Sunday, December 30, 2018

নির্বাচনের দাবি


নির্বাচনের দাবি 

------------------
Image result for নির্বাচন


মোবাইল আছে ইন্টারনেট নাই 
দিনটা আমার শেষ 

নির্বাচনের এই তামাশা 
দেখছি আমি বেশ।

উন্নয়নের জোয়ারে যখন 
ভাসছে গণতন্ত্র 
মোবাইলে ইন্টারনেট থাকতেই হবে 
একটাই মূলমন্ত্র।

কিসের ভোট কিসের আলাপ 
ইন্টারনেট ফেরত দে 
অলস আমায় বসিয়ে রাখার 
ক্ষমতা দিল কে ?

পড়াশুনা বন্ধ আমার 
বেজায় খারাপ মন 
টুজি থ্রিজি বন্ধ করে 
কিসের নির্বাচন ?

ফেইসবুক আর ইনষ্টগ্রামে 
যায়না লগ ইন করা 
ভোটটা আবার চাইতে এলে 
দূরে ভাগ যা মরা।

ইউটিউবে গান চলেনা 
ভিডিওতে বাফারিং 
ক্ষোভে আমার মনটা ভীষণ 
করিতেছে ফায়ারিং।

এরি মাঝে ফুটানি দেখায় 
ওয়াইফাই ধারি জনগণ 
কেউ পাবে কেউ পাবেনা 
কিসের নির্বাচন ?

টুজি থ্রিজি ইন্টারনেট সেবা 
যদি, নাই দিতে পার 
ঘরে ঘরে ওয়াইফাই সব 
আজকেই বন্ধ কর।

No comments:

Post a Comment