Monday, December 12, 2016

ইউটিউবে আমরা যে ভুলগুলো করে থাকি সেই গুলা

ইউটিউবে আমরা যে ভুলগুলো করে থাকি
১. অন্যের ভিডিও সোজা কপি মেরে দেই ।এমনকি অনেকে টাইটেলসহ কপি মারে ।এই ভিডিও দিয়ে উনি হাগার হাগার ভিউ পাইতেছে আমি কেন পাব না !- এই ভেবে আপলোডাইতে থাকি !

২. ভিডিও নিয়েই যত গবেষনা করি ।ফিচার ইমেজ নিয়ে অত গবেষনা করি না ।গুগল থেকে সার্চ করে একটা ইমেজ দিয়ে দেই ।অথচ ওই ইমেজ কপিরাইট প্রটেক্টেড কি না,কোন ক্লেইম খাওয়া সাইট ইমেজের সোর্স কি না তা দেখি না।সোজা কথা ফিচার ইমেজ যে অত্যন্ত গুরুত্বপূর্ন বিষয় এটা অনেকে মনেই করে না ।

৩. ডিসক্রিপশনের ভেতরে কমা দিয়ে ইচ্ছেমত ট্যাগগুলো ঠেসে দেই ।অমুকে দিছে আমি দিলে দোষ কি -এই ভাবি

৪.চ্যানেলের এবাউট সেকশন অন্য চ্যানেলের হুবহু কপি করি ।এমনকি সেখানেও ট্যাগ দিয়ে ঠেসে দেই !

৫. গুগল কতৃক নিষিদ্ধ যেসব ওয়ার্ড সেগুলো ব্যবহার করি ইচ্ছামত ।যেমন- sex,fuck,asshole.xx, ইত্যাদি ।

৬. চ্যানেলের এভারেজ ওয়াচ টাইম বাড়ানোর দিকে নজরই দেই না ।এমন সব ভিডিও আপলোড দেই পাবলিক ১ মিনিট দেখে না ।ফলে ওয়াচ টাইম থাকে ৩০ সেকেন্ড ৪০ সেকেন্ড এরকম ।এরফলে চ্যানেল র‍্যাংকিং কমে যায় ।

৭.অমুক দিন অমুক তারিখ গুগল ব্যান করবে বলে কিছুদিন বসে থাকি ।তারপর তারিখ পার হইলে দুইদিনের মধ্যে ২০/২৫টা ভিডিও আপলোড দেই ।অল্প সময় ঘন ঘন এত আপলোডাইয়া আরো বেশী ধরা খাই।গুগল সব কিছুই রিভিও করে এটা বুঝতে হবে ।একটা ভিডিও আপলোড করার পর তাকে নূন্যতম সময় দিতে হবে রিভিউ করার ।

৮. র ফাইল যেমন আছে তেমনই রেখে দেই ।আমি নিশ্চিত অধিকাংশ নতুন ইউটিউবার এটা গুরুত্ দেয় না । হাবিজাবি একটা নামে ফাইলের নাম রেখে দিই,তারপর আপলোড করার পর সেটা সুন্দর একটা নাম দেই

[এই পোস্ট শুধু ভুলগুলো চিহ্নিত করার জন্য দিলাম ।আপাতত ধৈর্য নাই আর লিখার ।যদি কারো ভাল লাগে পরে আরো লিখবো। ]
আমাদের গ্রুপ থেকে ঘুরে আসবেনঃ  ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক ফেসবুক 
আপনি কি ফেসবুক থেকে আয় করতে চান তাহলে ক্লিক করুন Facebook থেকে আয়
আমার ফেসবুক আইডি পেতে  ক্লিক করুন facebook

No comments:

Post a Comment