Tuesday, December 18, 2018

Forex এর কোন ব্রোকার ভাল চলুন দেখে নেই।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন।
আজ আমরা ইনশাল্লাহ ফরেক্স মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য এবং সঠিক বিনিয়োগের উৎস খুজে বের করার চেষ্টা করবো। তাহলে আসুন আর দেরি না করে শুরু করা যাক।
* ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেট (স্টক এবং সিকিউরিটি মার্কেট) হল দুইটি স্বাধীন মার্কেট যেগুলোর নিজেদের মধ্যে কোন সম্পর্ক নেই। তারা তাদের ট্রেডের উপাদানসমূহে আলাদা যেমন ফরেক্স মার্কেটের জন্য মুদ্রা এবং স্টক মার্কেটের জন্য শেয়ার। স্টক মার্কেট সাধারনত অবস্থিত হয় স্টক এক্সচেঞ্জে।  সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জগুলো অবস্থিত নিউ ইয়র্ক, লন্ডন এবং টোকিওতে।
* ফরেক্স এবং স্টক মার্কেটের মধ্যে আরেকটা পার্থক্য হল ট্রেডিং এর জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ। একটি স্টক মার্কেট থেকে শেয়ার কিনতে একজনের প্রয়োজন হবে বেশ বড় অঙ্কের অর্থ, ১০ হাজার মার্কিন ডলার থেকে ১০০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। একটি স্টক মার্কেটে ট্রেডিং হল নিয়ন্ত্রিত এবং স্থির যা ফরেক্স মার্কেটের মত নয় যেখানে একজন অল্প সময়ের ব্যাবধানে খুব বড় অঙ্কের মুনাফা বা লোকসান করতে পারে।
* শেয়ার মার্কেটে দাম বাড়লে লাভ হয় ও দাম কমলে লস হয়। আর শেয়ার মার্কেট দিনে নিদিষ্ট সময় খোলা থাকে। ফরেক্স মার্কেটে দাম বাড়লে ও লাভ হয় আবার দাম কমলে ও লাভ হয় । আবার ফরেক্স মার্কেটে শনি রবি বার বাদে দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকে।
* ফরেক্স পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রার বাজার । শেয়ার বাজার ফরেক্স এর তুলনায় অনেক ছোট । শেয়ার বাজারে শেয়ার এর দাম কমলে শেয়ার হোল্ডার এর লস হয় । কিন্তু ফরেক্স মার্কেটে দাম বাড়লে বাই নিয়ে ও দাম কমলে সেল নিয়ে মুনাফা করা সম্ভৰ । শেয়ার বাজারে বিনিয়োগ করতে একটি নির্দিষ্ট পরিমান মূলধন থাকা বাঞ্চনীয় । ফরেক্স করতে হলে ১ ডলার মূলধন দিয়েও আরম্ভ করা যায় । ফরেক্স এ লাভ বেশি ও মার্কেট খুব দ্রুত পরিবর্তন হয়। শেয়ার বাজারে ফরেক্স থেকে অপেক্ষাকৃত মুনাফা কম ও বাজার ধীরগতিতে পরিবর্তন হয় ।
* ফরেক্স একটি আন্তর্জাতিক ব্যবসা আর অপরদিকে শেয়ার মার্কেট হচ্ছে কোন দেশের অভ্যন্তরীন একটি ব্যবসায়। ফরেক্স ব্যবসা বিভিন্ন দেশের মুদ্রার কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। কিন্তু শেয়ার বাজারে এগুলো করা যায় না।
* ফরেক্স কোন আইটেস বাই করলে তা সাথে সাথে আপনি সেল করতে পারবেন যা বিনিয়োগকারীদের জন্য একটি বড় সুবিধা কিন্তু শেয়ার বাজারে আজকে বাই করলে আজ আর সেল করতে পারবেন না যা একটি অসুবিধা।
* শেয়ার বাজারে শুধু একদিক থেকে ট্রেড করা যায় তাই লস হলে শুধু লসই হবে কিন্তু ফরেক্স ট্রেডে এ যখন লস হয় তখন আপনি তার বিপরিত দিকে ট্রেড দিতে পারেন।আর শেয়ার বাজার থেকে কম সময়ে প্রফিট করা যায়।তাই আমি মনে করি শেয়ার বাজার থেকে ফরেক্স এর ট্রেড বেশি সুবিধার।
১) Forex mart 
হেড অফিস খুলনা
2) XM
হেড অফিস ঢাকা

No comments:

Post a Comment