/Adult Channel গুলকে রিপোর্ট করা হবে। সবাই রিপোর্ট করা শুরু করলেন। ১০০টা বাজে/Adult Channel গুলোর ভিতর ৬০টা ব্যান হলো। যাদের ব্যান হলো তারা হুমকি ধামকি দিয়ে আবার একিই কাজ শুরু করল। অর্থাৎ ফলাফল শূন্য। Social media sitesয়ে কাওকে ধরে বেধে রাখতেটা অসম্ভব।
এর সাথে একটা মজার বেপার ঘটলো। কিছু মানুষ ভুল রিপোর্ট দিলেন, কিভাবে ?
ধরুন একজন Funny ভিডিওতে Adult পিক দিয়ে রাখছে, পোলাপান তাকেও রিপোর্ট করেছে, কেও রাগ করে রিপোর্ট করেছে, কেও হিংসা করে ভালো চ্যানেলকে রিপোর্ট করেছে, কেও নিজের চ্যানেলকে Rank করানোর জন্য সামনের Rank করা চ্যানেলকে রিপোর্ট করেছে "যদি কাজে লাগে যায়"। কেও আবার তালাসের ভিডিওতে বাজে Title দিয়ে রাখছে তাকেও রিপোর্ট করেছে। আর এইসব রিপোর্ট জমা হয়েছে গুগোল মামার কাছে।
তবে অধিকাংশ মানুষের রিপোর্ট করার উদেশ্যটা ছিল ভালো। Yes I Agree with That but the Problem is " আপনারা অনেকেই হয়ত জানেন না YouTubeয়ে যখন কেও রিপোর্ট করে সেই রিপোর্টটা YouTube Seriously নেয় এবং প্রত্যেকটা রিপোর্ট একজন মানুষ দ্বারা রিভিউ করা হয়।
এবার আসুন সুত্র মিলাই = এক দিনে ১০০টা রিপোর্ট, তার মানে ১০০*১= ১০০জন মানুষকে YouTube এই রিপোর্ট গুলো রিভিও করতে দেয় অথবা একজন মানুষকে দেয় অথবা ৫০ জন মানুষকে বলে সবাই ৫০*২= ১০০টা রিভিও শেষ করতে।
তাহলে ভাবুন ৭দিনে এবং মাসে কত গুলো রিপোর্ট জমা হতে পারে এবং গুগোল মামার কতগুল জনবল-সময় - শ্রম লাগবে !
এবার আপনি ভাবুন গুগোল মামার জন্য এই Painটা কেমন ? সর্ত ভঙ্গ করা মানুষের বিচার করতে গিয়ে গুগোল মামার অনেক সময় - শ্রম - জনবল লাগছে, যেখানে তাদের সর্ত ভঙ্গ করাত দুরের কথা, তাদের প্রবেশের আনুমতিইত নাই। অর্থাৎ আমি এবং আপনি যাদের বিপক্ষে রিপোর্ট করছি তিনি সহ আমাদের কারই ইউটিউব এ Monetization করার অনুমতি নাই।
অনান্য দেশে বা পাশের দেশে ইন্দিয়াতে রিপোর্ট করার প্রথা আছে। তাহলে আমরা কেন করব না ?ভাই ইন্দিয়াতে YouTube Monetization আছে। আমাদের দেশে নাই, তার মানে গুগোল মামা আমাদের পছন্দ করে না। যদি পছন্দ করত তাহলেত Monetization এ বাংলাদেশ থাকত। তার মানে ইন্দিয়ারা রুলস আর আপনার রুলস সমান নয়।
অনেকেই বলবেন " তাই বলে বাজে/Adult Channel এই সবকে কিছুই বলব না ? "
ভাই গুগোল মামার রুলস আছে এই সব বাজে/Adult Channelএর জন্য। আর সব থেকে বড় কথা ভালো খারাপ মিলেই সমাজ, আপনি বাজে ভিডিও দেখতে না গেলে ইউটিউব আপনাকে দেখাবে না।
ইউটিউবে আপনাকে সেই সব ভিডিও সাজেশন করবে যা আপনি দেখেন। আপনি রিপোর্ট করার জন্য Adult Channel সার্চ করেন তাই আপনাকে ইউটিউব Adult ভিডিও সাজেশন করে। SEO সম্পর্কে যারা বিস্তারিত জানেন তারা বুঝবেন ইউটিউব কিভাবে কাজ করে।
আপনি ভালো জিনিস খুজলে আপনাকে ভালটাই দেখাবে, আর আপনি একবর খারাপ জিনেস দেখলে আপনাকে খারাপ টাই দেখাবে। So আপনি খারাপটা দেখতে জাবেন না, ইউটিউব আপনাকে খারাপটা দেখাবে না। কেও বলবেন ভাই আমি নাটক দিয়ে সার্চ দেই তার পর বাজে ভিডিও সাজেশন করে Its Because of আপনি ওই টাইপের ভিডিও এর আগে ওপেন করেছিলেন। কেও আবার বলবেন Adult ভিডিওতে নাটকের Tag ব্যবহার করে তাই আমার কাছে Adult ভিডিও আসে, এটা ভুল ধারনা, কারন YouTube ভাল করেই জানে কোনটা কোন ভিডিও, আপনি Tag দিন অথবা ভুল Tag দিন এতে YouTuber কিছু যায় আসে না। YouTube আপনার ভিডিও অনুযায়ী সঠিক সার্চ Logই ভিডিও টা Sent করবে। আমার কথা বিশ্বাস না হলে আপনার Rank করা ভিডিওর Tag এবং Search Log চেক করে দেখুন। ইউটিউবএ রয়েছে হাজার হাজার ক্যাটাগরি। But সে আপনাকে শুধু তাই দেখাবে যা আপনি ভালো বাসেন।
ভাই বাজে/Adultত খারাপ জিনেস, এইটার প্রতিকার কি ? তারা হারাম খাবে আমরা দেখব ?
= ভাই আমার আপনার কাজ হবে আমরা নিজেরা এইসব নিয়ে কাজ করব না আর যারা করে তাদের ভালো কাজে আসার পথ দেখাব, তাদের ভালো ভালো কাজ শিখাব তাহলেই তারা খারাপ কাজ থেকে সরে আসবে।
আর যে বা যারা এইসব নিয়ে কাজ করে এবং যারা এইসব দেখে তাদের জন্য রয়েছে পরকালের সাতটি জাহান্নামের সুবেবস্থা :
১ জাহান্নাম
২ জাহিম
৩ সায়ির
৪ লাজা
৫ সাকার
৬ হাবিয়া
৭ হুতামা
আর একটা কথা না বলেই নয়। হালাল এবং হারাম এর সুত্র টা অনেকেই ঠিক করে বুঝেন নাই, আমি একটু বুঝায় দেই। আপনি অন্য মানুষের ভিডিও অনুমতি ছাড়া Edit করে Upload করছেন, অনের Movies, Music and Picture দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করছেন, এটা কি হালাল ?
এটাও হারাম যেমনটা Adult হারাম। তাহলে যারা Copyright নিয়ে কাজ করে আর যারা Adult নিয়ে কাজ করে তারা দুই জনেই সমান অপরাধী।
হালাল এবং হারামের সুত্র যদি তাই বলে তবে আমরা শুধু Adult ভিডিও কে রিপোর্ট করব কেন ?! যারা Copyright ভিডিও Upload করছে তাদের বিরুধেও রিপোর্ট করতে হবে। স্পাম এ বাংলাদেশ ২য়। আমারা ২য় কারন আমরাদের More than 80% মানুষ Copyright নিয়ে কাজ করে So why don't we Report about them ?! কিরে ভাই রাগ হছে আমার অপর ? সত্য কথা বলেহ ত রাগ হবেই।
হাস্যকার মনে হলেও এতাও সত্য গুগোল মামা সব জানে। সে জানে কনটা কি। Copyrightএর কারনে বড় বড় Channel নাই হয়ে গেছে।আপনার রিপোর্ট করতে হবে না। গুগোল মামা সময় মত খেলা দেখাতে জানে। আপনার রিপোর্ট দিয়ে ভালো সাজার কারনে গুগোল মামার কিছু যায় আসে না কিন্তু এই রিপোর্ট যখন গণহারে চলতে থাকে এটা তার সময় - শ্রম - জনবলকে নষ্ট করে। তাকে Pain না দিয়ে তাকে তার কাজ করতে দিন। অস্তাতের মাইর শেষ রাতে, গুগোল মামা তার সময় মত মাইর ঠিকি দিবেন। আমি এবং আপনি YouTube এ রিপোর্ট করে সুজুকের সৎ ব্যবহার করছি কিন্তু সৎ ব্যবহারএর কারনে গুগোল মামার সময় - শ্রম - জনবল লাগছে যা আপনাদের জন্য বয়ে আনবে বিপদ।
গুগোল মামা যেই দিন Adsenceএর টাকা বাংলাদেশে পাঠানো বন্ধ করে দিবে সেই দিন সব সমস্যার সমাধান ঘটবে। কেও আর বাজে কিছু নিয়ে কাজও করবে না আর আপনি রিপোর্ট দিয়ে সময় নষ্টও করতে চাইবেন না। Copyright এবং Adult এর জন্য গুগোল মামার Rules আছে। তাকে তার কাজ করতে দিন আর আপনি আপনার কাজ করুন যতদিন গুগোল মামা আপনাকে করার সুজুক দিচ্ছে।
যারা এখনও বোঝেন নাই, তাদের একটা পুরাণ ডাইলক বলি : " আইনকে নিজের হাতে তুলে নিবেন না, আইনকে আপন গতিতে চলতে দিন ", " আপনি যেই আইনের সৎ ব্যবহার করছেন, সেই আইনের বইয়ে কিন্তু আপনার নামই নেই (Monetization এ বাংলাদেশের নাম নেই)। "
গুগোল মামা বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করে দিলে বেকার হবে হাজারো পোলাপান সাথে হাজারো স্রেলিবিটি ! অনেকের বড় বড় সপ্ন শেষ হয়ে যাবে। হাগার হাগার ডলারলের লোভ দেখানো ট্রানিং সেন্টার গুলো বন্ধ হয়ে যাবে।
তখন কে এর দায় ভার নিবেন ? কেও আছেন প্ররিস্রম করে Earn করা আমার মত ছাগলদের দায় ভার নিবেন ? দাত থাকতে দাতের মর্যাদা বুঝুন। নিজের কাজ নিজে করুন, গুগোল মামার কাজ গুগোল মামাকে করতে দিন।
নইলে এখন যা দেখছেন (Channel Suspendedএর মেলা) তার থেকেও আরও বড় সারপ্রাইজ দেখতে পস্তুত থাকুন।
বিঃদ্র :
আমার টিউনার মাধ্যমে কাওকে ছোট করা হয়নি। আমার এই টিউনটা আমি ফেসবুকের সব ইউটিউব গ্রুপেই টিউন করব। কেও আঘাত পেলে একান্তই আপনার বেক্তিগত ব্যাপার। আমার কাজের সময় নষ্ট করে অনেক বানান ভুল করে এই টিউনটা লিখলাম, আমার যুক্তি গুল কার ভালো লাগলে ভালো, আর ভালো না লাগলে "তাল গাছটা আপনার"।
আর হয়ত কিছু বোকা মানুষ বলবেন '" টিউন টা যিনি লিখেছেন তিনি হয়ত Adult নিয়ে কাজ করেন। তাদের ছোট একটা জ্ঞান দেই, YouTube রিপোর্ট করার জন্য Adult ছারাও আরও অনেক কিছু বিষয় আছে। Adult নিয়ে আমার কোন Pain নাই, আমার পেইন YouTubeকে নিয়ে। YouTube নিয়ে বারাবারি বন্ধ করুন। গুগল মামা সুজোক দিয়েছে কষ্ট করে Earn করুন। কোন পীরসাহেবের কথায় নাচবেন না, নিজের Brain খাটায় কাজ করুন। গুগল মামা মাথার ওপর থেকে হাত সরিয়ে নিলে কোন পীরসাহেব আপনাকে তার পকেট থেকে টাকা বের করে দিবে না। দেশের মানুষের জন্য, আপনার জন্য, আমার জন্য আমাদের ভবিষ্যৎ মার্কেটারদের জন্য একজন অন্য জনের সাথে কাদা ছিটা ছিটি না করে, মন দিয়ে নিজের কাজ করুন।
টিউন টি ভালো লাগলে শেয়ার করুন
ধন্যবাদ।

youtube এ কাজ করতে হলে আপনাকে যা যান্তে হবে

ইউটিউব এ কাজ শুরু করতে হলে আপনাকে যে বাপার গুলা মাথায় রাখতে হবেঃ
১ আপনি কি নিয়ে কাজ করবেন অথবা আপনি কনটা ভাল পারেন সেটার একা লিস্ত করেন
২ একটা নিস নিয়া পরে থাকলে হবেনা (আপনি যা নিয়া কাজ করবেন সেই সাবজেক্ট কেই নিস বলে)
৩ আপনাকে কী ওয়ার্ড কী ওয়ার্ড রিসার্চ করতে হবে
৪ কোন কী ওয়ার্ড এর সার্চ কেমন হয় প্রতি মাসে সেটা দেক্তে হবে
৫ সেই কী ওয়ার্ড এর সিপিসি কামন?
৬ ভাল একটা কী ওয়ার্ড নিয়া আপনার নিস রেডি করতে হবে
৭ ফটো এডিট জানতে হবে হালকা
৮ ভিডিও এডিট জানতে হবে
৯ আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপ থাক্তেই হবে
১০ মোটামটি ভাল ইন্টারনেট থাকতে হবে
১১ কাজ সুরু করার সাথে সাথেই ইনকাম হবে এমন চিন্তা থাকলে ইউটিউব আপনার জন্য না
১২ অন্নের ভিডিও কপি করা যাবে না
১৩ অন্নের মিউজিক নেওা যাবে না
১৪ ইউটিউব এর গাইড লাইন ফলো করতে হবে
১৫ আপনি চাইলে নিজে ভিডিও করে কাজ করতে পারেন অথবা স্লাইড মেক করে কাজ করতে পারেন
১৬ একটা মাইক্রোফোন থাকলে খুব ভাল তাহলে নিজের ভয়েয ব্যাবহার করতে পারবেন
১৭ মোটামটি ১০০ ভিডিও এর হবার আগে ইনকাম এর কথা চিন্তা করবেন না, হতাস হবেন না, ৫০ টা ভিডিও হলে তখন আপনার রেগুলার ইনকাম সুরু হয়ে যাবে
১৮ আপনি রেগুলার যে মেইল ব্যবহার করেন সেটা দিয়ে কখন ইউটিউব এ কাজ করবেন না ,
অ্যাডসেন্স এবং চ্যানেল এর জন্য আলাদা মেইল দিয়ে কাজ করবেন
১৯ সোশাল মিডিয়া তে অ্যাকাউন্ট খুলতে হবে যেমন মেদিউম,গুগুল প্লাস, টুইটার, দিগ, লিংকদিন,ব্লগার,রেডিড, তাম্লার, পিন্তারেস্ত
২০ চ্যানেল হতে পারে অনেক গুলা কিন্ত অ্যাডসেন্স একটাই হবে তাই অনেক সাবধানে কাজ করতে হবে , কন ভাবেই ইউটিউব এর রুস ব্রেক করা যাবেই না ।

youtube থেকে চলে গেল এডসেন্স বাংলাদেশ থেকে. youtube .!youtube এ কাজ করার কথা ভাবছেন বাদ দেন

চলে গেল এডসেন্স বাংলাদেশ থেকে...!

সময়টা ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারী। সবাই হয়তো ভালবাসার মানুষটির সাথে এই দিনটি উদযাপনে ব্যাস্ত | কিন্তু রাতে শুনলেন গুগল এডসেন্স বাংলাদেশ থেকে চলে গেল |
=====>>>>>
গুগলের পার্টনার শিপ বাংলাদেশ থেকে বন্ধ করে দেয়া হল | অবিশ্বাস্য হলেও এইটাই সত্যি হতে যাচ্ছে | কতিপয় বাংগালির জন্য পুরো বাংগালি জাতির ক্ষতি হচ্ছ | বাংগালি হিসেবে জন্ম নিয়ে নিজেকে অপরাধী মনে হচ্ছে | কারণ এদেশের শতকরা ৮০ ভাগ মানুষ জন্ম গ্রহণ করে কপিরাইট এর চিন্তা মাথায় নিয়ে |
--------------------------
এই জন্যই তো গুগল আমাদের স্পামার বলে ডাকে | ইউটিউব রেংকিংয়ে আমরা স্পামিংয়ে ২ য় অবস্থানে আছি | কথায় আছে না একদল অশিক্ষিত গরু কে যদি ক্ষেতের মধ্যে প্রবেশ করতে দেয়া হয় তাহলে পুরা ক্ষেতের ধান নষ্ট হয়ে যাবে | আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও টিক একই রকম হচ্ছে....!
-----------------------
ভাবতেই অবাক লাগে ইউটিউব এর প্রতিষ্টাতা একজন বাংগালি হয়ে ও বাংগালিকে মনিটাইজ এর অনুমতি দেয়া হচ্ছে না | কেনই বা দিবা আমরা অনেক মহৎ জাতি তাই না...!
==================
কয়েক প্রকার বাংগালি আমি দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে....
*
==>>এক দল আছে ইউটিউবে যারা ভিপিএন দিয়ে ক্লিক করে টাকা আয় করে | কি বলব তাদের মুখের ভাষা নষ্ট করছি না....!সবচেয়ে খারাপ দল এটি পারেনা নিজে কিছু করতে অপরদিকে আরেকজনের ভাত ও নষ্ট করে দিচ্ছে....
------------
==>>আরেক প্রকার বাংগালি আছে যারা এক টাইটেল দিয়ে অন্য একটা ভিডিও আপলোড দিবে...নাহলে একটা ছবি দিয়ে পুরো ২ ঘন্টা চালায় দিবে...এদের কে বলা হয় স্পামার | এক নম্বর দল আর এই দল ভাই ভাই...তাই নতুন করে কিছু বলছি না
============>>>>>>
---------
==>>এই ধরনের লোকজন কোন ভিডিও ইউটিউবে ফেমাস হলে তা নিজের চ্যানেলে আপলোড কিরে দিবে কোন প্রকার ইডিটিং ছাড়া | একজন ৪ ঘন্টা কষ্ট করে ভিডিও টা বানাল আর এরা ৪ মিনিটে ভিডিও টা ডাউনলোড করে আপলোড করে দিল |
--------------------
=>> এই ধরনের লোক জন কারো ভিডিও কপি না করলেও টিভি চ্যানেল থেকে ভিডিও আপলোড করে রেকর্ড করে | আর কোন চ্যানেল ফেমাস হলে তার মত চ্যানেল বানাবে | নিজের প্রতিভাকে কাজে লাগাবে না |
----------------------------
===========
আমাদের এত বৈশিষ্ট্য থাকার পরেও ইউটিউব কেন
আমাদের মনিটাইজ করার অনুমতি
দিবে বলুন |
বিদেশী যারা আছে অস্ট্রেলিয়া আমেরিকা তারা নিজেরা না খেয়ে থাকবে তারপরো
অন্যজনের কোন কিছু চুরি করে না |
আমি নিজে এমন একটা
চ্যানেল দেখেছি যিনি ইউটিউবে ৭ বছর চ্যানেল খুলে মোটে ১৪ ডলার আয় করেছে তারপরো উনি অনেক হ্যাপি কেন জানেন কারন উনি নিজের প্রতিভা দিয়ে ১৪ ডলার আয় করেছেন | তিনি কোন দিন একটা ভিডিও কপি করে আপলোড দেন নাই....আমি স্যালুট জানাই তাকে | তার সততার জন্য |
===========
আপনি নিজেও চেষ্টা করেও দেখিয়েন নিজের প্রতিভা দিয়ে আয় করতে | নিজেকে অনেক গর্বিত মনে হবে |
আমরা এমন একটা জাতি যারা দাত থাকতে দাতের মর্যাদা বুঝি না...
......
আসলে ইউটিউব কি ………
==>> ইউটিউব এমন একটা মার্কেট প্লেস যেখানে ২-৩ মাস কাজ করে ২০-৩০ হাজার টাকা আয় করা যায় | ১ বছর কষ্ট করলে ১ লাখ টাকা মাসে অনায়াসে আয় করা যাবে |
==>> ইউটিউব এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি বসে থাকলেও আপনাকে টাকা দেয়া হবে আপনার কাজের জন্য | কোন ঘন্টা মাফিক কাজ করতে হয় না |
==>> এটা এমন একটা মার্কেট প্লেস যেখানে পৃথিবীর সব মার্কেট প্লেসের তুলনায় খুব দ্রুত টাকা আয় করা যায়...
==>> আপনি এখানে কাজ করবেন পুরাই বিনোদনের সাথে কারণ পৃথিবীতে এমন কোন বান্দা পাওয়া যাবে না যিনি ক্যামেরা সামনে কাজ করতে পছন্দ করেন না
==>> এই মার্কেট প্লেসে কাজ শিখতে আপনার বাইরে কোথাও যেতে হবে না। ইউটিউবে সবকিছু পাওয়া যায় | শুধু একটু সার্চ করতে জানতে হয় |
==>> এইখানে কোন সার্টিফিকেট লাগে না | যে একটু মাথা কাটায় কাজ করবে সে বেশি টাকা আয় করবে | ছোট বড় কিছু যায় আসে না | আপনি কতদিন ইউটিউবে কাজ করছেন সেটাতে কিছু যায় আসে না | একটু রিসার্চ করে কাজ করলে অনেক বেশি টাকা আয় করা যায় |
=============
এত কিছুর পরেও ইউটিউব আপনারর কাছে কি চাই জানেন একটু সততা | একটু কষ্ট | নিজে কষ্ট করেন | আরেক জনের কষ্টের টাকা আপনাকে দিবে না | পৃথিবীর
সবচেয়ে কঠিন কাজ টাকা আয় করা | আর তার জন্য তো একটু কষ্ট করতে হয় | একবার চিন্তা করিয়েন তো ১৫ হাজার টাকার একটা চাকরীর জন্য ১৫ বছর চাকরী করতে হয় আর ইউটিউবে কাজ শিখতে কি ১৫ মাস দেয়া যায় না??
=============
আমি জানি উপরের বিষয় গুলা আপনারাও জানেন | হয়ত বিরক্ত বোধ করেছেন লিখা গুলা পড়ে | কিন্ত আমার লিখাগুলা লিখার উদ্দেশ্য ছিল ভিপিএনিস্ট, স্পানার, কপিরাইটযুক্ত ব্যক্তিগুলোকে ইউটিউব এর মর্ম বোঝানোর জন্য |
ইউটিউব এর ভ্যালু আমি লিখে শেষ করতে পারব না | আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি বিশ্বের এক নাম্বার মার্কেট প্লেস বলা যাবে ইউটিউব কে | অন্যান্য মার্কেট প্লেসে কাজ যারা করছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন |
===================
আপনারা কি মনে করছেন ইউটিউব কিছুই বুঝতে পারে না | আমরা বাংলাদেশী হয়ে ও যে মনিটাইজ করি সেটা কী তারা জানে না | অবশ্যই জানে | কারণ আপনি টাকা তুলেন এডসেন্স থেকে |
আর এডসেন্স এর ঠিকানা থাকে বাংলাদেশে |
হয়ত আপনারা বলবেন যে তারপরো ইউটিউব কেন আমাদের মনিটাইজ করতে দেই |
=====>>>>>
-------------------------------
তারাতো এক মিনিটেই আপনার চ্যানেল সাসপেন্ড করতে পারে কারণ আপনি অন্য কান্ট্রি দিয়ে মনিটাইজ করেছেন | তারপরো কেন আপনাকে সাসপেন্ড করে না জানেন কারণ ইউটিউব এখনো বাংলাদেশকে একটু হলে ও ভালবাসে | টানা ৪-৫ বছর তারা কোন গেঞ্জাম ছাড়া তারা বাংগালিকে টাকা দিয়ে গেছে |
--------------------------
কিন্তু আর কত সহ্য
করবে বলুন | আর কতদিন আরেকজনের
ভিডিও কপি করবেন | চলুন না আজকে থেকে কপিরাইট এর চিন্তা বাদ দিই |
আজকে থেকে একটা ভিডিও আপলোড করব | কিনতু গর্ব করে বলব যে ভিডিও টা আমি নিজে বানাইছি |
হাজার ডলার আয় করে লাভ কী সেটাতো চুরি করা টাকা তার চেয়ে কষ্ট করে ১০০ ডলার আয় করি কিন্তু বুক ফুলে বলতে পারবেন আপনি কষ্ট করে টাকা আয় করছেন চুরি করে না | কারো ভিডিও আপলোড করা টাকে তো চুরিই বলা যায় |
--------------
=============
আমরা নিজের কাছে শপথ করি |
=>আমরা ভিপিএন ইউজ করব না |
=> আমরা কারো ভিডিও কারো ছবি কারো অডিও আপলোড দিব না |
=> আমরা স্পামিং করব না |
----------------------
হয়ত অনেকে বলবেন যে আমি পরিবর্তন হয়ে লাভ কী | বাকি ৯৯ জন তো খারাপ?? |
ভাই পরিবর্তন টা না হয় আপনাকে দিয়ে শুরু হোক | এইখানে আমি হিন্দি সিনেমা Jai Ho র লজিক টা বলছি |
আপনি তিনজনকে বলবেন কপিরাইট না করতে আর তাদের কে বলবেন তারাও যেন তিনজনকে বলে কোনদিনো কপিরাইট বা স্পামিং না করতে |
এইভাবে একদিন হয়তো ৮০% লোকই ভাল হয়ে যাবে | হয়ত একদিন বাংলাদেশেও ইউটিউবে মনি টাইজ করা যাবে |
============
>>>>>>>>>>>>
আপনার ছেলে হয়তো বলবে বাবা তোমাদের জন্যই কিন্তু আজকে আমরা মনিটাইজ করতে পারছি | তখন বাংগালি হিসেবে আমাদের ছেলেরা পরিচয় দিয়ে গর্ব বোধ করবে |
লিখা গুলা কেউ পারসোনালি নিয়েন না | কোন ভুল কথা বললে মাফ করে দিয়েন | অনেক কষট নিয়ে লিখা গুলা লিখলাম | কেমন হল কমেন্টে জানাবেন |
========>>>>>
=============
আমি নিজেও একজন কপিরাইটেড পারসন ছিলাম | আমাকে গুগল মামা জেলে পাঠায়ছে | আমার ৪.৫০ লাখ টাকা নষ্ট হয়ে গেছে এই মাসে |
বিশ্বাস করেন ৪.৫০ লাখের কষ্ট আমার হচ্ছে না | বরং আনন্দ হচ্ছে কারণ আমি একজন সৎ ইউটিউবার | আমি নিজেকে বদলে ফেললাম | আপনি কি নিজেকে বদলাচ্ছেন আজকে থেকে?? |
========>>>>>
সময় থাকতে সচেতন হোন |
------
আপনি কি বেকার আয় করার কথা ভাবছেন?
১) ফেসবুক থেকে যদি আপনি আয় করতে চান তাহলে এই পোষ্ট আপনার জন্য
পোষ্ট দেখতে ক্লিক করুন /FaceBook
আমাদের গ্রুপ লিংক পেতে ক্লিক করুন Groupe
ধন্যবাদ লিখাটি পড়ার জন্য....

youtube এর কিছু কথা দেখে নিন কাজ দিবে

একটা স্টাটাস না দিয়ে পারলাম না। সবাই জানেন শেয়ার মার্কেট নষ্টের কারন। হড়ে গড়ে রিকশাওয়ালা ভ্যানওয়ালা টাকার লোভে শেয়ার ব্যবসায় ডুকছিল কিছু না জেনেই। পরে শেয়ার মার্কেট খেয়ে গেছিল। আর এখন টাকার লোভে কিছু আবাল পলাপান ঠিক মত ইংরেজি তো দূরে থাক বাংলা লিখতে গেলেও ভুল করে তারা youtube এ ধুকে সব community guidelines ভেঙে ফেলেছে। এরা না বোঝে কোন নিয়ম না কোন কিছু। এখন গুগল মামা পুরা মার্কেট এ খাইয়া দিতাছে। গুগলের উচিৎ live camera'y exam নিয়ে ইউটিউব monitization on করতে দেয়া। তাইলে কোন নিয়ম আর নষ্ট হত না।




Friday, December 23, 2016

youtube থেকে আয় করতে চান পড়ে নিন কিছু আয় করার জন্য কি কি করতে হবে আর কি করতে হবে না।

ইউটিউব এখন এত সহজ হয়ে গেছে যে সিক্স সেভেনের পোলাপাইনও পড়াশুনা বাদ দিয়ে ইউটিউব নিয়ে পরে থাকে। আরে ভাই, অন্তত এসএসসি বা ইন্টার পাশ করেন। গুগলও এজন্য ১৮ বছরের নিচে অ্যাডসেন্স দেয় না।

কিন্তু এখন খুব সহজে ফেসবুক ইউটিউব আর ব্লগে ইউটিউব নিয়ে এত টিউটরিয়াল পাওয়া যায়, এত প্রশ্ন-উত্তর পাওয়া যায়। এটা এক দিক দিয়ে চরম ক্ষতির কারণও হচ্ছে। কারণ এমেচার পোলাপাইন একটা চ্যানেল খুলেই কপিরাইট ভিডিও অথবা সেক্সুয়াল ভিডিও আপলোড শুরু করে।
ভাইরা দয়া করে বাংলাদেশে ইউটিউব এর বাজারটা নষ্ট করবেন না প্লিজ। যাদের ১৮ হয়নি বা অন্তত এসএসসি পাস করেননি বা ইউটিউব সম্পর্কে জানা শোনা একেবারে ক খ লেভেলে তারা প্লিজ ইউটিউব শুরু করবেন না। 
আগে একটা স্টেজে যান। কিছু শিখুন । তারপর ইউটিউব এ আসুন।
আর টিউটোরিয়াল মেকারদের বলবো দয়া করে ভিউ বড়ানোর জন্য বাড়তি লোভ দেখাবেন না। পারলে টাকা ইনকামের বিষয়টি এভয়েড করে টিউটরিয়াল বানাবেন। টাকার লোভে পড়েই সিক্স-সেভের ছেলেরাও সব বাদ দিয়ে ইউটিউবে আসে আর ইউটিউবের রুল বায়োলেড শুরু করে।
বাংলাদেশ অলরেডি ইউটিউবের ব্ল্যাক লিস্টে চলে গেছে। অহরহ চ্যানেল সাসপেন্ড হচ্ছে। খারাপ চ্যানেলের কারণে অনেক সময় ভাল চ্যানেলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে ইউটিউবের মনিটাইজেশন নেই। অন্যদেশের মনিটাইজেশন দিয়ে আমরা টাকা তুলি। কিন্তু এভাবে ইউটিউবের রুল ভঙ্গ করতে থাকলে যে কোন দিন এ দেশ থেকে টাকা তোলাও বন্ধ করে দিতে পারে ইউটিউব!

আপ্নারা যারা কাজ করতে চান তাদের বলছি youtube এ অনেক ভিডিও পাওয়া যায় সেই গুলা দেখে কম পক্ষে ৬-৭ মাস দেখেন দেখে দেখে সেখেন তার পরে কাজ শুরু করেন।
আর একতা কথা সেটা হচ্ছে যদি কেউ দেখায় যে কি ভাবে কপি করতে হয় ভিডিও সেই গুলা দেখবেন না দয়া করে।
আর আমাদের গ্রুপ ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক
https://web.facebook.com/groups/1492185060799007/?ref=bookmarks

Thursday, December 22, 2016

youtube ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট এপ্রুভ লাগবে ? খুব সহজেই নিয়ে নিন

১. প্রথমেই আপনার একটি Gmail Account লাগবে। আপনার সঠিক ইনফর্মেশন দিয়ে একটি Gmail Account তৈরি করে নিন।
২. ইউটিউব.কম গেলে আপনার জিমেইল এর নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যাবে। এখন প্রথম কাজ শেষ। এখন পরের কাজ-
Advance:
1. Click On Your Avatar>Creator Studio>Channel>Advanced এ যান। আপনার Country বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট্‌স এ পরিবর্তন করুন।
2. Channel>Status and Features এ আপনার চ্যানেল ভেরিফাই করুন।
3. Enable Monetization. স্টেপসগুলো অবলম্বন করে Enable করে নিন।
4. ১৫ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করার জন্য Longer Videos Enable করে নিতে পারেন।
5. Channel>Monetization>How will be i get paid এ ক্লিক করুন। স্টেপসগুলো অবলম্বন করুন এবং আপনার সঠিক বেক্তিগত ইনফর্মেশন দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিন।
এখন আপনার নিজের ভিডিও বানান এবং তা মনেটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করুন।
বিঃদ্রঃ অ্যাডসেন্স এ অ্যাপ্লাই করার আগে ২-৩টা Unique ভিডিও আপলোড করে নিলে আপনার আপ্প্রভ পেতে কোন সমস্যা হবে না।

 কিভাবে এই আয় বাড়াবেনঃ

  1. ভিডিওটির বর্ণনা দেয়াঃ নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে ভিডিওটি সম্পর্কে তার নিচে বর্ণনা দিয়ে দেবেন। তাহলে YouTube সহজে আপনার ভিডিওটি সম্পর্কে ধারনা পেয়ে যাবে। এতেকরে YouTube নির্ধারিত টপিক অনুযায়ী ভিজিটদের কাছে ভিডিওটি পৌছে দেবে।
  2. নিয়মিত ভিডিও তৈরীঃ নিয়মিত নিত্য নতুন ভালমানের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনার Channel টির Viewer বাড়তে থাকবে। আর Viewer বাড়া মানেই হচ্ছে আপনার আয় বেড়ে যাওয়া।
  3. ভিডিও শেয়ার করাঃ ভিডিও পাবলিশ করার পর বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন-ফেইসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সাইটগুলিতে আপনার ভিডিও শেয়ার করতে পারেন।
  4. ব্যাক লিংক তৈরীঃ আপনি যে বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও তৈরী করছেন এরকম অন্য জনপ্রিয় সাইটগুলিতে আপনার ভিডিওটির লিংক দিয়ে দিতে পারেন। এতে করে সেখান থেকেও আপনার সাইটে প্রচুর ভিজিটর পেয়ে যাবেন।
শেষ কথাঃ যেহেতু YouTube হচ্ছে Google কোম্পানির একটি অংশ, সুতরাং আপনি চাইলে এখান থেকে আপনার পরিশ্রম কাজে লাগিয়ে বিশ্বস্ততার সাথে টাকা উপার্জন করতে পারেন। এর সব চাইতে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোন প্রকার Domain ও Hosting কোনটাই কিনতে হচ্ছে না। তাছাড়া YouTube এর মাধ্যমে খুব সহজেই Google AdSense অনুমোদন পাওয়া যায়। কাজেই আমার মনেহয় এটিই হচ্ছে অনলাইন থেকে টাকা আয় করার সবচেয়ে সহজ, ফ্রি এবং বিশ্বস্ত একটি উপায়।

আপনাদের জন্য আরো একটা খবর আছে সেটা হচ্ছে আপনারা ফেসবুক থেকেও আয় করতে পারেন তাই বিস্তারিত দেখতে  ক্লিক করুন

১) Facebook , Twitter ও Google+ একাউন্টের মাধ্যমে আয় করার নিয়ম খুব সহজে 
২) ফেসবুক থেকে আয় করতে হয় কি ভাবে একটু দেখে নিন


আর কিছু যানার থাকলে ফেসবুক থেকে যেনে নিতে পারেন। Brandon Austin
আমাদের ফেসবুক গ্রুপ লিংক

youtube থেকে আয় করতে চান তাহলে এইটা আপনার জন্য দেখে নিন ১৫ টি টিপস না জানলে মিস করবেন

প্রথমত যা লাগবেঃ

১. Screen Video Recording Software

ভিডিও রেকর্ডিং সফটওয়্যার হিসেবে আমি Suggest করব আপনাদের Camtasia ব্যবহার করার জন্য। আমি নিজেও Personally এটা ব্যাবহার করি। Screen Video Recording সহ বেসিক লেভেলের এডিট করা যায়।

২. Video Editing Software

শুরুর দিকে এডিটিংও Camtasia দিয়েই করতে পারেন। এছাড়া এর চেয়ে ভালো এডিটিং এর জন্য Windows Movie Maker রয়েছে। Advance Editing এর জন্য Adobe Premiere Pro এবং Adobe After Effects সবচেয়ে ভালো হবে।

৩. Photo Editing Software

বিশেষ করে Thumbnail তৈরি করার জন্য একটি Photo Editing Software দরকার। Photo Editing এর জন্য Adobe Photoshop এর জুরি নেই।

৪. ক্যামেরা

ক্যামেরা থাকতেই হবে এমন কোন কথা নেই। কিন্তু ভিডিও এর আরো মান বাড়ানোর জন্য ক্যামেরা ব্যাবহার করা সবচেয়ে ভালো। একজন ভিউয়ার একটি ভিডিওতে একজন মানুষের শুধু কথার তুলনায় তার চেহেরা সহকারে বর্ণনাকে বেশি বিশ্বাস করেন। তাই এর ফলে খুব দ্রুত আপনার Subscriber ও ফলোয়ার বাড়বে।

৫. একটি ইউটিউব চ্যানেল

এরপর শুধু একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন। ইউটিউব চ্যানেল তৈরি করতে আপনাদের এই ডকুমেণ্টটি সাহায্য করবে, http://reactworldcontry.blogspot.com/2016/12/youtube_22.html

৬ Advance Part:

এইসব উপকরণ নেয়া হয়ে গেলে এরপর কোমর বেধে মূল কাজে নেমে পড়ুন।

৭ আকর্ষণীয় চ্যানেলের নাম

চ্যানেলেরটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলের নাম ভালো না হলে আপনার চ্যানেল সেরকম কোন ভালো পর্যায়ে যাওয়ার আগেই ভেঙ্গে পড়তে পারে। সবার থেকে আলাদা নাম রাখুন। যার নামে এর আগে কোন চ্যানেল তৈরি হইনি। না পেলে সময় নিন, ধীরে সুস্থে ভাবুন। এমন চ্যানেলের নাম রাখুন যা মানুষের জন্য কিছু অর্থ রাখবে এক কথাতেই আপনার পুরো চ্যানেলের বিষয় বৈশিষ্ট্য ফুটিয়ে তুলবে।
কখনই চ্যানেলের নাম কিওয়ার্ড এর সাথে পুরোপুরি মিলিয়ে রাখবেন না। এতে আপনার তেমন কোন বেশি একটা লাভ হবে না।
আমার একটা চ্যানেল আমার নির্দিষ্ট কিওয়ার্ড এর নাম দিয়ে বানানো হয়েছিল। ঐটার সাবসক্রাইবার এখন বর্তমানে 400+। এই একই কিওয়ার্ড এর সাথে সামঞ্জস্য রেখে আপনার আর একটি চ্যানেলের একটি Unique নাম রেখেছিলাম। বর্তমানে সেখানে এখন 7000+ Subscriber আছে। সুতরাং বুঝতেই পারছেন এটি আপনার চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

৮ অনন্য

চ্যানেলের কভার, Profile Picture, Description, Home Customization অবশ্যই উন্নত করে রাখবেন। যাতে চ্যানেলের নাম এবং এর প্রতিটি বস্তু একে অপরের সাথে সম্পূর্ণভাবে খাপ খায় এবং সুন্দর দেখায়।

৯ প্রচুর ভিডিও

ভিউ নেই বলে থেমে যাবেন না। ভিডিও আপলোড করতে থাকুন এবং কিন্তু তা অবশ্যই ভালো মানের ভিডিও হতে হবে।

১০ সময় নষ্ট করবেন না

ভিডিও তৈরির প্রতিটি সেকেন্ডই মূল্যবান সেকেন্ড সময়ই মূল্যবান। কখনই একটি সেকেন্ড এর জন্যও আপনার ভিউয়ারসদের বিরক্ত হতে দিবেন না। একটুখনের জন্য তারা বিরক্ত হয়ে গেলেই তারা বাউন্স করবে। বাউন্স রেট 70% এর নিচে থাকলেই তা নেগেটিভ হিসেবে ধরা হয়।

১১ Social Media এর সঠিক ব্যাবহার

বর্তমানে আধুনিক জীবনে মানুষ Google, Youtube থেকে আরো বেশি Facebook, Twitter, Instagram ইত্যাদি সোশ্যাল মিডিয়া বেশি চালায়। তাই অবশ্যই প্রতিটি সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যান পেজ তৈরি করুন। ঐখান থেকে আপনার চ্যানেলের ব্রান্ডিং করুন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এটি অ্যাডসেন্স তাই নিজের অফিশিয়াল পেজ ব্যতীত অন্য কোন জায়গায় পোস্ট দেয়া থেকে বিরত থাকুন।

১২ ভিডিও প্রকাশ করার সঠিক সময়

একটি নির্দিষ্ট সময় চ্যানেলে ভিডিও ছাড়লে Audience এর সর্বচ্চ Engagements পাওয়া যায়। এর ফলে সাধারন ভিউ থেকে শতকরা 40%+ এর চেয়ে বেশি ভিউ পাওয়া সম্ভব।
চ্যানেলের ভিউয়ারস এর স্থান, ভাষা ও ইন্টারেস্ট এর উপর এই সময় নির্ভর করে। উদাহরণ হিসেবে আমার চ্যানেলের কথা বলি, আমার চ্যানেলের বেশিরভাগ ভিসিটর US, Canada এবং India থেকে আসে। তাই আমি আমার বেশিরভাগ ভিডিও প্রতি সাপ্তাহের রবিবার একটি ও মঙ্গলবারে আর একটি ভিডিও পাবলিশ করি এবং Extra সময় পেলে শুক্রবারে আর একটি ভিডিও ছাড়ি।
এভাবে আপনিও আপনার নির্দিষ্ট সময় নির্বাচন করে নিতে পারেন।

১৩ সঠিক ভিডিও SEO

চ্যানেলের পপুলারটির 60%+ নির্ভর করে ভিডিও এস.ই.ও এর উপর। ভিডিওতে ভালো ভিউ আনতে হলে অবশ্যই ভালো SEO করতে হবে। বাকিসব কন্টেন্ট এর কোয়ালিটির উপর নির্ভরশীল।

১৪ Thumbnails

ইউটিউব এর ভিডি দেখার আগে ভিউয়ারস তার Thumbnail দেখে বিবেচনা করে সেই ভিডি দেখে। এই Thumbnail সে সর্বচ্চ ১-২ সেকেন্ড দেখে থাকে(আমি এই সময়ই দেখি :P)। এই ১-২ সেকেন্ডে যার Thumbnail যত ভালো হয় তত ভিউ পড়ে। তাই Thumbnail যত ভালো হবে ভিউ তত বেশি পড়বে। Thumbnail বানাতে Adobe Photoshop এর সাহায্য নিতে পারেন।
১৫ Secret Tips
এখন প্রশ্ন হতে পারে যে, “রাঙ্কিং এ তো সবার শুরুতে First Viewers পেতে হয়। এই First Viewers পাব কোথা থেকে? শত SEO করেও তো পারছি না।” এর জন্য আপনাদের জন্য বিশেষ Tips। এটি হচ্ছে “COMMENTS”। অন্য একই টপিক রিলেটেড ভিডিওতে গিয়ে কমেন্ট করুন। কিন্তু আপনার ভিডিও এর লিঙ্ক দিয়ে স্প্যাম কমেন্ট নয়। মানসম্মত কমেন্ট লিখুন। যেমন Nice, Awesome, I like this video, Thank u for the tips. একটি মান সম্মত উদাহরণ এমন হতে পারে, Your video is really helpful. Hope my  videos can also help people like that. 😉 কিন্ত এমনি যে লিখতে হবে এমন কোন কথা নেই। অনেকেই এমন করতে গিয়ে স্প্যাম কমেন্ট করে ফেলে। তার থেকে শুধু “Very helpful, thanks” লিখে দেয়াটাই ভালো।
এর ফলে যখন ঐ ভিডিও যখন কোন মানুষ দেখতে যাবে, তখন আপনার চ্যানেলের কমেন্ট দেখবে। অফিশিয়াল নাম এবং Profile Picture তাকে ঐ চ্যানেলে কি আছে তা দেখতে উৎসাহিত করবে। এতে আপনার নিজের বিনোদনও হবে আর কাজও হবে 😛
১৬ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
ভিডিও এর মানের উপর আর কোন ঔষুধ নেই। ভিডিও এর মান ভালো হলে একবার Top 20 ranking এ আসতে পারলে ইনশাল্লাহ উপরে উঠতে আপনাকে কেউ থামাতে পারবে না।

ইউটিঊব হচ্ছে এমন একটা মার্কেট প্লেস যেখানে খুব সহজে হাজার হাজার টাকা আর্ন করা যায় কিন্তু আমরা নিজেরাই সেই মার্কেট প্লেসটা নিজেই নষ্ট করতেছি । এক জন আর একজনের ভিডিও Copy করে আপলোড দিচ্ছি আবার বাংলাদেশিরাই বাংলাদেশিদের Copright claim করতেছি । আর Google এর কাছে বাংলাদেশের নাম পঁচাইতেছি । এখন অনেকে বলবেন ভাই আমি তো আমার চ্যানেলে India দিয়ে Monetization করছি । Google কি এতই বোকা যে যা বুঝাবেন তাই বুঝবে । আবার আর এক দল বাংলাদেশি ইউটিউবার আছে যারা VPN দিয়ে নিজেই নিজের Ad এ ক্লিক করে । self ক্লিকিং করে । Google চ্যানেল Suspended করলে Google এর ১৪ গুষ্টিরে গালি দেন ।এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্য Google বাংলাদেশে Adsense বন্ধ করে দিবে । ভাই এগুলা বাদ দিয়ে unique ভিডিও নিয়ে কাজ করেন Google আপনাকে সারা জীবন টাকা দিয়ে যাবে। আর তখন নিজেকে একজন ইউটিউবার হিসেবে পরিচয় দিতে পারবেন ।
--------------------------------------------------------------------------------------------------------------------------
আপনাদের জন্য আরো একটা খবর আছে সেটা হচ্ছে আপনারা ফেসবুক থেকেও আয় করতে পারেন তাই বিস্তারিত দেখতে  ক্লিক করুন

১) Facebook , Twitter ও Google+ একাউন্টের মাধ্যমে আয় করার নিয়ম খুব সহজে 
২) ফেসবুক থেকে আয় করতে হয় কি ভাবে একটু দেখে নিন


আর কিছু যানার থাকলে ফেসবুক থেকে যেনে নিতে পারেন। Brandon Austin
আমাদের ফেসবুক গ্রুপ লিংক


আমাদের ফেসবুক গ্রুপ লিংক








NTV MARCEL হাসো SEASON-4 থেকে ফারহান ও ইয়াছিন মোড়ল সাথে আছে আরো একজন। যদি আপনারা আসতে চান চলে আসুন এই খানে এদের কাছে

আপনাদের কে যাদের নাম যানাইতে চাচ্ছি তারা হচ্ছে ফারহান ও ইয়াছিন মোড়ল আর সাথে আছে আমান উল্লাহ।
ফারহানের জীবনের কিছু কথা

ছোট কাল থেকেই নাকি সে একটু দুষ্ট প্রকিতির ছিল। তাকে যখন দেখেছি তো দেখলাম সে কখন চুপ চাপ ঠান্ডা হয়ে বসে থাকতে পারে না। ফার হানের জীবন যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে তার নড়া চড়া শুরু হয়ছে এখন পর্যন্ত চলছে। তাকে না দেখলে বুঝাই যাবে না যে একটা মানুষ এতোটা লাফালাফি দাপাদাপি করতে পারে। সে কেবল মাত্র ইন্টার পড়া শেষ করছে আর সে তখন চিন্তা করল বসে থেকে কি করবে জীবনে তো কোন ভাল কাজ করিনা তো এই বার একটা ভালো কাজ করব,তো সে ঠিক করল বাংলাদেশের NTV মার্সেল সিজেন হাসোতে নাম দিবে তো আর দেরি কেন যেই চিন্তা সেই কাজ যেয়ে অডিশন দিল আর চান্স পেয়ে গেল। তাকে দেখে যদিও মোটা মনে হচ্ছে কিন্তু সে আসলেই মোটা না তার এই শরীরের ভিতরে আছে শুধু মানুষ হাসানোর কথা বা জোক্স। সে আমাদের এলাকাই আসছিল তো তার সাথে অনেক কথা বললাম , কথা বলার সময় আমি যেই প্রশ্ন করি সে এমন ভাবেই উত্তর গুলা দ্যায় যেন মনে হচ্ছে মুখথেকে হাসির ঝুড়ি বের করছে।

এইবার চলুন আর এক জনের কথা যানি।

এই ছেলের নাম আমান


এই ছেলেটা ছোট কাল থেকেই সুধু অভিনয় করত। যার কাছে কোন হাসির কথা শুন্ত সাথে সাথে সেই কথাটার অভিনয় করত। তার ইচ্ছা ছিল নাকি ছোট কালে সে দিলদারের মত অভিনয় করা শিখবে মানুষ দের হাসাবে। ইচ্ছা নিয়ে সে বড় হচ্ছে দিন দিন সে অভিনয় করা শিখে গেল আর সাথে সাথে সে অনেকের ফানি ভিডিও দেখত আর অডিও শুন্ত । আর তাদের গ্রামে যদি কোথাও কোন অনুষ্টান হত তাহলে সে নাম দিত যে ভাই আমি আপনাদের মঞ্চে অভিনয় করব বা জোক্স করব। এই ভাবে সে আস্তে আস্তে সবার পরিচিত মুখ হয়ে গেল। তার পরে সে নাটক করা শুরু করল। তার পরে আস্তে আস্তে সে সব যায়গায় যেতে শুরু করল। সে যখন মুখদিয়ে কোন ভাল কথা বলবে তখন আপনি মনে করবেন সে কোন ফান বলছে। তার চেহারা দেখলেই কেমন হাসি পাই। সে যখন মঞ্চ উঠে দেখে বুঝাই যায় না সে এতটা চঞ্চল। মনে হয় যে সে কিছু পারে না। আর যখন অভিনয় শুরু করে তখন আর দেখে কে? তার কথা মানুষ হাসতে হাসতে কখন যে কান্দন শুরু করে তারা কিছুই বুঝতে পারে না। এই ছেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কতদুর লিখা পড়া করেছেন। সে বলে ভাইরে খুব কষ্টে SSC তে অনার্স শেষ করে এই বার ডাক্তারিতে ভর্তি হয়ছি। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে SSC তে অনার্স? তো সে বল্ল ভাইরে আমার ব্রেন খুব কাচা আমি ৪ বারে পাশ করেছি।
আর এখন ডাক্তারি পড়ছি। আর আমার টাইটেল আছে এখন M.B.B.S ।আমি বললাম ভাই পড়ছেন ডাক্তারি তো আপনার পদবি কি করে M.B.B.S হল। সে বলে ভাই সোনেন M=মা B=বাবার B=বেকার S=সন্তান (মা বাবার বেকার সন্তান) এই হচ্ছে তার কথা ধরন।

এই বার আসেন এদের আর একজনের কথা যানি
নাম ইয়াছিন মোড়ল

এই ছেলের কথা আর বেশি কিছু বলার নাই। তার পরে ও বলি ছেলেটাকে দেখলে মনে হচ্ছে দুধ দিয়ে ধোয়া তুলশি পাতা। কিন্তু আসলে তা না ।ছেলেটা যতটা নরম ততটাই গরম । তার ঐ সুধর চেহারা যেই চোখ দেখা যাচ্ছে ঠিক তার নিছে দেখা যাচ্ছে তার নাক আর নাকে নিছে আছে কিছু পরিমান পশম আর পশমের নিচে যেই ঠোট দেখা যাচ্ছে এই ঠোট দুই টা যখন আলাদা করবে তখন মনে হবে যে সে স্যালো ম্যাশিন চালু করছে। আমি বুঝতেই পারিনা যে মানুষ এত কথা কি করে বলে। আর এই স্যালো যখন চালু হবে আপনাদের অনুষ্ঠান ক্কখন শুরু করেছেন তা কেউ মনে রাখতে পারবেন না। আর এইটাও আপনাদের মনে থাকবে না যে আপ্নারা আজ আসছেন এদের কোন অনুষ্টাঠান দেখতে। আমি এটা বলতে পারি। এদের অনুষ্ঠানে আনলে  আপনাদের অনুষ্ঠানের কিছু অপূর্ন থাকবে না। আর যা কিছ থাকবে সব কিছু এরা কথা দিয়ে পুর্ন করে দিবে। এদের দেখে আসলেই কিছু শিখা যায়।

এদের কে যদি আপ্নারা চান তাহলে এদের সাথে কথা বলবেন আপনাদের যে কোন সাংস্কৃতি অনুষ্ঠানে
এরা যেতে রাজী।এদের সাথে যোগাযোগ এর মাধ্যম নিছে দেওয়া হ্লো
আমান=>            ০১৯৯৭২৬০০০১
ইয়াছিন মোড়ল=>০১৯৯০৫৫৬৫৩৩
ফারহান=>          ০১৯৪৮১৫৭৯৭৮
রবিউল ইসলাম=> ০১৯৪০০৩৮২০২
ফেসবুক আইডি এদের
আমান= Brandon Austin
ফারহান= F Rz Fahan
ইয়াছিন মোড়ল=  Yeasin Morol
আর একটা কথা এদের সকলের বাড়ি খুলনাতে।
আর আপ্নারা আমার গ্রুপ থেকে একটু ঘুরে আসবেন। গ্রুপ




Thursday, December 15, 2016

দেখে নিন youtube এ কাজ করতে হয় কি ভাবে

ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটারের সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও Editing এর মাধ্যমে ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড। তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালো মানের হতে হবে। কারও কোন ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে পেসে যেতে পারেন।
বাংলাদেশ থেকে কি আয় করা সম্ভবঃ
এ বিষয়টি নিয়ে লেখার আগে আমি অনেক বাংলা সাইট Research করে দেখেছি। বিভিন্ন জন তাদের সাইটে বিভিন্ন চাতুরীর কথা লিখেছেন যে, কিভাবে বাংলাদেশ হতে YouTube এর মাধ্যমে টাকা উপার্জন করতে হয়। আসলে YouTube এর মাধ্যমে এখনো বাংলাদেশ থেকে টাকা উপার্জন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশে এখনো YouTube Monetization সাপোর্ট দিচ্ছে না। সে জন্য যে যতই চাতুরীর কথা বলুক না কেন সাধারণ কোন Channel দিয়ে ইউটিউব থেকে টাকা উপার্জন করা অাদৌ সম্ভব নয়। তবে আপনি যদি আপনার YouTube Channel টিকে ভালমানের একটি Channel হিসেবে YouTube এর কাছে প্রমান করতে পারেন তাহলে YouTube আপনাকে তাদের নিজে থেকে Monitization এর জন্য অফার করবে। কেবল তখনই আপনি বাংলাদেশ থেকে YouTube এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারবেন।
কিভাবে এই আয় বাড়াবেনঃ
ভিডিওটির বর্ণনা দেয়াঃ নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে ভিডিওটি সম্পর্কে তার নিচে বর্ণনা দিয়ে দেবেন। তাহলে YouTube সহজে আপনার ভিডিওটি সম্পর্কে ধারনা পেয়ে যাবে। এতেকরে YouTube নির্ধারিত টপিক অনুযায়ী ভিজিটদের কাছে ভিডিওটি পৌছে দেবে।
নিয়মিত ভিডিও তৈরীঃ নিয়মিত নিত্য নতুন ভালমানের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনার Channel টির Viewer বাড়তে থাকবে। আর Viewer বাড়া মানেই হচ্ছে আপনার আয় বেড়ে যাওয়া।
ভিডিও শেয়ার করাঃ ভিডিও পাবলিশ করার পর বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন-ফেইসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সাইটগুলিতে আপনার ভিডিও শেয়ার করতে পারেন।
ব্যাক লিংক তৈরীঃ আপনি যে বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও তৈরী করছেন এরকম অন্য জনপ্রিয় সাইটগুলিতে আপনার ভিডিওটির লিংক দিয়ে দিতে পারেন। এতে করে সেখান থেকেও আপনার সাইটে প্রচুর ভিজিটর পেয়ে যাবেন।
Video'র Market বাড়িয়ে দিন
---------------------------------------------------
Video শুধু Youtube-এ রাখলেই হবে ?? না, হবে না ।
পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন । আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন ।
কিছু কার্যকরী টিপস।
---------------------------------------------------
১) Regular ভিডিও আপলোড করবেন ১/২ টা করে ।
২) Tag নির্বাচন করবেন সঠিকভাবে ।
৩) ভিডিও description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ রাখবেন ।
৪) দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন ।
৫) দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন ।
৬) Camera ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে যদি নিজেই ভিডিও করেন ।
৭) আপনাকে প্রচুর সময় দিতে হবে ।
কিছু কথা।
---------------------------------------------------
কিছু দর্শক খারাপ মন্তব্য করবেই, এতে ভেঙে পড়বেন না ।
প্রথম প্রথম ভাল আয় হবে না । এতে ভিডিও আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন ?? না, কখনই না।
আপনি যেই কাজ করে সফলতা পেয়েছেন সেটি সবার মাঝে সেয়ার করেন যেন আপনার সাহায্য অন্য মানুষ যেন সফলতার মুখ দেখতে পারেন। আর যদি কেউ আপনার উপকার পেয়ে কেউ উপক্রিত হয় তাহলে মনে রাখবেন সে কোখন আপনাকে অভিশাপ দিবে না বরং সে আপনাকে অনেক দোয়ার বা আশির্বাদ করবেন। যেমন আমি যার যার ভিডিও দেখে শিখেছি আমি চির জীবন তাদের কথা মনে রাখব, এবং মনে মনে এটাই চাইব যেন সে সকলের উপকারে আসতে পারেন।

ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক 
আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ক্লিক করুন Facebook থেকে আয়
আমার ফেসবুক আইডি পেতে  ক্লিক করুন facebook

Wednesday, December 14, 2016

কেনো youtube একাউন্ট সাসপেন্ড করে ? যারা youtube এ কাজ করেন তাদের জন্য! কেনো একাউন্ট সাসপেন্ড করে Brandon

কেনো youtube একাউন্ট সাসপেন্ড হয়? চলুন দেখে নেই। যারা youtube থেকে আয় করতে চান আজকের পোষ্ট তাদের জন্য তুলে ধরা হচ্ছে।

যারা মনে করেন ইউটিউব কোন কারন ছাড়াই আপনার একাউন্ট সাসপেন্ড করে দিয়েছে অথবা মনেটাইজেশন ডিজেবল করে দিয়েছে তাদের উদ্দেশে কিছু কথা।
১-#ট্যাগঃ এমন কোন ট্যাগ দিবেন না যা আপনার ভিডিওতে নেই, সেক্সুয়াল,পর্ণ,থ্রেড ধরনের ট্যাগ কখনই দিবেন না।

২-#বর্ণনাঃ বর্ণনা দিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। যে ধরনের ভিডিও ঠিক তার বিস্তারিত বর্ণনা তুলে ধরুন(অবশ্যই আপনার ভিডিও রেঙ্ক বাড়বে)
অনেকেই বর্ণনা ব্যবহার করেন অনেক বড় আকারে। কিন্তু যা আপনার ভিডিও রিলেটেড না।
যেমনঃ- যারা নিউজ নিয়ে কাজ করেন তারা সব নিউজ চ্যানেলের নাম বর্ণনায় তুলে ধরেন, এটা করা যাবেনা।
যারা মিউজিক/নাটক/সিনেমা নিয়ে কাজ করেন তারা বাংলাদেশের সকল অভিনেতা অভিনেত্রীর নাম তুলে ধরেন বর্ণনায়, সকল নাটক,সিনেমা এবং মিউজিক শিল্পীদের নাম তুলে ধরেন বর্ণনায় । এগুলোই সমস্যার কারন।
এক কথায় আপনার ভিডিওতে নেই এমন কোন বর্ণনা কখনোই উল্লেখ করবেন না।
৩-#টাইটেলঃ-অন্য কোন ভিডিও টাইটেল ব্যবহার করবেন্ না। ইউটিউবের নতুন নিয়মে এটা নিষেধ।


৪-#থাম্বনেইলঃ- স্পষ্ট এবং স্বচ্ছ থাম্বনেইল ব্যবহার করুন। অবশ্যই ভিডিও থেকে থাম্বনেইল দিতে হবে। অন্য থাম্বনেইল দিয়ে সাময়িক ভিডিও ভিউ বাড়ানো যায় তবে সেটা করে বেশিদিন ইউটিউবে টিকে থাকতে পারবেন না।


পর্ণ/কাউকে হেনস্থাকরা এমন কোন থাম্বনেইল দিবেন না।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে পড়ার জন্য।

আমাদের গ্রুপঃ লিংক
যারা ফেসবুক থেকে আয় করতে চান তাদের জন্য ২ টা লিংক
১) ফেসবুক
২) ফেসবুক থেকে আয়

Tuesday, December 13, 2016

ফেসবুক থেকে আয় করতে হয় কি ভাবে একটু দেখে নিন Brandon Austin


আপ্নারা যারা হতাস হয়ে আছেন যে কোন ভাবে আপ্নারা অনলাইনে কাজ করতে পারছেন না তাদের জন্য নিয়ে এসেছি একটি চমত কার সাইড, আর এই সাইডের সাথে আপ্নারা সবাই খুব ভাল করে পরিচিত আর যদি এই সাইড এর নাম যদি আগে কোন দিন না সুনে থাকেন তাহলে আমি বলব আপনার দারা অনলাইন কেনো রেল্লাইনেও কাজ করা সম্ভব না। তো চলুন আমরা সাইডের নামটা একবার দেখি যার নাম FaceBooK তো আপ্নারা সবাই আসা করি এই সাইড ব্যাবহার করেন সুধু মাত্র টাইম পাসের জন্য। আমি কি ঠিক বলছি?
আজ থেকে টাইম পাস হবে আবার পাসা পাশি আয় ও হবে কি ভাবে চলুন দেখি।
প্রথমে আপনাদের একটি একাউন্ট খুলতে হবে আর তাই এই খানে ক্লিক করতে হবে।
তার পরে যেই সাইড আসবে সেই খানে লিখা আছে LOGIN এবং REGISTER এই খানে কিছু করা যাবে না আপনার সোজা পেজের নিচে চলে আসবেন। তো চলুন আমরা পেজের নিচে চলে যাই।
Facebook earn image 1

এই খানে লিখা আছে JOIN LIKESPLANET NOW! তো এই খানে ক্লিক করবেন। তার পরে যেই পেজ আসবে সেটা নিছে দেখে নিন।

এইটা আসবে , এই খানে যেই গুলাতে লাল দেওয়া আছে সেই খানে আপনার সব কিছু দিয়ে পূরন করুন। আর এই খানে আগে যারা একাউন্ট খুলেছে তাদের একটা নাম না দিলে একাউন্ট খুলা যায় না বা আপনি আয় করতে পারবেন না তাই এই খানে আমার নাম দিয়ে দিছি। এই টেবিল পুরন করে ৭ নং ক্লিক করবেন ।



৭ নং এ ক্লিক করার পরে আপনার মেইলে একটা লিংক চলে যাবে তার পরে আপনি ঐ লিংকে ক্লিক করেলেই আপনার একাউন্ট কম্পলিট।
তার পরে আপনি log in করে আপনার একাউন্টে ঢুকবেন তার পরে যেই পেজ আসবে সেই খানে কিছু মেনু আছে যেই খানে লিখা আছে earn points/money এই খানে আপনি আপনার মাউস রাকলে ঠিক এইরাকম একটি মেনু আসবে  যেই খানে লিখা আছে facebook তো আপ্ননি চলে যাবেন facebook>page likes আপনার ফেসবুক টা ওপেন থাকা লাগবে তো একটা লাইক পেজ আসবে আপনি লাইক দিবেন আর আপনার আয় হবে।এই খানে সুধু ফেসবুক না নিচে যত গুলা মেনু আছে সব থেকেই আপনি আয় করতে পারবেন। আর আপনি যদি আপনার রেফারেল বাড়ান তাহলে আপনার রেফারেলে যারা কাজ করছে তাদের ৫০% আপনি পাবেন কিন্তু তাদের যা আয় হয়ছে তাই থাকবে ।

আমরা একটু সহজ হিসাব করি, ধরুন সবাই ১০০ করে টাকা প্রতি দিন আয় করে তো আপনি  ৫০ জনকে দিয়ে কাজ করাচ্ছে তারা সবাই মিলে কাজ করে আয় করল ৫০০০ হাজার টাকা আর আপনি তাদের অর্ধেক পাবেন মানে বিনা কষ্টে ২৫০০ টাকা আর এই খানে আপনি ১৬০ টাকা হলে তুলতে পারবেন। মানে ২ ডলার হলেই আপনি পেপাল বা পেইজ্জার মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আমাদের ফেসবুক গ্রুপ
ফেসবুক  ব্রান্ডন অষ্টিন

আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে যানাবেন আমি আপনাদের একটি ভিডিও টিউটরিয়াল করে দিব যা দেখে আপ্নারা শিখতে পারবেন আর হা এই খান থেকে প্রতিদিন আপনি ৪ ডলার কামাইতে পারবেন।

আপনাদের জন্য আরো একটি সাইড আছে পড়ে দেখতে পারেন এই খান থেকে ও ভালো মানের আয় করতে পারবেন ।
Facebook , Twitter ও Google+ একাউন্টের মাধ্যমে আয় করার নিয়ম খুব সহজে 



Monday, December 12, 2016

youtube সাসপেন্ড হওয়ার কারন দেখি কি কি আছে। Brandon Austin

ইদানীং প্রচুর চ্যানেল সাসপেন্ড হচ্ছে, সকলের এখন মাথা গরম অনেক সখ, সাধনা, কষ্ট দিয়ে দাড় করানো চ্যানেল আজ সাসপেন্ড, অনেকেন হাজার হাজার টাকা সহ সাসপেন্ড, কিন্তু কেন..?
কারনঃ কমিউনিটি রুলস ভায়োলেশন এবং কপিরাইট কেস, বিশেষ করে বাংলাদেশি চ্যানেল হলে অনেক ক্ষেত্রে আপিল করারও সুযোগ দেয় না,
কেন এই সমস্যা এবং কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেই:-
প্রথমত ইউনিক ভিডিও নিয়ে কাজ করতে হবে

ইউনিক ভিডিও কি?
যে ভিডিওটি আপনার প্রফেশনাল ভয়েস অথবা সাউন্ড (যেটা এক ভিডিওতে একবারই ব্যবহার হয়) সেটিই ইউনিক। যেমনঃ গান কোম্পানীর চ্যানেলগুলোতে গান। এখানে সে প্রফেশনাল সিঙ্গার দ্বারা গান গাইয়ে নিচ্ছে অথবা কারো মিউজিক কিনে নিচ্ছে অথবা নিজেই মিউজিক প্রডিউস করছে। আর ভিডিওতে নিজের ক্যামেরায় রেকর্ড করছে। তবে নিজে কোন কিছু ক্রিয়েট না করে (বিশেষ করে ছবি গুগল থেকে নিয়ে) অনেকে দাবি করছে সেই ভিডিও ওনার নিজের এবং ইউনিক। যা একান্তই ভুল ধারনা।

ইউনিকের উপর ইউনিক ভিডিও
এটা হচ্ছে কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি হচ্ছে এমন ভিডিও যেটা গুগলে এক পিসই আছে। সেইম ভিডিও বা ওলোট পালোট করেও কেউ গুগলে আপলোড করলেও ধরা খাবে। কারন আপলোড করলেই অটোমেটিক ইউটিউব ধরে ফেলবে। এই কন্টেন্ট আইডির জন্য এপ্লাই করতে হলে, সেই চ্যানেলে নূন্যতম ২৫টি ভিডিও থাকতে হবে। যার ভিডিও এবং অডিও সম্পূর্নই চ্যানেল মালিকের। এই ধরনের ভিডিও কেউ কপি বা চুরি করে তার নিজের চ্যানেলে আপ করলে, সাথে সাথে কপিরাইট ইনফ্রিগমেন্ট নোটিশ শো করবে। এখন প্রশ্ন আসতে পারে, দেখি অনেকেই এরকম ভিডিও তাদের চ্যানেলে আপ দিচ্ছে। অথচ তাদের চ্যানেলের কিছু হচ্ছে না। উত্তরঃ কেউ কন্টেন্ট আইডি ওয়ালা ভিডিও আপ দিলে মূল মালিকের কাছে নোটিশ যায়। মূল মালিক যদি চায় তাহলে সে কপিরাইট না দিয়ে সেই ভিডিওর রেভিনিউ নিয়ে যায়। (বুদ্ধিমানেরা এটাই করে)। উদাহরনঃ কোরিয়ান সিঙ্গার সাই এর গ্যাংনাম স্টাইল মূল ভিডিও ছাড়াও প্রায় ৪০০০ কপি ইউটিউবে আছে। অথচ সেই ৪০০০ কপির সকল ইনকাম সাই-ই নিয়ে নেন কন্টেন্ট আইডি সুবিধার জন্য।
ফেয়ার ইউজ পলিসি অথবা পাবলিক ডোমেইন
ইউটিউবে অন্যর অনুমিত ছাড়াই তার ভিডিও থেকে থিম নিয়ে ভিডিও তৈরি করা যায়। তবে এটা সবচেয়ে কষ্ট দায়ক কাজ। যেমনঃ ডোনাল্ড ডাক কার্টুনের কোন এপিসোড যদি কেউ ভয়েস চেঞ্জ করে তাহলেও সে কপিরাইট খাবে। ফেয়ার ইউজ মানে হচ্ছে আপনি ডোনাল্ড ডাক কার্টুন থেকে ডোনাল্ড ডাক চরিত্রটিকে নিয়ে আলাদা এবং নতুন ভিডিও তৈরি করতে হবে। বুঝতেই পারছেনএটা সর্ম্পূন কঠিন কাজ। আর পাবলিক ডোমেইন হচ্ছে নেটে কিছু ভিডিও আছে, যেগুলোর লাইসেন্স হচ্ছে পাবলিক ডোমেইন। মানে কোন মালিক নেই। সেই ভিডিও যে যার ইচ্ছামতো ব্যবহার এবং মডিফাই করত পারবে। প্রতিবছর ইউ এস সরকার প্রচুর ভিডিও বা ডিজিটাল কন্টেন্ট সরকারী কাজে ব্যবহারের পর পাবলিক করে দেয়। মানে সেগুলো তখন যে কেউ ইউজ করতে পারে। অবশ্য বাংলাদেশে এরকম নজির দেখা যায়নি।

ক্রিয়েটিভ কমন
এটাও অন্যের ভিডিও নিয়ে কাজ করার একটি পদ্ধতি। তবে এই ভিডিওতে অনুমতি দেয়াই থাকে যে কেউ ব্যবহার ও মডিফাই করতে পারবে। তবে ইদানীং কিছু ঘটনার কারনে এগুলো ব্যবহার করাও অত্যন্ত ঝুকিপূর্ন। বিশেষ করে ইউটিউব এডিটর দিয়ে লোড করলেই অনেক ভিডিওতে কপিরাইট কেস শো করে। এছাড়া ক্রিয়েটিভ কমন ভিডিও নেয়ার পূর্বে কোন চ্যানেল থেকে নেয়ার আগে সেই চ্যানেলটি সোশ্যাল ব্লেড দিয়ে চেক করে নিতে হবে। যদি ক্রিয়েটিভ কমন থাকা সত্বেও কোন চ্যানেল কোন এমসিএন এ জয়েন করা থাকে। তাহলে সে চ্যানেল থেকে ৩০০ হাত দূরে থাকতে হবে। কারন সমস্যা সেই চ্যানেল মালিক না করলেও, স্বপ্রনোদিত হয়ে এমসিএন এর ম্যানেজাররা আপনার চ্যানেল কপিরাইট মেরে খেয়ে দিতে পারে।

কমিউনিটি গাইড লাইন
এই বিষয়গুলো নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা নিষেধ। করলেই আপনি সাইজ হয়ে যাবেন।
(১) ন্যুডিটি বা সেক্সুয়াল কন্টেন্টঃ অযাচিত শরীর প্রদর্শন এবং সেক্সুয়াল ভিডিও।
(২) হার্মফুল বা ডেঞ্জারাস কন্টেন্টঃ কেউ আত্ন হত্যা করছে, গোলাগুলি (যুদ্ধ নয়, নরমাল), মারামারি
(৩) ভায়োলেন্ট অর গ্রাফিক কন্টেন্টঃ রক্ত, খুন, নাড়িভুড়ি বের হয়ে যাচ্ছে, জবাই করছে ইত্যাদি
(৪) কপিরাইটঃ অন্যের ভিডিও চুরি করা, উল্টানো পাল্টানো। কারন এগুলো মূল মালিক একদিন ম্যানুয়ালি দেখলেও ম্যানুয়াল কপিরাইট মারলে কোন আপিল ছাড়াই চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে।
(৫) হেটফুল কন্টেন্টঃ কোন জাতি, ধর্ম বা গোষ্টিকে ছোট করে কোন ভিডিও আপলোড করলে।
(৬) থ্রেটঃ কাউকে কোন থ্রেট টাইপের ভিডিও আপলোড করলে।
(৭) স্পাম, মিসলিডিং ডাটা অথবা স্কামঃ অযাচিত বিজ্ঞাপন, টাইটেল, ডেসক্রিপশন আর ট্যাগের মধ্যে কোন সামঞ্জস্য না থাকলে। (যেমনঃ ভিডিও ফানি কিন্তু সালমান মুক্তাদির সেই ভিডিওতে নেই, অথচ আপনি বেশি ভিউ পাওয়ার জন্য সালমান মুক্তাদির ভিডিও লিখে ট্যাগ দিলেন)। এরপর কোন অভিজ্ঞ ব্যক্তি যদি আপনার চ্যানেলে বিরুদ্ধে মিসলিডিং ডাটার কমপ্লেইন করে, তাহলে স্ট্রাইক খাবেন।

শেষের আগে
কিছু কপিবাজের কারনে বাংলাদেশে কাজ করা দূরহ হয়ে উঠছে। বিশেষ করে কপিবাজরা টিভি, নাটক, এমনকি অন্যের ভিডিও চুরি করে রেভিনিউ নেয়ার কারনে ইউটিউবের স্টাফরাও বাংলাদেশিদের উপর দারুন বিরক্ত। অনেকেই দেখি, ভিপিএন নিয়ে নিজের এডে নিজে ক্লিক করে। মনে রাখবেন, গুগলের লাষ্ট যে স্টাফ ইন্ডিয়া থেকে নিয়েছে তার মাসিক বেতন ১ কোটি ৮৫ লাখ রুপি। এবার ভাবুন, আপনার যদি চুরি করার ইচ্ছা থাকে, তাহলে কোনদিনই চোরের উপর বাটপারি করতে পারবেন না। কারন গুগল ১ কোটি ৮৫ লাখ রুপি মাসিক বেতন নিয়ে কোন স্টাফকে ঘাস কাটার জন্য নিয়োগ দেয় না।
প্রাসঙ্গিক অথচ অপ্রাসঙ্গিক কথা
ইউটিউবে বর্তমানে সেফ থাকার অন্যতম উপায় হচ্ছে নিজের মোবাইল/ ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করে নিজেই কিছু করা। উদাহরনঃ মজার টিভি, ভাই ব্রাদার, আরো অনেক দেখবেন ওদের ভিডিও সম্পূর্ন ইউনিক। সাথে আরো যদি ভাবেন আমারতো ডিএসএলআর নেই, ভালো মাইক নেই, তাছাড়া টপিক পাচ্ছিনা কি নিয়ে কাজ করবো।
তাহলে আমি পরামর্শ দেবো, আপনি দেখে আসুন এই ভিডিও টি
https://www.youtube.com/watch?v=td6NcAZ5SWQ
আরো কোন প্রশ্ন থাকলে ঘুরে আসুন এই লিংকে
  https://www.youtube.com/watch?v=sgFOkj-_A1E

যে কথা না বললেই নয়
অন্যের হাজার হাজার ডলারের স্ক্রিন শর্ট দেখলে নতুনদের মাথা ঠিক থাকেনা। ডলার ইনকামের জন্য এজন্য অনেকেই এডাল্ট, চুরি করে কাজ করে দ্রুত ডলার ইনকাম করতে চায়। তবে একটা কথা মনে রাখবেন, এসব করে যেমন পাপ এবং হারাম কামাই হয়, ঠিক তেমনি চ্যানেলটা সাসপেন্ড হলে হার্ট এ্যাটাকের মতোও হয়। বৈধ পথে আয় করেও মার্ক জাকারবার্গ গত মাস দুয়েক আগে এক স্যাটালাইট ব্লাষ্টের জন্য তিন বিলিয়ন ডলার লস করেছে। আর যে অবৈধভাবে লস করে তার অবস্থা আরো খারাপ হয়। কারন সেটা আল্লাহরই প্রতিশোধ। বিশেষ করে, যারা এডাল্ট নিয়ে আয় করে সেই টাকা দিয়ে চলা মানুষদের সাথে রাস্তার প্রষ্টিটিউটের কোন তফাৎ নেই। তাই আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। সঠিক পথে, নিয়ম মেনে কাজ করলে সফলতা আসবেই।
নিজের ভিডিওতে কাজ করলে কোন সময় আপনাকে Problem এ পড়তে হবে না। আমার নিজের ৪টা চ্যানেল ২০১৩ থেকে আজ অবধি কোন কামউনিটি + কপিরাইট + চ্যানেল সাসমেন্ট কোন সমস্যা ফেস করতে হয়নি। ইউনিক ভিডিও নিয়ে কাজ শুরু করেন এবং সেফ ইউটিবিং করেন।
কোন ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অন্য কোন প্রশ্ন থাকলে কমেন্ট এ জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো। বা আমাদের ফেসবুকে যানাবেন আর নিচে আমাদের ফেসবুকের লিংক দেওয়য়া হল।
আমাদের গ্রুপ থেকে ঘুরে আসবেনঃ  
ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক 
আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ক্লিক করুন Facebook থেকে আয়
আমার ফেসবুক আইডি পেতে  ক্লিক করুন facebook

ইউটিউবে আমরা যে ভুলগুলো করে থাকি সেই গুলা

ইউটিউবে আমরা যে ভুলগুলো করে থাকি
১. অন্যের ভিডিও সোজা কপি মেরে দেই ।এমনকি অনেকে টাইটেলসহ কপি মারে ।এই ভিডিও দিয়ে উনি হাগার হাগার ভিউ পাইতেছে আমি কেন পাব না !- এই ভেবে আপলোডাইতে থাকি !

২. ভিডিও নিয়েই যত গবেষনা করি ।ফিচার ইমেজ নিয়ে অত গবেষনা করি না ।গুগল থেকে সার্চ করে একটা ইমেজ দিয়ে দেই ।অথচ ওই ইমেজ কপিরাইট প্রটেক্টেড কি না,কোন ক্লেইম খাওয়া সাইট ইমেজের সোর্স কি না তা দেখি না।সোজা কথা ফিচার ইমেজ যে অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় এটা অনেকে মনেই করে না ।

৩. ডিসক্রিপশনের ভেতরে কমা দিয়ে ইচ্ছেমত ট্যাগগুলো ঠেসে দেই ।অমুকে দিছে আমি দিলে দোষ কি -এই ভাবি

৪.চ্যানেলের এবাউট সেকশন অন্য চ্যানেলের হুবহু কপি করি ।এমনকি সেখানেও ট্যাগ দিয়ে ঠেসে দেই !

৫. গুগল কতৃক নিষিদ্ধ যেসব ওয়ার্ড সেগুলো ব্যবহার করি ইচ্ছামত ।যেমন- sex,fuck,asshole.xx, ইত্যাদি ।

৬. চ্যানেলের এভারেজ ওয়াচ টাইম বাড়ানোর দিকে নজরই দেই না ।এমন সব ভিডিও আপলোড দেই পাবলিক ১ মিনিট দেখে না ।ফলে ওয়াচ টাইম থাকে ৩০ সেকেন্ড ৪০ সেকেন্ড এরকম ।এরফলে চ্যানেল র‍্যাংকিং কমে যায় ।

৭.অমুক দিন অমুক তারিখ গুগল ব্যান করবে বলে কিছুদিন বসে থাকি ।তারপর তারিখ পার হইলে দুইদিনের মধ্যে ২০/২৫টা ভিডিও আপলোড দেই ।অল্প সময় ঘন ঘন এত আপলোডাইয়া আরো বেশী ধরা খাই।গুগল সব কিছুই রিভিও করে এটা বুঝতে হবে ।একটা ভিডিও আপলোড করার পর তাকে নূন্যতম সময় দিতে হবে রিভিউ করার ।

৮. র ফাইল যেমন আছে তেমনই রেখে দেই ।আমি নিশ্চিত অধিকাংশ নতুন ইউটিউবার এটা গুরুত্ দেয় না । হাবিজাবি একটা নামে ফাইলের নাম রেখে দিই,তারপর আপলোড করার পর সেটা সুন্দর একটা নাম দেই

[এই পোস্ট শুধু ভুলগুলো চিহ্নিত করার জন্য দিলাম ।আপাতত ধৈর্য নাই আর লিখার ।যদি কারো ভাল লাগে পরে আরো লিখবো। ]
আমাদের গ্রুপ থেকে ঘুরে আসবেনঃ  ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক 
আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ক্লিক করুন Facebook থেকে আয়
আমার ফেসবুক আইডি পেতে  ক্লিক করুন facebook