Thursday, December 22, 2016

NTV MARCEL হাসো SEASON-4 থেকে ফারহান ও ইয়াছিন মোড়ল সাথে আছে আরো একজন। যদি আপনারা আসতে চান চলে আসুন এই খানে এদের কাছে

আপনাদের কে যাদের নাম যানাইতে চাচ্ছি তারা হচ্ছে ফারহান ও ইয়াছিন মোড়ল আর সাথে আছে আমান উল্লাহ।
ফারহানের জীবনের কিছু কথা

ছোট কাল থেকেই নাকি সে একটু দুষ্ট প্রকিতির ছিল। তাকে যখন দেখেছি তো দেখলাম সে কখন চুপ চাপ ঠান্ডা হয়ে বসে থাকতে পারে না। ফার হানের জীবন যেই দিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে তার নড়া চড়া শুরু হয়ছে এখন পর্যন্ত চলছে। তাকে না দেখলে বুঝাই যাবে না যে একটা মানুষ এতোটা লাফালাফি দাপাদাপি করতে পারে। সে কেবল মাত্র ইন্টার পড়া শেষ করছে আর সে তখন চিন্তা করল বসে থেকে কি করবে জীবনে তো কোন ভাল কাজ করিনা তো এই বার একটা ভালো কাজ করব,তো সে ঠিক করল বাংলাদেশের NTV মার্সেল সিজেন হাসোতে নাম দিবে তো আর দেরি কেন যেই চিন্তা সেই কাজ যেয়ে অডিশন দিল আর চান্স পেয়ে গেল। তাকে দেখে যদিও মোটা মনে হচ্ছে কিন্তু সে আসলেই মোটা না তার এই শরীরের ভিতরে আছে শুধু মানুষ হাসানোর কথা বা জোক্স। সে আমাদের এলাকাই আসছিল তো তার সাথে অনেক কথা বললাম , কথা বলার সময় আমি যেই প্রশ্ন করি সে এমন ভাবেই উত্তর গুলা দ্যায় যেন মনে হচ্ছে মুখথেকে হাসির ঝুড়ি বের করছে।

এইবার চলুন আর এক জনের কথা যানি।

এই ছেলের নাম আমান


এই ছেলেটা ছোট কাল থেকেই সুধু অভিনয় করত। যার কাছে কোন হাসির কথা শুন্ত সাথে সাথে সেই কথাটার অভিনয় করত। তার ইচ্ছা ছিল নাকি ছোট কালে সে দিলদারের মত অভিনয় করা শিখবে মানুষ দের হাসাবে। ইচ্ছা নিয়ে সে বড় হচ্ছে দিন দিন সে অভিনয় করা শিখে গেল আর সাথে সাথে সে অনেকের ফানি ভিডিও দেখত আর অডিও শুন্ত । আর তাদের গ্রামে যদি কোথাও কোন অনুষ্টান হত তাহলে সে নাম দিত যে ভাই আমি আপনাদের মঞ্চে অভিনয় করব বা জোক্স করব। এই ভাবে সে আস্তে আস্তে সবার পরিচিত মুখ হয়ে গেল। তার পরে সে নাটক করা শুরু করল। তার পরে আস্তে আস্তে সে সব যায়গায় যেতে শুরু করল। সে যখন মুখদিয়ে কোন ভাল কথা বলবে তখন আপনি মনে করবেন সে কোন ফান বলছে। তার চেহারা দেখলেই কেমন হাসি পাই। সে যখন মঞ্চ উঠে দেখে বুঝাই যায় না সে এতটা চঞ্চল। মনে হয় যে সে কিছু পারে না। আর যখন অভিনয় শুরু করে তখন আর দেখে কে? তার কথা মানুষ হাসতে হাসতে কখন যে কান্দন শুরু করে তারা কিছুই বুঝতে পারে না। এই ছেলের কাছে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি কতদুর লিখা পড়া করেছেন। সে বলে ভাইরে খুব কষ্টে SSC তে অনার্স শেষ করে এই বার ডাক্তারিতে ভর্তি হয়ছি। আমি কিছুতেই বুঝতে পারলাম না যে SSC তে অনার্স? তো সে বল্ল ভাইরে আমার ব্রেন খুব কাচা আমি ৪ বারে পাশ করেছি।
আর এখন ডাক্তারি পড়ছি। আর আমার টাইটেল আছে এখন M.B.B.S ।আমি বললাম ভাই পড়ছেন ডাক্তারি তো আপনার পদবি কি করে M.B.B.S হল। সে বলে ভাই সোনেন M=মা B=বাবার B=বেকার S=সন্তান (মা বাবার বেকার সন্তান) এই হচ্ছে তার কথা ধরন।

এই বার আসেন এদের আর একজনের কথা যানি
নাম ইয়াছিন মোড়ল

এই ছেলের কথা আর বেশি কিছু বলার নাই। তার পরে ও বলি ছেলেটাকে দেখলে মনে হচ্ছে দুধ দিয়ে ধোয়া তুলশি পাতা। কিন্তু আসলে তা না ।ছেলেটা যতটা নরম ততটাই গরম । তার ঐ সুধর চেহারা যেই চোখ দেখা যাচ্ছে ঠিক তার নিছে দেখা যাচ্ছে তার নাক আর নাকে নিছে আছে কিছু পরিমান পশম আর পশমের নিচে যেই ঠোট দেখা যাচ্ছে এই ঠোট দুই টা যখন আলাদা করবে তখন মনে হবে যে সে স্যালো ম্যাশিন চালু করছে। আমি বুঝতেই পারিনা যে মানুষ এত কথা কি করে বলে। আর এই স্যালো যখন চালু হবে আপনাদের অনুষ্ঠান ক্কখন শুরু করেছেন তা কেউ মনে রাখতে পারবেন না। আর এইটাও আপনাদের মনে থাকবে না যে আপ্নারা আজ আসছেন এদের কোন অনুষ্টাঠান দেখতে। আমি এটা বলতে পারি। এদের অনুষ্ঠানে আনলে  আপনাদের অনুষ্ঠানের কিছু অপূর্ন থাকবে না। আর যা কিছ থাকবে সব কিছু এরা কথা দিয়ে পুর্ন করে দিবে। এদের দেখে আসলেই কিছু শিখা যায়।

এদের কে যদি আপ্নারা চান তাহলে এদের সাথে কথা বলবেন আপনাদের যে কোন সাংস্কৃতি অনুষ্ঠানে
এরা যেতে রাজী।এদের সাথে যোগাযোগ এর মাধ্যম নিছে দেওয়া হ্লো
আমান=>            ০১৯৯৭২৬০০০১
ইয়াছিন মোড়ল=>০১৯৯০৫৫৬৫৩৩
ফারহান=>          ০১৯৪৮১৫৭৯৭৮
রবিউল ইসলাম=> ০১৯৪০০৩৮২০২
ফেসবুক আইডি এদের
আমান= Brandon Austin
ফারহান= F Rz Fahan
ইয়াছিন মোড়ল=  Yeasin Morol
আর একটা কথা এদের সকলের বাড়ি খুলনাতে।
আর আপ্নারা আমার গ্রুপ থেকে একটু ঘুরে আসবেন। গ্রুপ




No comments:

Post a Comment