Saturday, December 24, 2016

youtube এর কিছু কথা দেখে নিন কাজ দিবে

একটা স্টাটাস না দিয়ে পারলাম না। সবাই জানেন শেয়ার মার্কেট নষ্টের কারন। হড়ে গড়ে রিকশাওয়ালা ভ্যানওয়ালা টাকার লোভে শেয়ার ব্যবসায় ডুকছিল কিছু না জেনেই। পরে শেয়ার মার্কেট খেয়ে গেছিল। আর এখন টাকার লোভে কিছু আবাল পলাপান ঠিক মত ইংরেজি তো দূরে থাক বাংলা লিখতে গেলেও ভুল করে তারা youtube এ ধুকে সব community guidelines ভেঙে ফেলেছে। এরা না বোঝে কোন নিয়ম না কোন কিছু। এখন গুগল মামা পুরা মার্কেট এ খাইয়া দিতাছে। গুগলের উচিৎ live camera'y exam নিয়ে ইউটিউব monitization on করতে দেয়া। তাইলে কোন নিয়ম আর নষ্ট হত না।




No comments:

Post a Comment