Friday, December 23, 2016

youtube থেকে আয় করতে চান পড়ে নিন কিছু আয় করার জন্য কি কি করতে হবে আর কি করতে হবে না।

ইউটিউব এখন এত সহজ হয়ে গেছে যে সিক্স সেভেনের পোলাপাইনও পড়াশুনা বাদ দিয়ে ইউটিউব নিয়ে পরে থাকে। আরে ভাই, অন্তত এসএসসি বা ইন্টার পাশ করেন। গুগলও এজন্য ১৮ বছরের নিচে অ্যাডসেন্স দেয় না।

কিন্তু এখন খুব সহজে ফেসবুক ইউটিউব আর ব্লগে ইউটিউব নিয়ে এত টিউটরিয়াল পাওয়া যায়, এত প্রশ্ন-উত্তর পাওয়া যায়। এটা এক দিক দিয়ে চরম ক্ষতির কারণও হচ্ছে। কারণ এমেচার পোলাপাইন একটা চ্যানেল খুলেই কপিরাইট ভিডিও অথবা সেক্সুয়াল ভিডিও আপলোড শুরু করে।
ভাইরা দয়া করে বাংলাদেশে ইউটিউব এর বাজারটা নষ্ট করবেন না প্লিজ। যাদের ১৮ হয়নি বা অন্তত এসএসসি পাস করেননি বা ইউটিউব সম্পর্কে জানা শোনা একেবারে ক খ লেভেলে তারা প্লিজ ইউটিউব শুরু করবেন না। 
আগে একটা স্টেজে যান। কিছু শিখুন । তারপর ইউটিউব এ আসুন।
আর টিউটোরিয়াল মেকারদের বলবো দয়া করে ভিউ বড়ানোর জন্য বাড়তি লোভ দেখাবেন না। পারলে টাকা ইনকামের বিষয়টি এভয়েড করে টিউটরিয়াল বানাবেন। টাকার লোভে পড়েই সিক্স-সেভের ছেলেরাও সব বাদ দিয়ে ইউটিউবে আসে আর ইউটিউবের রুল বায়োলেড শুরু করে।
বাংলাদেশ অলরেডি ইউটিউবের ব্ল্যাক লিস্টে চলে গেছে। অহরহ চ্যানেল সাসপেন্ড হচ্ছে। খারাপ চ্যানেলের কারণে অনেক সময় ভাল চ্যানেলও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে ইউটিউবের মনিটাইজেশন নেই। অন্যদেশের মনিটাইজেশন দিয়ে আমরা টাকা তুলি। কিন্তু এভাবে ইউটিউবের রুল ভঙ্গ করতে থাকলে যে কোন দিন এ দেশ থেকে টাকা তোলাও বন্ধ করে দিতে পারে ইউটিউব!

আপ্নারা যারা কাজ করতে চান তাদের বলছি youtube এ অনেক ভিডিও পাওয়া যায় সেই গুলা দেখে কম পক্ষে ৬-৭ মাস দেখেন দেখে দেখে সেখেন তার পরে কাজ শুরু করেন।
আর একতা কথা সেটা হচ্ছে যদি কেউ দেখায় যে কি ভাবে কপি করতে হয় ভিডিও সেই গুলা দেখবেন না দয়া করে।
আর আমাদের গ্রুপ ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক
https://web.facebook.com/groups/1492185060799007/?ref=bookmarks

No comments:

Post a Comment